Ajker Patrika

বিএনপি নেই, আওয়ামী লীগে বিদ্রোহী প্রার্থীর ছড়াছড়ি

বিএনপি নেই, আওয়ামী লীগে বিদ্রোহী প্রার্থীর ছড়াছড়ি

পটুয়াখালীর বাউফল উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনে নয়টি ইউনিয়নের মধ্যে ছয়টিতেই রয়েছে আ.লীগের বিদ্রোহী প্রার্থী। বিএনপি এ বছর ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী না দেওয়ার কারণে আ.লীগে বিদ্রোহী প্রার্থীর সংখ্যা বেশি।

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভার মধ্যে প্রথম ধাপে কাছিপাড়া, কালিশুরী, ধুলিয়া, কেশবপুর, কনকদিয়া, বগা, কালাইয়া, আদাবাড়িয়া ও চন্দ্রদদ্বীপসহ নয়টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। বাকী ছয়টির মধ্যে নাজিরপুর, দাসপাড়া, মদনপুরা, সূর্যমনি, বাউফল সদর এই পাঁচটি ইউনিয়নের নির্বাচন পৌরসভার নির্বাচন দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

আ.লীগের দলীয় সূত্রে জানা গেছে, কাছিপাড়া ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করবেন কাছিপাড়া ইউনিয়ন আ.লীগের সহ-সভাপতি বর্তমান চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার। বিদ্রোহী প্রার্থী হিসেবে চশমা প্রতীক নিয়ে আছেন সাবেক যুবলীগ নেতা ওবায়দুল হক। সাবেক আ.লীগ নেতা সার্জেন্ট হাফিজুর রহমান আনারস প্রতীক নিয়ে ও স্বেচ্ছাসেবক লীগের সাবেক নেতা হেলাল খান ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচন করবেন।

কেশবপুর ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করবেন ইউনিয়ন আ.লীগের সভাপতি অধ্যক্ষ সালেহ উদ্দিন পিকু। বিদ্রোহী প্রার্থী হিসেবে চশমা প্রতীক নিয়ে আছেন বর্তমান চেয়ারম্যান মহিউদ্দিন লাভলু। ইউনিয়ন আ.লীগের তথ্য বিষয়ক সম্পাদক এনামুল হক অপু অটো রিক্সা প্রতীক নিয়ে ও ইউনিয়ন আ.লীগের সিনিয়র সহসভাপতি আবুল বশার খান আনারস প্রতীক নিয়ে নির্বাচন করবেন।

কনকদিয়া ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করবেন ইউনিয়ন আ.লীগের সাধারন সম্পাদক বর্তমান চেয়ারম্যান শাহিন হাওলাদার। বিদ্রোহী হিসেবে মাঠে থাকবেন ইউনিয়ন আ.লীগের সাবেক সাধারন সম্পাদক শফিকুল ইসলাম অটো রিক্সা প্রতীক নিয়ে। ইউনিয়ন আ.লীগের সহ-সভাপতি মিজানুর রহমান হিরন চশমা প্রতীক ও দেলোয়ার হোসেন আনারস প্রতীক নিয়ে নির্বাচন করবেন। 

ধুলিয়া ইউনিয়নে নৌকা নিয়ে নির্বাচন করবেন ইউনিয়ন আ.লীগের যুগ্ম সাধারন সম্পাদক মো. হুমায়ুন কবীর। বিদ্রোহী হিসেবে নির্বাচন করবেন বর্তমান চেয়ারম্যান ইউনিয়ন আ.লীগের সাধারন সম্পাদক আনিচুর রহমান রব আনারস প্রতীকে।

আদাবাড়িয়া ইউনিয়ন আ.লীগের সভাপতি মঞ্জুর আলম নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করবেন অপরদিকে বিদ্রোহী হিসেবে ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচন করবেন সাবেক ইউনিয়ন যুবলীগ সভাপতি শফিকুল ইসলাম।

চন্দ্রদ্বীপ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমির হোসেন হাওলাদার নৌকা প্রতীক পেলেও তার বিদ্রোহী প্রার্থী হিসেবে ভোটের মাঠে আছেন বর্তমান চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক এনামূল হক আলকাছ।

শুধুমাত্র বগা ইউনিয়নেই কোন বিদ্রোহী নেই। এখানে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করবেন উপজেলা যুবলীগের সহ-সভাপতি বর্তমান চেয়ারম্যান মাহমুদ হাসান।

কালাইয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক এসএম ফয়সাল আহম্মেদ ও কালীশুরী ইউনিয়ন আ.লীগের সভাপতি বর্তমান চেয়ারম্যান অধ্যক্ষ নেছার উদ্দিন সিকদার ওরফে জামাল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নৌকা প্রতীকে নির্বাচিত হয়েছেন।

এ বিষয়ে উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল মোতালেব হাওলাদার বলেন, এটা সত্যি বিএনপি না থাকায় বিদ্রোহী প্রার্থীদের সংখ্যা কয়েকটা ইউনিয়নে বেশি। তবে বিদ্রোহী প্রার্থীদের আমরা ছাড় দিব না। যতই বিদ্রোহী হোক না কেন সকল ইউনিয়নেই বরাবরের মতো নৌকা প্রতীকের জয় হবে। কারণ উপজেলা আ.লীগের সভাপতি আ.স.ম ফিরোজের নেতৃত্বে এ সংগঠন তৃণমূল পর্যায়ে থেকে সংগঠিত।

উল্লেখ্য, আগামী ১১ এপ্রিল এই নয়টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। তফসিল অনুযায়ী মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ছিল ১৮ মার্চ, বাছাই ১৯ মার্চ, এবং প্রত্যাহার ২৪ মার্চ। নয়টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১ লাখ ৬৫ হাজার ২৯২ জন। এর মধ্যে নারী ভোটারের সংখ্যা ৭৯ হাজার ৯০৩ ও পুরুষ ভোটারের সংখ্যা ৮৫ হাজার ৩৮৯ জন। প্রতিটি ইউনিয়নে নয়টি করে ভোটকেন্দ্র স্থাপন করা হবে। শুধু মাত্র বগা ইউনিয়নে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...