Ajker Patrika

টেকসই উন্নয়নের জন্য আ. লীগকে হটাতে হবে: নজরুল ইসলাম খান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ৩১ জুলাই ২০২২, ১৫: ২৬
টেকসই উন্নয়নের জন্য আ. লীগকে হটাতে হবে: নজরুল ইসলাম খান

দেশের স্থায়ী ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে আওয়ামী লীগের নেতৃত্বাধীন বর্তমান সরকারকে ক্ষমতা থেকে হটাতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এ সময় বর্তমান সরকারের ফাঁপা বেলুনের মতো উন্নয়ন দেশের প্রয়োজন নেই বলেও উল্লেখ করেন তিনি।

আজ রোববার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বিদ্যুতের লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে পূর্বঘোষিত বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি। ঢাকা জেলা বিএনপি এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।

নজরুল ইসলাম খান আরও বলেন, জনগণের কাছে দায়বদ্ধতা নেই বলেই জনস্বার্থ রক্ষায় সরকার কোনো কাজ করছে না। যারা অবৈধভাবে দেশের টাকা পাচার করছে, তাদের পক্ষে ক্ষমতাসীনেরা কাজ করছে বলেও অভিযোগ করেন তিনি।

সমাবেশে ঢাকা জেলা বিএনপির সভাপতি ডা. দেওয়ান মোহাম্মদ সালাহ উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাকের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এর আগে সকাল ১০টা থেকে ঢাকা জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মিছিল নিয়ে প্রেসক্লাবের সামনে সমাবেশে যোগ দেন।

একই দাবিতে শুক্রবার (২৯ জুলাই) জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করে ঢাকা মহানগর উত্তর বিএনপি এবং শনিবার ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সমাবেশ করে। আজ রোববার সারা দেশে জেলা পর্যায়ে বিক্ষোভ সমাবেশ করছে বিএনপি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাচার করা ৭৮১ কোটি টাকা ফেরত দিতে চেয়েও জামিন পেলেন না নাসার চেয়ারম্যান নজরুল

জীবন বিলিয়ে দিয়ে উত্তরার মাইলস্টোনের শিক্ষার্থীদের বাঁচালেন, কে এই মাহরীন চৌধুরী

পাইলটের শেষ বার্তা: বিমান ভাসছে না, নিচে পড়ছে

মাইলস্টোনের শিক্ষার্থীরাই ছিল ৩৭ বছরের মাসুকার ‘সংসার’, যুদ্ধবিমান তছনছ করে দিল

চোখের জলে পাইলট তৌকিরের বিদায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত