Ajker Patrika

যুবদল কর্মীকে রগ কেটে হত্যা নিয়ে কেন কথা হচ্ছে না: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফাইল ছবি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফাইল ছবি

যুবদল কর্মীকে রগ কেটে হত্যা নিয়ে কেন কথা বলা হচ্ছে না—এই নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ‘আমাদের যুবদলের এক কর্মীকে রগ কেটে হত্যা করা হয়েছে। কেন সেটি নিয়ে কথা বলা হচ্ছে না। কেন সেই বিচারের দাবি করতে গেলে বলা হচ্ছে, বিএনপি লাশ নিয়ে মিছিল করছে। এ প্রশ্নের জবাবগুলো আমাদের খুঁজতে হবে।’

আজ শনিবার রাজধানীর হোটেল লেকশোরে গণঅভ্যূত্থানের শহীদ ও আহতদের পরিবারের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের উদ্দেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘আপনারা জোর গলায় প্রশ্ন তুলুন, আপনাদের স্বজনেরা, যারা আত্মত্যাগ করেছে, তাদের বিচার কেন বিলম্বিত হচ্ছে? কারা মব সৃষ্টি করে বিলম্বিত করতে চাচ্ছে? আমাদের যুবদলের এক কর্মীকে রগ কেটে হত্যা করা হয়েছে। কেন সেটি নিয়ে কথা বলা হচ্ছে না। কেন সেই বিচারের দাবি করতে গেলে বলা হচ্ছে, বিএনপি লাশ নিয়ে মিছিল করছে। এ প্রশ্নের জবাবগুলো আমাদের খুঁজতে হবে। কারণ এই প্রশ্নের জবাবের সঙ্গে বাংলাদেশের অস্তিত্বের সম্পর্ক রয়েছে।’

ষড়যন্ত্র এখনো শেষ হয়নি মন্তব্য করে তারেক রহমান বলেন, ‘আমি ৮-৯ মাস আগেই বলেছি, অদৃশ্য শত্রু আছে। ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে সেই অদৃশ্য শত্রু। আজকে আমাদের দেখতে হবে, কারা প্রকৃতপক্ষে বাংলাদেশের মানুষের পক্ষে দাঁড়ায়। আমাদের সত্যিকারভাবে খুঁজে বের করতে হবে কারা বাংলাদেশের মানুষের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে অবস্থান নিয়েছে। আজ, গতকাল, গত পরশু বা ৫০ বছর আগে বাংলাদেশের মানুষের স্বাধীনতার পক্ষে অবস্থান নিয়েছে এবং কারা নেয়নি এ বিষয়গুলো আমাদের বিবেচনায় নিতে হবে।’

এ সময় অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে তারেক রহমান বলেন, ‘সরকারকে আমরা বারবার বলেছি, অন্যায়কারী যেই হোক, আমরা প্রশ্রয় দেব না। তাদের (সরকার) দায়িত্ব হচ্ছে জনগণের জানমালের হেফাজত করা। সরকারের কাছে আমাদের প্রশ্ন, তাঁরা কেন প্রশ্রয় দিচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৫ কোটি টাকা চাঁদা দাবি: পদ্মা সেতুর টোল প্লাজা অবরোধ বৈষম্যবিরোধীদের

মিটফোর্ডে নৃশংস হত্যাকাণ্ড: ‘আমি জড়িত না, ফাঁইসা গেছি’— অস্ত্রসহ গ্রেপ্তার ছাত্রদল নেতা রবিনের দাবি

চাকরি হারাচ্ছেন পুলিশের দুই ডজন কর্মকর্তা

‘৫ কোটি টাকা’ চাঁদা না পেয়ে পল্লবীতে আবাসন কর্মকর্তাকে গুলি

শিক্ষকের যৌন সম্পর্কের প্রস্তাব, গায়ে পেট্রল ঢেলে ছাত্রীর প্রতিবাদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত