নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, দ্রব্যমূল্যের কারসাজির পেছনের সিন্ডিকেট ভাঙা হবে। বিএনপিকে ইঙ্গিত করে তিনি আরও বলেছেন, আন্দোলন করতে গিয়ে ব্যর্থ হওয়ারা সরকারের বিরোধিতা করতে গিয়ে এই সিন্ডিকেট করছে কি না, তা খতিয়ে দেখা হবে।
আজ শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওবায়দুল কাদের প্রশ্ন রেখে বলেন, ‘সরকার এখানে অ্যাকশনে আছে কি না? কাজ করে যাচ্ছে, ফল একসময় আসবে। কাজে তো আন্তরিকতা, চেষ্টার কোনো রকম কমতি নেই।’
ওবায়দুল কাদের বলেন, ‘সারা বিশ্বের যে অবস্থা, বাজার পরিস্থিতি বিশ্বের কোথাও ভালো নেই। বিশ্বের সবকিছু আগের মতো সস্তা-সুলভ এটা মনে করার কারণ নেই। সারা বিশ্বেই বাজার পরিস্থিতিতে নেতিবাচক প্রভাব পড়েছে। তার প্রভাব বাংলাদেশেও পড়বে। সারা বিশ্ব এখন একটা গ্লোবাল ভিলেজ। এখন বিশ্ববাজারে দাম বাড়লে এর প্রভাব থেকে মুক্ত থাকার কোনো কারণ নেই।’
বিএনপিকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘সরকার পরিবর্তন চাইলে সে জন্য আরেকটা নির্বাচনের অপেক্ষা করতে হবে। নির্বাচন ছাড়া সরকার পরিবর্তনের ব্যবস্থা খোলা নেই। গণতন্ত্রে এটাই নিয়ম।’
বিএনপির নেতা-কর্মীরা আরাম-আয়েশে ছুটি কাটাচ্ছে জানিয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘তারা যে কর্মিবাহিনী মাঠে নামিয়েছিল—ক্ষমতা খুব সন্নিকটে—এমন আশা দিয়ে, সেই সব কর্মী এখন হতাশ। বিএনপির কর্মীরা নেতাদের ডাকে আন্দোলন করবে সেই অবস্থা নেই। এক কথায় বলব, বিএনপি এখন আন্দোলন করার সক্ষমতাও হারিয়ে ফেলছে।’
ওবায়দুল কাদের বলেন, ‘জনগণ বিএনপির সঙ্গে নেই, আন্দোলনে নেই। শেখ হাসিনা সরকারের ওপর খুশি। প্রধানমন্ত্রীর নেতৃত্বে আস্থাশীল। তাঁর সততা ও নেতৃত্ব এ দেশের মানুষ মেনে নিয়েছে। ’৭৫-এর পর দেশে সৎ, পরিশ্রমী, দক্ষ একজন নেতাও জন্ম হয়নি। কাজেই বাংলাদেশের মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আছে।’
সিন্ডিকেট ভাঙা হবে জানিয়ে আওয়ামী লীগের এই নেতা আরও বলেন, ‘এর সঙ্গে কারা কারা জড়িত তা ক্ষতিয়ে দেখার বিষয় আছে। যারা আন্দোলন করতে গিয়ে ব্যর্থ হয়েছে, এই সিন্ডিকেট সরকার বিরোধিতা থেকে হচ্ছে কি না, ক্ষতিয়ে দেখতে হবে। পরিবহন চাঁদাবাজি বন্ধের জন্য চেষ্টা চলছে। প্রশাসনিকভাবে প্রধানমন্ত্রীর নির্দেশে সবাই কাজ করে যাচ্ছে, যেন নিয়ন্ত্রণে আনা যায়।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, দ্রব্যমূল্যের কারসাজির পেছনের সিন্ডিকেট ভাঙা হবে। বিএনপিকে ইঙ্গিত করে তিনি আরও বলেছেন, আন্দোলন করতে গিয়ে ব্যর্থ হওয়ারা সরকারের বিরোধিতা করতে গিয়ে এই সিন্ডিকেট করছে কি না, তা খতিয়ে দেখা হবে।
আজ শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওবায়দুল কাদের প্রশ্ন রেখে বলেন, ‘সরকার এখানে অ্যাকশনে আছে কি না? কাজ করে যাচ্ছে, ফল একসময় আসবে। কাজে তো আন্তরিকতা, চেষ্টার কোনো রকম কমতি নেই।’
ওবায়দুল কাদের বলেন, ‘সারা বিশ্বের যে অবস্থা, বাজার পরিস্থিতি বিশ্বের কোথাও ভালো নেই। বিশ্বের সবকিছু আগের মতো সস্তা-সুলভ এটা মনে করার কারণ নেই। সারা বিশ্বেই বাজার পরিস্থিতিতে নেতিবাচক প্রভাব পড়েছে। তার প্রভাব বাংলাদেশেও পড়বে। সারা বিশ্ব এখন একটা গ্লোবাল ভিলেজ। এখন বিশ্ববাজারে দাম বাড়লে এর প্রভাব থেকে মুক্ত থাকার কোনো কারণ নেই।’
বিএনপিকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘সরকার পরিবর্তন চাইলে সে জন্য আরেকটা নির্বাচনের অপেক্ষা করতে হবে। নির্বাচন ছাড়া সরকার পরিবর্তনের ব্যবস্থা খোলা নেই। গণতন্ত্রে এটাই নিয়ম।’
বিএনপির নেতা-কর্মীরা আরাম-আয়েশে ছুটি কাটাচ্ছে জানিয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘তারা যে কর্মিবাহিনী মাঠে নামিয়েছিল—ক্ষমতা খুব সন্নিকটে—এমন আশা দিয়ে, সেই সব কর্মী এখন হতাশ। বিএনপির কর্মীরা নেতাদের ডাকে আন্দোলন করবে সেই অবস্থা নেই। এক কথায় বলব, বিএনপি এখন আন্দোলন করার সক্ষমতাও হারিয়ে ফেলছে।’
ওবায়দুল কাদের বলেন, ‘জনগণ বিএনপির সঙ্গে নেই, আন্দোলনে নেই। শেখ হাসিনা সরকারের ওপর খুশি। প্রধানমন্ত্রীর নেতৃত্বে আস্থাশীল। তাঁর সততা ও নেতৃত্ব এ দেশের মানুষ মেনে নিয়েছে। ’৭৫-এর পর দেশে সৎ, পরিশ্রমী, দক্ষ একজন নেতাও জন্ম হয়নি। কাজেই বাংলাদেশের মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আছে।’
সিন্ডিকেট ভাঙা হবে জানিয়ে আওয়ামী লীগের এই নেতা আরও বলেন, ‘এর সঙ্গে কারা কারা জড়িত তা ক্ষতিয়ে দেখার বিষয় আছে। যারা আন্দোলন করতে গিয়ে ব্যর্থ হয়েছে, এই সিন্ডিকেট সরকার বিরোধিতা থেকে হচ্ছে কি না, ক্ষতিয়ে দেখতে হবে। পরিবহন চাঁদাবাজি বন্ধের জন্য চেষ্টা চলছে। প্রশাসনিকভাবে প্রধানমন্ত্রীর নির্দেশে সবাই কাজ করে যাচ্ছে, যেন নিয়ন্ত্রণে আনা যায়।’
কুষ্টিয়ায় দলীয় নেতা-কর্মীদের চাঁদাবাজি, দখলবাজি ও সন্ত্রাসী কার্যকলাপের বিষয়ে জানতে ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অভিযোগ বাক্স স্থাপন করেছে জেলা বিএনপি। আজ সোমবার বেলা দেড়টার দিকে কুষ্টিয়া প্রেসক্লাব ফটকের পাশে বাক্সটি স্থাপন করেন বিএনপির কুষ্টিয়া শাখার আহ্বায়ক কুতুব উদ্দীন আহমেদ ও সদস্যসচিব জাকির হোসেন
২ মিনিট আগেরাজধানীর উত্তরার মাইলস্টোন কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় উদ্বেগ ও সমবেদনা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে দলের নেতা–কর্মীসহ সবাইকে আহ্বান জানিয়েছেন তিনি।
৯ মিনিট আগেদেশের রাজনৈতিক অঙ্গনে বর্তমানে সবচেয়ে আলোচিত বিষয়গুলোর মধ্যে অন্যতম হলো—ক্ষমতার বিকেন্দ্রীকরণ এবং নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের সঙ্গে গতকাল রোববার বিভিন্ন রাজনৈতিক দলের দ্বিতীয় ধাপের ১৫ তম দিনের বৈঠকে এই দুটি গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
৭ ঘণ্টা আগেইশরাক হোসেন বলেন, ‘প্রতিটি মানুষের ব্যক্তি বাক্স্বাধীনতা আছে, তার মানে এই নয় যে আরেকজনের স্বাধীনতা হরণ করবেন, সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করবেন। এনসিপি আজকে যেভাবে শিষ্টাচার-বহির্ভূত কথা বলছে, সেটিকে গণতন্ত্র বলে না। কক্সবাজারে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ সম্পর্কে নাসীরুদ্দীন পাটওয়ারী...
১৯ ঘণ্টা আগে