Ajker Patrika

খালেদা জিয়াকে দেখতে গেলেন ১২ দলীয় জোটের নেতারা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৫ অক্টোবর ২০২৩, ১৩: ৫৮
খালেদা জিয়াকে দেখতে গেলেন ১২ দলীয় জোটের নেতারা

এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে গেলেন ১২ দলীয় জোটের নেতারা। আজ রোববার বেলা ১১টায় তাঁরা হাসপাতালে যান। সেখানে আধা ঘণ্টা অবস্থান করেন তাঁরা। এ সময় খালেদা জিয়ার স্বাস্থ্য সম্পর্কে চিকিৎসকদের কাছে খোঁজখবর নেন।

হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ১২ দলীয় জোট নেতা এবং কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম। তিনি বলেন, ‘খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত খারাপ বলে জানিয়েছেন চিকিৎসকেরা। লিভারের জটিলতা প্রকট হওয়ায় তাঁর বুকে ও পেটে পানি জমছে। এ জন্য পানি বের করতে প্রায়ই তাঁকে সিসিইউতে নিতে হচ্ছে।’ 

মুহাম্মদ ইবরাহিম বলেন, ‘চিকিৎসকেরা বলেছেন, খালেদা জিয়াকে বাঁচাতে হলে তাঁর লিভার প্রতিস্থাপন জরুরি হয়ে পড়েছে। কিন্তু দেশে লিভার প্রতিস্থাপনের অভিজ্ঞতা ভালো না হওয়ায় বিদেশের উন্নত চিকিৎসাকেন্দ্রে নেওয়ার কথা বলছেন তাঁরা। এ অবস্থায় খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর জন্য জোর দাবি জানাচ্ছি আমরা। অন্যথায় খালেদা জিয়ার কিছু হলে এর দায়িত্ব সরকারকেই নিতে হবে।’ 

১২ দলীয় জোটের সমন্বয়ক ও জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদত হোসেন সেলিমসহ এ সময় জোটের আরও নেতারা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত