নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ‘অত্যন্ত অসুস্থ’ জানিয়ে বিদেশে চিকিৎসার জন্য তাঁর মুক্তির দাবি জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা মহানগর (উত্তর ও দক্ষিণ) বিএনপি আয়োজিত এক সমাবেশ থেকে তিনি এই দাবি জানান।
লিভার সিরোসিসে আক্রান্ত খালেদা জিয়ার শারীরিক অবস্থার কথা জানাতে গিয়ে মির্জা ফখরুল বলেন, ‘দেশনেত্রী খালেদা জিয়া খুব অসুস্থ, অত্যন্ত অসুস্থ। তাঁর উন্নত চিকিৎসার সুযোগ যদি না হয় তবে জীবন হুমকির সম্মুখীন হবে।’
খালেদার মুক্তির দাবি জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘আমরা বারবার আপনাদের কাছে বলেছি যে তাঁকে মুক্তি দিন। আজকে এই সমাবেশে দাঁড়িয়ে আমরা আহ্বান জানাতে চাই, দাবি করতে চাই, এখনো সময় আছে আসুন দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্তি দিন। তাঁকে চিকিৎসার জন্য বিদেশে যেতে দিন।’
২০১৮ সালের ফেব্রুয়ারিতে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজা হলে কারাগারে যেতে হয় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে। পরে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলাতেও তাঁর সাজার রায় আসে। দেশে করোনাভাইরাস মহামারি শুরুর দিকে পরিবারের আবেদনে তাঁকে ২০২০ সালের ২৫ মার্চ নির্বাহী আদেশে সাময়িক মুক্তি দেয় সরকার। তবে তাতে শর্ত ছিল, তাঁকে দেশেই থাকতে হবে। কারাগার থেকে বেরিয়ে খালেদা জিয়া গুলশানের বাসা ‘ফিরোজা’য় ওঠেন, এখন সেখানেই তিনি থাকছেন। গুরুতর অসুস্থতার কারণে কয়েক দফা তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসার জন্য থাকতে হয়েছে।
৭৭ বছর বয়সী খালেদা জিয়া বেশ কয়েক বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। গত বছর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর তাঁর ‘পরিপাকতন্ত্রে’ রক্তক্ষরণ এবং লিভার সিরোসিসের আক্রান্তের কথা জানান চিকিৎসকেরা।
দেশে খালেদা জিয়ার সুচিকিৎসার ব্যবস্থা নেই দাবি করে তাঁকে বিদেশে পাঠানোর জন্য কয়েক দফা আবেদন করে তাঁর পরিবার। তবে সেই আবেদনে সাড়া দেয়নি সরকার।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ‘অত্যন্ত অসুস্থ’ জানিয়ে বিদেশে চিকিৎসার জন্য তাঁর মুক্তির দাবি জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা মহানগর (উত্তর ও দক্ষিণ) বিএনপি আয়োজিত এক সমাবেশ থেকে তিনি এই দাবি জানান।
লিভার সিরোসিসে আক্রান্ত খালেদা জিয়ার শারীরিক অবস্থার কথা জানাতে গিয়ে মির্জা ফখরুল বলেন, ‘দেশনেত্রী খালেদা জিয়া খুব অসুস্থ, অত্যন্ত অসুস্থ। তাঁর উন্নত চিকিৎসার সুযোগ যদি না হয় তবে জীবন হুমকির সম্মুখীন হবে।’
খালেদার মুক্তির দাবি জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘আমরা বারবার আপনাদের কাছে বলেছি যে তাঁকে মুক্তি দিন। আজকে এই সমাবেশে দাঁড়িয়ে আমরা আহ্বান জানাতে চাই, দাবি করতে চাই, এখনো সময় আছে আসুন দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্তি দিন। তাঁকে চিকিৎসার জন্য বিদেশে যেতে দিন।’
২০১৮ সালের ফেব্রুয়ারিতে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজা হলে কারাগারে যেতে হয় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে। পরে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলাতেও তাঁর সাজার রায় আসে। দেশে করোনাভাইরাস মহামারি শুরুর দিকে পরিবারের আবেদনে তাঁকে ২০২০ সালের ২৫ মার্চ নির্বাহী আদেশে সাময়িক মুক্তি দেয় সরকার। তবে তাতে শর্ত ছিল, তাঁকে দেশেই থাকতে হবে। কারাগার থেকে বেরিয়ে খালেদা জিয়া গুলশানের বাসা ‘ফিরোজা’য় ওঠেন, এখন সেখানেই তিনি থাকছেন। গুরুতর অসুস্থতার কারণে কয়েক দফা তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসার জন্য থাকতে হয়েছে।
৭৭ বছর বয়সী খালেদা জিয়া বেশ কয়েক বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। গত বছর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর তাঁর ‘পরিপাকতন্ত্রে’ রক্তক্ষরণ এবং লিভার সিরোসিসের আক্রান্তের কথা জানান চিকিৎসকেরা।
দেশে খালেদা জিয়ার সুচিকিৎসার ব্যবস্থা নেই দাবি করে তাঁকে বিদেশে পাঠানোর জন্য কয়েক দফা আবেদন করে তাঁর পরিবার। তবে সেই আবেদনে সাড়া দেয়নি সরকার।
অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স-বাংলাদেশ (এইবি) ও এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এএবি)-এর কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে বিএনপি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগেআজ সকাল সাড়ে ৭টার দিকে দুটি ডাবল ডেকার বাসে করে স্মৃতিসৌধে আসেন দলটির নেতা–কর্মীরা। স্লোগান দিতে দিতে তাঁরা স্মৃতিসৌধের বেদিতে যান এবং পুষ্পস্তবক অর্পণ করেন। সকাল সাড়ে ৮টার দিকে তাঁরা স্মৃতিসৌধ ত্যাগ করেন। এরপর সাভার থেকে রায়েরবাজারে জুলাইয়ের গণ-অভ্যুত্থানে শহীদ ছাত্র-জনতার কবর জিয়ারত করবেন...
১ ঘণ্টা আগেসাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা। আজ মঙ্গলবার সকাল ৮টায় জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তাঁরা। রাজনৈতিক দল হিসেবে যাত্রা শুরুর পর প্রথম কর্মসূচির অংশ ছিল এটি।
২ ঘণ্টা আগেআত্মপ্রকাশের পর এবার দল গোছাতে মন দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। চব্বিশের গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের এই দলের লক্ষ্য নতুন রাজনৈতিক বন্দোবস্ত, যেটি ব্যাপক জনসম্পৃক্ততা ছাড়া সম্ভব নয়। এই কারণে কেন্দ্রের পর এবার তৃণমূলে কমিটি গঠনের দিকে নজর দিয়েছে দলটি।
৯ ঘণ্টা আগে