নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সাম্প্রতিক সহিংসতায় জড়িতদের মানুষ মনে করেন না ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। এসব ঘটনায় জড়িতদের পশুর সঙ্গে তুলনা করেছেন তিনি। অন্যদিকে ভীত হয়ে দেশ ত্যাগের মতো হতাশায় না পড়তে হিন্দু সম্প্রদায়ের মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য।
কুমিল্লায় কোরআন অবমাননার ঘটনাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সহিংসতার প্রেক্ষাপটে মঙ্গলবার সচিবালয়ে স্বপন ভট্টাচার্য, সাবেক প্রতিমন্ত্রী বীরেন শিকদার, সংসদ সদস্য মনোরঞ্জনশীল গোপাল, পঙ্কজ দেবনাথ ও অসীম কুমার উকিল এবং মহানগর পূজা উদ্যাপন পরিষদের সভাপতি শৈলেন মজুমদার সঙ্গে বৈঠক করেন ধর্ম প্রতিমন্ত্রী।
পরে ধর্মপ্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, সহিংসতার সঙ্গে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান কেউ জড়িত নয়। রাষ্ট্রের বিরুদ্ধে দাঙ্গা, হাঙ্গামা করার জন্য যারা চেষ্টা করে তারা কোনো দলের হতে পারে না। তারা মানুষ হতে পারে না; তারা অমানুষ, জানোয়ার। উগ্রপন্থী মৌলবাদী গোষ্ঠী এ কাজের সঙ্গে জড়িত থাকতে পারে বলেও তিনি মনে করেন।
দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত এবং আগামী নির্বাচনকে সামনে রেখে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটানো হয়েছে বলে মনে করেন ধর্ম প্রতিমন্ত্রী। এসব ঘটনার বিচার যাতে ভিন্ন খাতে না যায় সে জন্য দ্রুত বিচার আইনে বিচারের দাবি জানান তিনি।
ফরিদুল হক বলেন, কেউ যদি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে, সে যদি আমার দলেরও হয় আমি মনে করি মানুষ হিসেবে তার রূপ না, তার রূপ হলো পশু সমতুল্য। যারা এসব কর্ম করেন তাদের বিরুদ্ধে আমাদের সবার ঐকমত্য গ্রহণ করতে হবে এবং আগামী দিনে তাদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে। যারা এ অপকর্ম করেছেন তাদের শাস্তি এমন হওয়া উচিত তা দেখে পরবর্তীতে কেউ যাতে এমন কাজ করার সাহস না পায়।
সহিংসতায় ক্ষতিগ্রস্তদের তালিকা করে সহায়তার ব্যবস্থা করা হবে বলে জানান ধর্ম প্রতিমন্ত্রী। তিনি বলেন, ধর্ম মন্ত্রণালয়ে যে তালিকা এসেছে সেখানে ত্রুটি আছে, এ জন্য জেলা প্রশাসকদের কাছ থেকে প্রকৃত তালিকা সংগ্রহ করা হবে।
ধর্ম প্রতিমন্ত্রী বলেন, সভায় অভিমত ব্যক্ত করা হয় মৌলবাদীদের পূর্বপরিকল্পিত এই সহিংসতায় হিন্দু ধর্মীয় ব্যক্তিদের মনোবল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রথমে তাদের মনোবল ফিরিয়ে আনার জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে। এমন উদ্যোগ গ্রহণ করতে হবে যাতে হিন্দু ধর্মাবলম্বীদের মনোবল দ্রুত ফিরে আসে। এ জন্য স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতা, বিভিন্ন ধর্মীয় সংগঠন ও নেতাদের উদ্যোগ নিতে হবে। তৃণমূল পর্যায়ে প্রশাসন রাজনৈতিক নেতা ও ধর্মীয় প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে আলোচনা সভার আয়োজন করবে। কেন্দ্রীয়ভাবে ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধান ও ধর্মীয় নেতাদের সঙ্গে আলোচনা সভার আয়োজন করা হবে।
‘দেশ ত্যাগের মতো হতাশায় পড়বেন না’
সাম্প্রতিক সহিংসতার ঘটনায় দেশ ত্যাগ করার মতো হতাশায় না পড়তে হিন্দু সম্প্রদায়ের মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য।
প্রতিমন্ত্রী বলেন, উগ্র সাম্প্রদায়িক শক্তি নানাভাবে চেষ্টা করছে নির্বাচনের আগে যাতে সংখ্যালঘুদের ওপর অত্যাচার করা হয়, তারা ভীত হয়ে দেশ ত্যাগ করে। আমরা আজ দৃঢ় কণ্ঠে বলছি, কোনো সংখ্যালঘু সম্প্রদায়, কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান তারা নিজের দেশ ছেড়ে কখনোই যাবে না।
‘আহ্বান জানাচ্ছি তারা যেন ভীত না হয়, সরকার কঠোর অবস্থান নিয়ে এই অপরাধীদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে ব্যবস্থা নেবে এবং তাদের যে ক্ষতি হয়েছে প্রধানমন্ত্রী তাদের আর্থিকভাবে সহযোগিতা করবেন। তারা যেন সামন্য এই ঘটনার পরে যেন দেশ ত্যাগ করার মতো কোনো হতাশার মধ্যে না পড়ে। এ দেশ আমাদের, সকল বাধাবিপত্তি প্রতিহত করেই আমরা এদেশে ঐক্যবদ্ধভাবে থাকব।’
সাম্প্রতিক সহিংসতায় জড়িতদের মানুষ মনে করেন না ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। এসব ঘটনায় জড়িতদের পশুর সঙ্গে তুলনা করেছেন তিনি। অন্যদিকে ভীত হয়ে দেশ ত্যাগের মতো হতাশায় না পড়তে হিন্দু সম্প্রদায়ের মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য।
কুমিল্লায় কোরআন অবমাননার ঘটনাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সহিংসতার প্রেক্ষাপটে মঙ্গলবার সচিবালয়ে স্বপন ভট্টাচার্য, সাবেক প্রতিমন্ত্রী বীরেন শিকদার, সংসদ সদস্য মনোরঞ্জনশীল গোপাল, পঙ্কজ দেবনাথ ও অসীম কুমার উকিল এবং মহানগর পূজা উদ্যাপন পরিষদের সভাপতি শৈলেন মজুমদার সঙ্গে বৈঠক করেন ধর্ম প্রতিমন্ত্রী।
পরে ধর্মপ্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, সহিংসতার সঙ্গে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান কেউ জড়িত নয়। রাষ্ট্রের বিরুদ্ধে দাঙ্গা, হাঙ্গামা করার জন্য যারা চেষ্টা করে তারা কোনো দলের হতে পারে না। তারা মানুষ হতে পারে না; তারা অমানুষ, জানোয়ার। উগ্রপন্থী মৌলবাদী গোষ্ঠী এ কাজের সঙ্গে জড়িত থাকতে পারে বলেও তিনি মনে করেন।
দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত এবং আগামী নির্বাচনকে সামনে রেখে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটানো হয়েছে বলে মনে করেন ধর্ম প্রতিমন্ত্রী। এসব ঘটনার বিচার যাতে ভিন্ন খাতে না যায় সে জন্য দ্রুত বিচার আইনে বিচারের দাবি জানান তিনি।
ফরিদুল হক বলেন, কেউ যদি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে, সে যদি আমার দলেরও হয় আমি মনে করি মানুষ হিসেবে তার রূপ না, তার রূপ হলো পশু সমতুল্য। যারা এসব কর্ম করেন তাদের বিরুদ্ধে আমাদের সবার ঐকমত্য গ্রহণ করতে হবে এবং আগামী দিনে তাদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে। যারা এ অপকর্ম করেছেন তাদের শাস্তি এমন হওয়া উচিত তা দেখে পরবর্তীতে কেউ যাতে এমন কাজ করার সাহস না পায়।
সহিংসতায় ক্ষতিগ্রস্তদের তালিকা করে সহায়তার ব্যবস্থা করা হবে বলে জানান ধর্ম প্রতিমন্ত্রী। তিনি বলেন, ধর্ম মন্ত্রণালয়ে যে তালিকা এসেছে সেখানে ত্রুটি আছে, এ জন্য জেলা প্রশাসকদের কাছ থেকে প্রকৃত তালিকা সংগ্রহ করা হবে।
ধর্ম প্রতিমন্ত্রী বলেন, সভায় অভিমত ব্যক্ত করা হয় মৌলবাদীদের পূর্বপরিকল্পিত এই সহিংসতায় হিন্দু ধর্মীয় ব্যক্তিদের মনোবল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রথমে তাদের মনোবল ফিরিয়ে আনার জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে। এমন উদ্যোগ গ্রহণ করতে হবে যাতে হিন্দু ধর্মাবলম্বীদের মনোবল দ্রুত ফিরে আসে। এ জন্য স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতা, বিভিন্ন ধর্মীয় সংগঠন ও নেতাদের উদ্যোগ নিতে হবে। তৃণমূল পর্যায়ে প্রশাসন রাজনৈতিক নেতা ও ধর্মীয় প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে আলোচনা সভার আয়োজন করবে। কেন্দ্রীয়ভাবে ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধান ও ধর্মীয় নেতাদের সঙ্গে আলোচনা সভার আয়োজন করা হবে।
‘দেশ ত্যাগের মতো হতাশায় পড়বেন না’
সাম্প্রতিক সহিংসতার ঘটনায় দেশ ত্যাগ করার মতো হতাশায় না পড়তে হিন্দু সম্প্রদায়ের মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য।
প্রতিমন্ত্রী বলেন, উগ্র সাম্প্রদায়িক শক্তি নানাভাবে চেষ্টা করছে নির্বাচনের আগে যাতে সংখ্যালঘুদের ওপর অত্যাচার করা হয়, তারা ভীত হয়ে দেশ ত্যাগ করে। আমরা আজ দৃঢ় কণ্ঠে বলছি, কোনো সংখ্যালঘু সম্প্রদায়, কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান তারা নিজের দেশ ছেড়ে কখনোই যাবে না।
‘আহ্বান জানাচ্ছি তারা যেন ভীত না হয়, সরকার কঠোর অবস্থান নিয়ে এই অপরাধীদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে ব্যবস্থা নেবে এবং তাদের যে ক্ষতি হয়েছে প্রধানমন্ত্রী তাদের আর্থিকভাবে সহযোগিতা করবেন। তারা যেন সামন্য এই ঘটনার পরে যেন দেশ ত্যাগ করার মতো কোনো হতাশার মধ্যে না পড়ে। এ দেশ আমাদের, সকল বাধাবিপত্তি প্রতিহত করেই আমরা এদেশে ঐক্যবদ্ধভাবে থাকব।’
ছারছীনা দরবার শরীফের পীর সাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন-এর সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
১১ ঘণ্টা আগেজুলাই সনদের খসড়ার সঙ্গে বিএনপি মোটামুটি একমত বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ‘কিন্তু ওখানে কিছু বাক্য, শব্দ, গঠনপ্রণালি ইত্যাদি নিয়ে কারও কোনো মতামত রয়েছে কি না, সে জন্য সব রাজনৈতিক দলের কাছে দিয়েছে। আমাদের সংশোধনী থাকবে ভাষাগত ও বাক্যগত।
১৫ ঘণ্টা আগেরংপুরে হিন্দুদের বাড়িঘরে হামলায় জড়িতদের বিচারের দাবি জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘যারা এ ঘটনা ঘটিয়েছে, তাদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে।’ আজ মঙ্গলবার দুপুরে টাঙ্গাইলে এনসিপির আয়োজনে জুলাই পদযাত্রা উপলক্ষে সমাবেশে দেওয়া বক্তব্যে নাহিদ এসব কথা বলেন। জেলা শহরের ন
১৬ ঘণ্টা আগেগণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপটই তৈরি হয়েছে ২০১৮ সালের কোটা বাতিলের রায়ের পরিপত্র বাতিলের পরিপ্রেক্ষিতে। তাই জুলাই সনদে ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের ভূমিকা তুলে ধরতে হবে।
১৭ ঘণ্টা আগে