Ajker Patrika

তাড়াহুড়ো করে মেট্রোরেল উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী: শামসুজ্জামান দুদু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
তাড়াহুড়ো করে মেট্রোরেল উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী: শামসুজ্জামান দুদু

মেট্রোরেলের রাস্তা ২১ কিলোমিটার। ২১ কিলোমিটার শেষ করার সময় প্রধানমন্ত্রীর কাছে নাই। এ জন্য তাড়াহুড়ো করে ১০ থেকে ১১ কিলোমিটার মেট্রোরেল উদ্বোধন করেছেন। এমন মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

আজ বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে শামসুজ্জামান দুদু এ মন্তব্য করেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব রাজবন্দিদের মুক্তির দাবিতে এই মানববন্ধনের আয়োজন করে ‘দেশ বাঁচাও, মানুষ বাঁচাও আন্দোলন’ নামের এক সংগঠন। 

দুদু বলেন, প্রধানমন্ত্রী আপনি বুঝতে পেরেছেন আর সময় বেশি নাই। আপনাকে চলে যেতে হবে। ক্ষমতা থেকে চলে যেতে হবে। আজ আপনি মেট্রোরেল উদ্বোধন করেছেন। যে মেট্রোরেলের রাস্তা হচ্ছে ২১ কিলোমিটার। পুরো কাজ শেষ করার পরে আপনি উদ্বোধন করবেন, এটাই ছিল স্বাভাবিক। কিন্তু ১০ থেকে ১১ কিলোমিটার হওয়ার পরে আপনি উদ্বোধন করছেন। তাহলে কি আমরা বুঝে নেব ২১ কিলোমিটারের কাজ শেষ করার সময় আপনার নাই। এ জন্য কি তাড়াহুড়ো করে মেট্রোরেল উদ্বোধন করছেন?

‘নতুন বছর হবে নতুন সরকারের বিজয় বার্তা’ এমন মন্তব্য করে সরকারের সমালোচনায় শামসুজ্জামান দুদু বলেন, ‘এই সরকারের ভাত দেওয়ার ক্ষমতা নাই, চাকরি দেওয়ার ক্ষমতা নাই, কিল দেওয়ার গোসাই। এই সরকারের লোকজন সব ব্যাংক থেকে টাকা লুটপাট করে ব্যাংকগুলোকে ফোকলা বানিয়ে দিয়েছেন। বিশ্বের প্রায় প্রতিটি দেশ এ সরকারের বিপক্ষে।’

নেতা-কর্মীদের মুক্তির দাবি জানিয়ে দুদু বলেন, ১০ ডিসেম্বরের সমাবেশের আগে পরে প্রায় ৪৫০ নেতা-কর্মীকে আটক রেখেছে। আমরা তাদের মুক্তি দাবি করছি। আমরা খালেদা জিয়ার মুক্তি দাবি করছি। সারা দেশের প্রায় ১ লাখ বিএনপির নেতা-কর্মীর নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যাংকিংয়ের নামে কারসাজি, ফাঁসছে ফার্স্ট সিকিউরিটি

ধর্মীয় কটূক্তির অভিযোগে হিন্দুপল্লিতে ভাঙচুর, ঠেকাতে গিয়ে আক্রান্ত পুলিশও

‘আমার নিরপরাধ ছেলেডারে ডাইক্যা নিয়া ওসি স্যার জেলে ডুকাইয়া দিল’

রাঙামাটির হোটেল থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, ম্যানেজার আটক

চাঁদাবাজদের কথিত তালিকা নিয়ে রাজশাহীতে তোলপাড়, বিএনপি-জামায়াত নেতাদের নাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত