Ajker Patrika

নয়াপল্টনে মে দিবসে সমাবেশ করতে চায় শ্রমিক দল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নয়াপল্টনে মে দিবসে সমাবেশ করতে চায় শ্রমিক দল

মহান মে দিবস উপলক্ষে আগামীকাল বুধবার দুপুর আড়াইটায় রাজধানীর নয়াপল্টনে সমাবেশ ও র‍্যালি করতে চায় বিএনপির শ্রমিক সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দল। নয়াপল্টন থেকে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত র‍্যালি করার কথা রয়েছে তাদের। এ বিষয়ে শ্রমিক দলের পক্ষ থেকে পুলিশ কমিশনারকে চিঠি দিয়ে অবহিত করা হয়েছে। 

আজ মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন। এর আগে মে দিবসের কর্মসূচিকে সামনে রেখে এক যৌথ সভা অনুষ্ঠিত হয়। 

সংবাদ সম্মেলনে রিজভী বলেন, মহান মে দিবসে শ্রমিক দল দুপুর ২টা ৩০ মিনিটে নয়াপল্টনে বিএনপি অফিসের সামনে শ্রমিক সমাবেশ করবে এবং সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য শ্রমিক র‍্যালি নয়াপল্টন থেকে শুরু হয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হবে। এ বিষয়ে শ্রমিক দলের পক্ষ থেকে পুলিশ কমিশনারকে চিঠি দিয়ে অবহিত করা হয়েছে। 

সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ নেতারা ও শ্রমিক নেতারা উপস্থিত থাকবেন বলেও জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত