Ajker Patrika

বিএনপিকে বিদেশিরা টয়লেট টিস্যুর মতো ছুড়ে ফেলবে: সংসদে মতিয়া চৌধুরী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিএনপিকে বিদেশিরা টয়লেট টিস্যুর মতো ছুড়ে ফেলবে: সংসদে মতিয়া চৌধুরী

 

বিএনপিকে বিদেশিরা ব্যবহার করছে বলে দাবি করেছেন জাতীয় সংসদের উপনেতা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী। তিনি বলেছেন, বিএনপি মনে করছে বিদেশিরা তাঁদের দোলনায় চড়িয়ে ক্ষমতায় বসিয়ে দেবে। তাঁদের বোঝা উচিত বিদেশি শক্তি বিএনপিকে ব্যবহার করবে। তারপর টয়লেট টিস্যুর মতো ছুড়ে ফেলবে। একমাত্র জনগণই ক্ষমতায় বসাতে পারে।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৩–২০২৪ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। 

আওয়ামী লীগ সব দলের অংশগ্রহণে একটি গণতান্ত্রিক নির্বাচন চায় উল্লেখ করে তিনি বলেন, বিএনপি সাংবিধানিকভাবে ক্ষমতায় আরোহণ করে না। তাই তাঁরা নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। বিদেশিদের কাছে ধরনা দিচ্ছে। বিএনপি বিদেশে লবিং করছে বাংলাদেশের ওপর রাজনৈতিক ও অর্থনৈতিক চাপ সৃষ্টির জন্য। স্যাংশনের জন্য যে পরিবেশ সৃষ্টি করা দরকার তাঁরা সেটা করার চেষ্টা করছে। 

সংসদ উপনেতা বলেন, দেশি বিদেশি চাপ যতই আসুক জনগণ নতি স্বীকার করবে না। ষড়যন্ত্র চলছে, চলবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এগিয়ে যাবেন। 

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি বক্তব্যের সমালোচনা করে সরকারি দলের সংসদ সদস্য আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আপনার পিতা ছিলেন রাজাকার, আপনি ছিলেন রাজাকার। এ কারণে আপনার বলার অধিকার নাই বাংলাদেশ আপনার দেশ।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত