Ajker Patrika

প্রশাসনে সর্ষের ভূত আছে: সেলিমা রহমান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৪, ১৬: ১২
প্রশাসনে সর্ষের ভূত আছে: সেলিমা রহমান

অন্তর্বর্তী সরকারের প্রশাসনে ‘সর্ষের ভূত’ আছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। আজ শুক্রবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি এই অভিযোগ করেন। জাতীয় গণতান্ত্রিক আন্দোলন এই সভার আয়োজন করে। 

প্রশাসনের বর্তমান অবস্থা তুলে ধরতে গিয়ে সেলিমা রহমান বলেন, ‘এখনো কিন্তু ষড়যন্ত্রের শেষ হয় নাই। আজ ভারতে বসে আমাদের যিনি প্রধানমন্ত্রী ছিলেন, তিনি নানা ষড়যন্ত্র করছেন। তাঁর যে দলবল লুকিয়ে আছে, সে দলবলকে এখনো আমাদের বর্তমান প্রশাসন সামলে রেখেছে, আগলে রেখেছে। তাদের এখনো পর্যন্ত বের করছে না।’ 
 
বিএনপির এই নেত্রী এ প্রসঙ্গে আরও বলেন, ‘একটা কথা বলা হয় যে ৬২২ জন ছিল বোধহয় সেনাবাহিনীর অধীনে। এঁরা কোথায় গেল? এত এমপি ও মন্ত্রী—অনেককে পার (দেশের বাইরে) করে দিয়েছে। কারা পার করেছে? সর্ষের মধ্যে ভূত আছে।’ তিনি বলেন, ‘আজ পোশাকশিল্পে অস্থিরতা। এসব কারা করছে? করছে ‍যাদের প্রচুর টাকা আছে, তারাই ষড়যন্ত্রকারী। আমাদের সজাগ থাকতে হবে।’ 

দলের নেতা–কর্মীদের উদ্দেশে বিএনপির এই নেতা বলেন, ‘আমি বিএনপির নেতা-কর্মীদের বলব, তারা ১৬টা বছর কষ্ট করেছে, নির্যাতন-জেল-জুলুম ভোগ করেছে। আরও কিছুদিন কষ্ট করতে হবে। আরও আন্দোলন চালিয়ে যেতে হবে।’ 

তিনি বলেন, ‘আমরা কারও ওপর অত্যাচার করব না, অন্যায় করব না, আমরা সবাই রাজনৈতিক সচেতন হয়ে যে যার যেখানে কর্তব্য, যার যেখানে কাজ—বাংলাদেশের যে মূল্যবোধ ছিল, যে ঐতিহ্য ছিল বড়দের সম্মান করা, সততা বজায় রাখা—সেটাকে ফিরিয়ে এনে আপনারা কাজ করুন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত