Ajker Patrika

বাসদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মুবিনুল হায়দারের জীবনাবসান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৭ জুলাই ২০২১, ০১: ৩৪
বাসদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মুবিনুল হায়দারের জীবনাবসান

বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদের (মার্কসবাদী) প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও দেশের বামপন্থী নেতা কমরেড মুবিনুল হায়দার চৌধুরী (৮৭) মারা গেছেন। ৬ জুলাই রাত ১০টা ৫০ মিনিটে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

কমরেড মুবিনুল হায়দার চৌধুরীর মরদেহ হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে। আগামী ৮ জুলাই বৃহস্পতিবার বেলা ১২টায় শহীদ মিলনের সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদনের পর তাঁর মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অ্যানাটমি বিভাগে চিকিৎসা বিজ্ঞানের কাজে ব্যবহারের জন্য হস্তান্তর করা হবে। তাঁর শেষ ইচ্ছা অনুসারে এ উদ্যোগ নেওয়া হচ্ছে।

নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত ২৭ জুন থেকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি হাইপারটেনশন, ডায়াবেটিস, ক্যানসার, হৃদ্‌রোগে আক্রান্ত ছিলেন। এ প্রবীণ নেতা কৃতদার ছিলেন। 

দলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদকের মৃত্যুতে তিন দিনব্যাপী শোক পালনের কর্মসূচি নিয়েছে বাসদ (মার্কসবাদী)। 

বিষয়:

বাসদ
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত