Ajker Patrika

বিএনপি নয়, আওয়ামী লীগই রাষ্ট্র কাঠামো ধ্বংস করেছে: কাদেরের উদ্দেশে মোশাররফ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২০ ডিসেম্বর ২০২২, ১৮: ৩৯
Thumbnail image

‘বিএনপি রাষ্ট্রীয় ব্যবস্থাকে ধ্বংস করেছে’-আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন মন্তব্যের প্রতিবাদ জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘বিএনপি নয় বরং আওয়ামী লীগ দুই দফায় ক্ষমতায় এসে এদেশের রাষ্ট্র কাঠামো একটি একটি করে ধ্বংস করেছে।’

আজ মঙ্গলবার বিএনপির নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ গ্রেপ্তার নেতা-কর্মীদের মুক্তির দাবিতে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। 

খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘আমি পরিষ্কার ভাবে বলতে চাই, এই সরকার ক্ষমতায় থাকার জন্য বিভিন্নভাবে ইতিহাসকে বিকৃত করছে। তাদের কথার সঙ্গে কোনো মিল নেই। সত্যের সঙ্গে কোনো সম্পর্ক নেই। তারা মিথ্যা বলে দেশের জনগণকে বিভ্রান্ত করতে চায়। গত ১৪ বছর ধরে গায়ের জোরে, দিনের ভোট রাতে করে ক্ষমতায় আছেন। বিএনপি নয়, তারা (আওয়ামী লীগ) এ দেশের রাষ্ট্র কাঠামো একটি একটি করে ধ্বংস করেছে।’ 

স্বাধীনতার পরে ৭২ থেকে ৭৫ সালে ক্ষমতায় থাকাকালীন আওয়ামী লীগের কর্মকাণ্ডের সমালোচনা করে মোশাররফ বলেন, সে সময় তারা আমাদের মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করে দিয়ে গণতন্ত্রকে হত্যা করে বাকশাল প্রতিষ্ঠা করেছিল। তারা সংবিধানকে ছুড়ে ফেলে দিয়েছিল। সমাজতান্ত্রিক অর্থনীতির নামে তারা লুটপাটের অর্থনৈতিক ব্যবস্থা করেছিল। রক্ষীবাহিনীর নামে ২০ হাজার মুক্তিযোদ্ধাকে হত্যা করেছিল ৷ গুম-খুন-বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আওয়ামী লীগের আমলে শুরু হয়েছিল।’ 

স্বাধীনতার পরে একবার এবং গত ১৪ বছরে আরেক দফা আওয়ামী লীগ সম্পূর্ণভাবে রাষ্ট্র কাঠামোকে ধ্বংস করেছে জানিয়ে খন্দকার মোশাররফ বলেন, ‘তারা দেশের বিচার ব্যবস্থা, অর্থনীতি, গণতন্ত্র, সামাজিক অবকাঠামোসহ সমস্ত কিছু ধ্বংস করে দিয়েছে। এখন তারা উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপানোর চেষ্টা করছে কিন্তু দেশের জনগণ তা বিশ্বাস করে না। যতই দমানোর চেষ্টা করবেন ততই বিএনপি আরও বেশি শক্তিশালী হয়ে উঠবে।’ 

ঢাকার সমাবেশকে ব্যাহত করার জন্য আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে অবিলম্বে তাদের মুক্তি দাবি করে মোশাররফ বলেন, ‘আমরা যখনই কোনো শান্তিপূর্ণ কর্মসূচি দিই সরকার বলে আমরা নাকি সংঘাত করব, বিশৃঙ্খলার সৃষ্টি করব। ঢাকার আগে আমরা ৯টি গণসমাবেশ করেছি। প্রত্যেকটি সমাবেশে পরিবহন ধর্মঘট, গ্রেপ্তার, ভয়ভীতি সৃষ্টি করা, হামলার পরেও শান্তিপূর্ণভাবে বিভাগীয় গণসমাবেশ সফল করেছি। কোনো সমাবেশে কোথাও কেউ বলতে পারবে না সংঘাত হয়েছে, বিশৃঙ্খলা হয়েছে।’ 

মানববন্ধনে বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান বলেন, ঢাকা উত্তর-দক্ষিণসহ সারা দেশ থেকে অনেককে গ্রেপ্তার করা হয়েছে। তারা মনে করেছে গ্রেপ্তার করলে আন্দোলন বন্ধ হয়ে যাবে। শেখ হাসিনা ভেবেছেন ২০১৪, ১৮ এর মতো আরেকটি নির্বাচন করে ক্ষমতায় আসবেন কিন্তু সেই আশায় গুঁড়েবালি।’ 

আমান আরও বলেন, ২০১৪, ১৮ সাল ভুলে যেতে হবে। বাংলাদেশে নির্বাচন হতে হবে। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে। সেটা যদি না করেন তাহলে ৫২,৬২, ৬৯,৭১, ৯০ এর মতো আরেকটি গণ অভ্যুত্থান সৃষ্টি করে রাজপথে ফয়সালা হবে। 

সভাপতির বক্তব্যে মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস বলেন, নেতা-কর্মীদের গ্রেপ্তার করে সমাবেশ কি ঠেকাতে পেরেছে? পারেনি বরং মহাসমাবেশ হয়েছে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ সমাবেশ হয়েছে। ভয় দেখানোর জন্য সমাবেশের আগে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু আমরা ভয় পাই না। আমাদের মহাসচিবকে যখন জেলখানায় নিয়ে যাওয়া হয়েছে তখন জেলের ভেতর হাজার হাজার বিএনপির নেতা–কর্মীরা স্লোগান দিয়েছে, লাথি মার ভাঙ্গরে তালা, যত সব বন্দীশালায় আগুন জ্বালা, আগুন জ্বালা।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত