Ajker Patrika

ভারতীয় প্রভাবমুক্ত নির্বাচন চায় জাগপা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন জাগপার সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান। ছবি: আজকের পত্রিকা
নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন জাগপার সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান। ছবি: আজকের পত্রিকা

অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও ভারতীয় প্রভাবমুক্ত নির্বাচন চায় ‎জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)। আজ ‎সোমবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন দলটির সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান।

‎তাসমিয়া বলেন, ‘আমরা চাই অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং ভারতীয় প্রভাবমুক্ত একটা নির্বাচন। গত ১৬ বছরে আমরা দেখেছি বাইরের হস্তক্ষেপ হয়েছে। সামনের নির্বাচন এ রকম হবে না, এটা আমরা বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি, প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে সামনের নির্বাচনটি অত্যন্ত অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।’

‎দলের নিবন্ধন ফিরে পাওয়ার বিষয়ে তাসমিয়া বলেন, ‘আমাদের দলীয় নিবন্ধন গত ফ্যাসিবাদ সরকার বাতিল করে দিয়েছিল। হাইকোর্ট থেকে আমাদের শুনানি শেষে নিবন্ধন ফিরিয়ে দিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন। আমাদের নিবন্ধন ফিরে পাওয়ার বিষয়টি আমরা প্রধান নির্বাচন কমিশনারকে জানিয়েছি। নির্বাচন কমিশন যদি কোনো কারণে আপিল করে, সে বিষয় আমরা আইনগতভাবে মোকাবিলা করব।’

‎‎১৯ মার্চ রাজনৈতিক দল হিসেবে জাগপার নিবন্ধন ফিরিয়ে দিতে ইসিকে নির্দেশ দেন হাইকোর্ট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তামিমের ধূমপানের তথ্য প্রকাশ চিকিৎসকের ‘পেশাগত নৈতিকতা’ লঙ্ঘন

জয় বাংলা ব্রিগেড: শেখ হাসিনাসহ ৭৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা, সন্দেহভাজন অনেকে

ট্রাম্পের ধাঁচে ‘অভিবাসী বিল’ পাস ভারতে—বাংলাদেশের সীমান্ত নিয়ে অমিত শাহর সতর্কতা

ফ্ল্যাট, প্লট, ঘের, খামার সবই আছে অপূর্বর

৫০ হাজার টাকা বিনিয়োগ ছাড়াই আইপিও আবেদনের সুপারিশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত