Ajker Patrika

বিদেশিদের ওপর ভর করে ক্ষমতায় টিকে আছে আওয়ামী লীগ: রিজভী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৪ জানুয়ারি ২০২৪, ১৭: ০৫
বিদেশিদের ওপর ভর করে ক্ষমতায় টিকে আছে আওয়ামী লীগ: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিদেশিদের ওপর ভর করে ক্ষমতায় টিকে আছে আওয়ামী লীগ।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের জবাবে আজ রোববার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। 

রুহুল কবির রিজভী বলেন, গতকাল শনিবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সরকার যাতে ক্ষমতায় থাকতে না পারে, সে জন্য বিদেশি বন্ধুদের দিকে তাকিয়ে আছে বিএনপি। তারা কম্বোডিয়ার মতো নিষেধাজ্ঞা আশা করছে।

প্রধানমন্ত্রীর উদ্দেশে রিজভী বলেন, একদিকে তিনি (প্রধানমন্ত্রী) রাষ্ট্রশক্তিকে বানিয়েছেন আওয়ামী চেতনায় লালিত করে। পুলিশ-র‍্যাব দিয়ে জনগণের ওপর ক্রমাগত অত্যাচার-নিপীড়ন-নির্যাতন-কারা নির্যাতন করে যাচ্ছেন। আর পেছনে রয়েছে একটি বড় শক্তি। এই শক্তিতে উদ্বুদ্ধ হয়েই প্রধানমন্ত্রী আহ্লাদিত আওয়ামী সরকার।

ওবায়দুল কাদেরের উদ্দেশে বিএনপির এই নেতা বলেন, ‘ডামি নির্বাচনের মাধ্যমে ডামি সরকার গঠন করে আপনারা এখন ক্ষমতা হারানোর আতঙ্কে ভুগছেন। জনগণ থেকে প্রত্যাখ্যাত হয়ে এখন আপনারা ষড়যন্ত্র তত্ত্ব খুঁজছেন। ৭ জানুয়ারিতে জনগণ আপনাদের লাল কার্ড দেখিয়েছে। গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগমাধ্যমে জাল ভোট ও অনিয়মের হাজারো চিত্র ভাইরাল হয়েছে। শিশুরাও দেদার সিল মারছে। আওয়ামী লীগের পরাজিত প্রার্থীরাও এই নির্বাচনকে প্রহসন ও তামাশার নির্বাচন বলে অভিহিত করেছে। এই প্রশ্নবিদ্ধ নির্বাচন দেশে-বিদেশে কোথাও গ্রহণযোগ্যতা পায়নি।’

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রসিকতা করার অভিযোগ এনে রিজভী বলেছেন, ‘প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ায় বসে দেশবাসীর সঙ্গে সস্তা রসিকতা করছেন। উনি বিএনপির শীর্ষ নেতাদের হুমকি দিচ্ছেন, ফুরফুরে মেজাজি ঢংয়ে পেয়ারা হিন্দুস্তানের হিন্দি গান শোনাচ্ছেন, রবীন্দ্রসংগীত শোনাচ্ছেন। এটা শুনে আমরা হতবাক হয়েছি। 

‘গতকাল শনিবার উনি গোপালগঞ্জের মতবিনিময় সভায় বিএনপি অফিসের তালা ভেঙে ভেতরে প্রবেশের বিষয়টি নিয়ে এটা বলেছেন যে—হাম তুম এক কামরা মে বন্ধ হো, আর চাবি খো গেয়া। প্রধানমন্ত্রীর হিন্দি গানের প্রতি খুব অনুরাগ, ওনার মন তো সব সময় দিল হ্যায় হিন্দুস্তানি হয়ে আছে। তারপরেও উনি একটা রবীন্দ্রসংগীতের কলিও বলেছেন, ভেঙে মোর ঘরের চাবি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত