Ajker Patrika

রোজিনার রায় ফরমায়েশি: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক
রোজিনার রায় ফরমায়েশি: মির্জা ফখরুল

ঢাকা: সাংবাদিক রোজিনা ইসলামের শর্তসাপেক্ষে জামিনকে 'ফরমায়েশি' বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, 'সরকারের নির্দেশেই এখন বিচার ব্যবস্থা চলে। সরকার কি বলে, না বলে, তার ওপরই সবকিছু নির্ভর করে।'

আজ রোববার গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব অভিযোগ করেন, 'ব্রিটিশ আমলের আইন প্রয়োগ করে সাংবাদিক রোজিনা ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। এই আইনে গ্রেপ্তার করে সময় ক্ষেপণ করা হয়েছে। সিদ্ধান্ত নিতে নির্দেশের জন্য অপেক্ষা করা হয়েছে। জামিন হলেও সেখানে শর্ত জুড়ে দেওয়া হয়েছে।'

অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট মামলায় গ্রেপ্তার রোজিনা ইসলামকে রোববার জামিন দিয়েছেন আদালত। জামিনের জন্য শর্ত হিসেবে পাঁচ হাজার টাকা জামানত ও পাসপোর্ট জমা দিতে হয়েছে তাঁকে। এর আগে পেশাগত দায়িত্ব পালনকালে ১৭ মে গ্রেপ্তার হন রোজিনা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত