নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামের সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমানকে দেশছাড়া করার হুমকি দিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য আসলাম চৌধুরী।
সীতাকুণ্ড সরকারি আদর্শ উচ্চবিদ্যালয়ে মাঠে গতকাল সোমবার সকালে ঈদুল ফিতরের জামাতে মুসল্লিদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে আসলাম এ হুমকি দেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২৬ মার্চ সন্ধ্যায় সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নের হাতিলোটা এলাকায় খুন হন উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মো. নাছির উদ্দিন। এ ঘটনায় নিহতের স্ত্রীর করা মামলায় পুলিশ মো. বশির, মোহাম্মদ আনোয়ার হোসেন, আরমান শাকিল ও মো. রাসেল ওরফে মুরগি রাসেল নামের চার এজাহারনামীয় আসামিকে গ্রেপ্তার করে। তাঁরা ইউনিয়ন যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা। তবে বিএনপির অনেক নেতা-কর্মীর দাবি, চারজন রাজনৈতিক প্রতিহিংসার শিকার। পুলিশ প্রকৃত আসামিদের অন্তরালে রাখছে।
এই চার নেতাকে গ্রেপ্তারে সোমবার ক্ষোভ প্রকাশ করেন বিএনপি নেতা আসলাম। বক্তব্যে তিনি বলেন, ‘আমি থানা প্রশাসনকে বলব, আমরা আপনাদের সহযোগিতা করব। প্রতিটি ক্ষেত্রে আমাদের সহযোগিতা পাবেন। আমাদের ছেলেরা কোনো অপরাধ করলে, আমাদের বলবেন। আমরা উপযুক্ত শাসনের মাধ্যমে তাদের শুধরে নিব। আমি ওসি সাহেবকে বলব, কিছুদিন আগে একটা মার্ডারের ঘটনা ঘটেছে—নাছির হত্যা। এই হত্যা মামলায় ওসি সাহেবের রুমে বসে পরিকল্পিতভাবে আমাদের কিছু লোককে ইচ্ছাকৃতভাবে আসামি করা হয়েছে। আমাদের দলের যেই-ই হোক, আপনি সঠিক আসামি চিহ্নিত করবেন। আপনি (যদি) কোনো প্রকার বায়াসড (পক্ষপাতিত্ব) হয়ে মামলা করেন, আপনাকে আমি বলে দিচ্ছি এই ঈদগাহের মাধ্যমে-আপনি বাংলাদেশে থাকতে পারবেন না। যেখানেই থাকেন সেখান থেকেই আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেব ইনশা আল্লাহ সামনের দিনগুলোতে।’
আসলাম আরও বলেন, ‘এই ছেলেগুলো (গ্রেপ্তার চারজন) বিগত অনেক সময় আমার সঙ্গে জেলে কাটিয়েছে। হ্যাঁ, তাদের অনেক ছোটখাটো অপকর্ম আছে। কয়েকজনের অনেক অপকর্ম আছে। আমি জানি তাদের এই অপকর্মগুলো, (কিন্তু) এ রকম সিরিয়াস কোনো অপকর্ম তাদের নেই। সুতরাং ওসি সাহেব, বিষয়টি আমার মাথায় নিয়েছি আমি। আমাদের অনেক মিডিয়াও ইচ্ছাকৃতভাবে কথাগুলো অন্যায়ভাবে প্রচারণা করে।’
বিএনপির এই নেতা এলাকাবাসীর উদ্দেশে বলেন, ‘বর্তমান সময়টাতে অনেকে মনে করেন বিএনপি, অনেকে মনে করেন জামায়াত ক্ষমতায়। আসলে আমরা কেউ ক্ষমতায় নেই। একটা তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আছে। শুধু আমাদের থেকে সেই স্বৈরাচারের পাথরটা সরে গেছে, যা আমাদের বুকের ওপর চেপে ধরেছিল। যার কারণে আমরা কথা বলতে পারতাম না।’
এমন বক্তব্যের বিষয়ে জানতে বিএনপি নেতা আসলামের মোবাইলে ফোন কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।
যোগাযোগ করা হলে সীতাকুণ্ড থানার ওসি মজিবুর বলেন, ‘রাজনৈতিক নেতারা মাঠে-ময়দানে অনেক বক্তব্য দেন। এ বিষয়ে পুলিশের করার কিছু নেই। আমরা আইন অনুযায়ী কাজ করে যাব।’
চট্টগ্রামের সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমানকে দেশছাড়া করার হুমকি দিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য আসলাম চৌধুরী।
সীতাকুণ্ড সরকারি আদর্শ উচ্চবিদ্যালয়ে মাঠে গতকাল সোমবার সকালে ঈদুল ফিতরের জামাতে মুসল্লিদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে আসলাম এ হুমকি দেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২৬ মার্চ সন্ধ্যায় সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নের হাতিলোটা এলাকায় খুন হন উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মো. নাছির উদ্দিন। এ ঘটনায় নিহতের স্ত্রীর করা মামলায় পুলিশ মো. বশির, মোহাম্মদ আনোয়ার হোসেন, আরমান শাকিল ও মো. রাসেল ওরফে মুরগি রাসেল নামের চার এজাহারনামীয় আসামিকে গ্রেপ্তার করে। তাঁরা ইউনিয়ন যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা। তবে বিএনপির অনেক নেতা-কর্মীর দাবি, চারজন রাজনৈতিক প্রতিহিংসার শিকার। পুলিশ প্রকৃত আসামিদের অন্তরালে রাখছে।
এই চার নেতাকে গ্রেপ্তারে সোমবার ক্ষোভ প্রকাশ করেন বিএনপি নেতা আসলাম। বক্তব্যে তিনি বলেন, ‘আমি থানা প্রশাসনকে বলব, আমরা আপনাদের সহযোগিতা করব। প্রতিটি ক্ষেত্রে আমাদের সহযোগিতা পাবেন। আমাদের ছেলেরা কোনো অপরাধ করলে, আমাদের বলবেন। আমরা উপযুক্ত শাসনের মাধ্যমে তাদের শুধরে নিব। আমি ওসি সাহেবকে বলব, কিছুদিন আগে একটা মার্ডারের ঘটনা ঘটেছে—নাছির হত্যা। এই হত্যা মামলায় ওসি সাহেবের রুমে বসে পরিকল্পিতভাবে আমাদের কিছু লোককে ইচ্ছাকৃতভাবে আসামি করা হয়েছে। আমাদের দলের যেই-ই হোক, আপনি সঠিক আসামি চিহ্নিত করবেন। আপনি (যদি) কোনো প্রকার বায়াসড (পক্ষপাতিত্ব) হয়ে মামলা করেন, আপনাকে আমি বলে দিচ্ছি এই ঈদগাহের মাধ্যমে-আপনি বাংলাদেশে থাকতে পারবেন না। যেখানেই থাকেন সেখান থেকেই আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেব ইনশা আল্লাহ সামনের দিনগুলোতে।’
আসলাম আরও বলেন, ‘এই ছেলেগুলো (গ্রেপ্তার চারজন) বিগত অনেক সময় আমার সঙ্গে জেলে কাটিয়েছে। হ্যাঁ, তাদের অনেক ছোটখাটো অপকর্ম আছে। কয়েকজনের অনেক অপকর্ম আছে। আমি জানি তাদের এই অপকর্মগুলো, (কিন্তু) এ রকম সিরিয়াস কোনো অপকর্ম তাদের নেই। সুতরাং ওসি সাহেব, বিষয়টি আমার মাথায় নিয়েছি আমি। আমাদের অনেক মিডিয়াও ইচ্ছাকৃতভাবে কথাগুলো অন্যায়ভাবে প্রচারণা করে।’
বিএনপির এই নেতা এলাকাবাসীর উদ্দেশে বলেন, ‘বর্তমান সময়টাতে অনেকে মনে করেন বিএনপি, অনেকে মনে করেন জামায়াত ক্ষমতায়। আসলে আমরা কেউ ক্ষমতায় নেই। একটা তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আছে। শুধু আমাদের থেকে সেই স্বৈরাচারের পাথরটা সরে গেছে, যা আমাদের বুকের ওপর চেপে ধরেছিল। যার কারণে আমরা কথা বলতে পারতাম না।’
এমন বক্তব্যের বিষয়ে জানতে বিএনপি নেতা আসলামের মোবাইলে ফোন কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।
যোগাযোগ করা হলে সীতাকুণ্ড থানার ওসি মজিবুর বলেন, ‘রাজনৈতিক নেতারা মাঠে-ময়দানে অনেক বক্তব্য দেন। এ বিষয়ে পুলিশের করার কিছু নেই। আমরা আইন অনুযায়ী কাজ করে যাব।’
জাতির শোকের সময়ে সকল গণতন্ত্রপন্থী সহযোদ্ধাদের শান্ত ও সংহত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার দিবাগত রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানান।
৫ ঘণ্টা আগেপ্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে চারটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের জরুরি বৈঠকের পর ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান সাংবাদিকদের বলেছেন, ফ্যাসিবাদী শক্তির ষড়যন্ত্র ঠেকাতে দেশীয় ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য অটুট রাখা অত্যন্ত জরুরি বলে জানিয়েছেন প্রধান উপদ
৭ ঘণ্টা আগেরাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ওপর বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনায় শিক্ষার্থীদের উত্থাপিত ছয় দফা দাবির প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ মঙ্গলবার (২২ জুলাই) দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
৭ ঘণ্টা আগেপ্রধানমন্ত্রী পদে আসীন ব্যক্তি একই সঙ্গে দলীয় প্রধান হতে পারবেন না, জাতীয় ঐকমত্য কমিশনের এমন সিদ্ধান্তের বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘দলীয় প্রধান প্রধানমন্ত্রী হবেনই—এমন কোনো বাধ্যবাধকতা নেই, আবার তাঁকে প্রধানমন্ত্রিত্ব থেকে বাদ দেওয়ারও কোনো যৌক্তিকতা নেই।’
৯ ঘণ্টা আগে