Ajker Patrika

ছাত্রদল নেতা নিহতের প্রতিবাদে রাজধানীতে বিএনপির বিক্ষোভ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৩ আগস্ট ২০২২, ২৩: ১৮
ছাত্রদল নেতা নিহতের প্রতিবাদে রাজধানীতে বিএনপির বিক্ষোভ 

ভোলায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলম আজ বুধবার বিকেলে মারা গেছেন। এর প্রতিবাদে রাজধানীর নয়াপল্টনের বিএনপি কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছে বিএনপি, ছাত্রদল ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। এ সময় নেতা-কর্মীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। 

বিক্ষোভের সময় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নয়াপল্টন ও আশপাশের এলাকায় সতর্ক অবস্থানে দেখা গেছে। 

বিএনপির কেন্দ্রীয় কার্যালয় সূত্রে জানা গেছে, আগামীকাল বৃহস্পতিবার নুরে আলমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। 

বিএনপি, ছাত্রদল ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা বিক্ষোভ সমাবেশে অংশ নেয়। জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলম ও স্বেচ্ছাসেবক দলের কর্মী আবদুর রহিম নিহতের প্রতিবাদে ভোলায় বৃহস্পতিবার হরতালের ডাক দিয়েছে ভোলা জেলা বিএনপি। আগামী শনিবার ছাত্রদল কেন্দ্রীয় সংসদের উদ্যোগে পল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সম্মুখে প্রতিবাদী ছাত্র সমাবেশের ঘোষণা দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, সারা দেশে লোডশেডিং ও জ্বালানি অব্যবস্থাপনার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত ৩১ জুলাই ভোলায় আয়োজিত বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশে বাধা দেয় পুলিশ। একপর্যায়ে পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষ বাঁধে। ওই ঘটনায় পুলিশ ছাড়াও বিএনপির শতাধিক নেতাকর্মী আহত হন। গুলিবিদ্ধ হয়ে আবদুর রহিম নামে স্বেচ্ছাসেবক দলের এক কর্মী নিহত হন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল ও এনসিপি

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকরা

ফেরত পাঠাতে ৫০০ বাংলাদেশিকে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত