Ajker Patrika

সংসদ হচ্ছে ক্লাব অব আওয়ামী লীগ: মির্জা ফখরুল 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৩ জানুয়ারি ২০২৩, ১৮: ০৫
সংসদ হচ্ছে ক্লাব অব আওয়ামী লীগ: মির্জা ফখরুল 

বর্তমান সংসদকে ক্ষমতাসীন আওয়ামী লীগ ‘ক্লাব’ বানিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ সোমবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এ কথা বলেন। বিএনপির ঘোষিত ‘রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা’ নিয়ে সম্মিলিত পেশাজীবী পরিষদ এই সভার আয়োজন করে।

মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ অত্যন্ত সুচিন্তিত ও পরিকল্পিতভাবে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে। এখন যে সংসদ আছে, সেটা কি কোনো সংসদ? সেখানে কী হচ্ছে? একদলীয় একটা ক্লাব তৈরি হয়েছে। এটা ক্লাব অব আওয়ামী লীগ।’

চলমান আন্দোলন প্রসঙ্গে ফখরুল বলেন, ‘আমরা একটা অসম যুদ্ধে সংগ্রাম করছি। যেখানে আমাদের প্রতিপক্ষ অত্যন্ত প্রতাপশালী, যাদের হাতে রয়েছে রাষ্ট্রশক্তিসহ বন্দুক-পিস্তল-গ্রেনেড, যা তারা ছুড়ে মারে আর আমাদের নামে মামলা দেয়।’

বিএনপির মহাসচিব আরও বলেন, ‘অনির্বাচিত আওয়ামী লীগ সরকার, যারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলতে বলতে অজ্ঞান হয়ে যায়। অথচ তাদের ৭২-৭৫ সালে গণতন্ত্র হরণ করে কেন বাকশাল করতে হয়েছে জিজ্ঞাসা করলেই গায়ে আগুন লেগে যায়। আমরা স্বাধীনভাবে কথা বলতে চাই, মতপ্রকাশের স্বাধীনতা চাই, ভোটাধিকার চাই, গণতন্ত্র ফিরে পেতে চাই।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত