Ajker Patrika

শেখ হাসিনার অপেক্ষায় কাওলায় নেতা-কর্মীরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৪ অক্টোবর ২০২৩, ১৫: ৩৬
শেখ হাসিনার অপেক্ষায় কাওলায় নেতা-কর্মীরা

রোদ আর গরম উপেক্ষা করে রাজধানীর কাওলায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা অপেক্ষা করছেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য। দুপুরের আগে থেকেই কাওলা সিভিল অ্যাভিয়েশন মাঠে সমাবেশস্থলে আসতে শুরু করেন দলটির বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা। 

আজ শনিবার বেলা ২টার পর কাওলা সিভিল অ্যাভিয়েশন মাঠে এই সমাবেশ হওয়ার কথা। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ সমাবেশটির আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমানবন্দরের থার্ড টার্মিনালের উদ্বোধনের দিন এ সমাবেশ করার কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে তারিখ পরিবর্তন করা হয়।

সমাবেশ সফল করতে দুপুর থেকেই রাজধানী ঢাকার বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা আসতে শুরু করেন। এ সময় তাঁরা আওয়ামী লীগ ও শেখ হাসিনার সমর্থনে বিভিন্ন স্লোগান দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

এস আলমের জামাতার পেটে ৩৭৪৫ কোটি টাকা

হেফাজতের সমাবেশে জুলাইয়ের নারীদের গালিগালাজের নিন্দা জানাই: রিফাত রশিদ

ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে রোগী নেই ১ শতাংশও

জামায়াতের ‘রোহিঙ্গা রাজ্যের প্রস্তাব’ প্রত্যাখ্যান করল মিয়ানমার সরকার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত