নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মিছিল-মিটিংসহ সুস্থ রাজনীতির ধারায় বিএনপির গ্রহণযোগ্যতা বাড়লেও ‘আবার সহিংসতার’ পথে যাওয়ায় জনবিচ্ছিন্ন ও সন্ত্রাসী সংগঠন হিসেবে পরিচিতি পেয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করার লক্ষ্যে মনোনয়ন বোর্ডের বৈঠকে যোগ দিয়ে এ কথা বলেন আওয়ামী লীগ সভাপতি।
মানুষের জানমালের ক্ষয়ক্ষতি করে এবং মানুষকে হত্যা করে সরকারে যাওয়া যায় না মন্তব্য করে শেখ হাসিনা বলেন, ‘আওয়ামী লীগ চায় দেশে গণতন্ত্র থাকুক এবং রাজনৈতিক দলগুলো স্বাধীনভাবে কাজ করুক। তবে বিএনপি ক্ষমতায় থাকতে আওয়ামী লীগ সেই রাজনীতি করার সুযোগ পায়নি। সারা দেশে দলের ২১ হাজার নেতা-কর্মীকে হত্যা করেছে বিএনপি।’
আওয়ামী লীগ সভাপতি আরও বলেন, ‘বিএনপি তাদের রাজনীতি, মিছিল-মিটিং করলেও আওয়ামী লীগ সেখানে বাধা দেয়নি। মিছিল-মিটিং ও সুস্থ রাজনীতির সময় বিএনপির গ্রহণযোগ্যতা বাড়ছিল, ভালো জমায়েতের পাশাপাশি মানুষের কাছে গ্রহণযোগ্যতা বাড়ছিল। কিন্তু যখন তারা আবার সহিংসতার সেই পুরোনো রূপে ফিরে গেল, তখন তারা আবার জনবিচ্ছিন্ন সন্ত্রাসী সংগঠন হিসেবে জনগণের কাছে পরিচিতি পেয়েছে।’
এ সময়, ‘কেবল দেশের জন্যই’ তিনি কাজ করেন এবং ‘কোনো দেশের তাবেদারি করেন না’ বলেও দাবি করেন শেখ হাসিনা।
অতীতের মতো ‘মনোনয়ন ব্যবসা করার’ জন্য হলেও বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘কার কত দম, সেটাও দেখতে চায় আওয়ামী লীগ।’
নির্বাচন বানচালের চেষ্টা করলে পরিণতি ভালো হবে না বলে হুঁশিয়ার করে দেশবাসীকে আত্মবিশ্বাসের সঙ্গে ভোটাধিকার প্রয়োগেরও আহ্বান জানান প্রধানমন্ত্রী।
তেজগাঁওয়ে ঢাকা জেলা ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কার্যালয়ে আজ সকালে শেখ হাসিনার সভাপতিত্বে মনোনয়ন বোর্ডের সভা হয়।
মিছিল-মিটিংসহ সুস্থ রাজনীতির ধারায় বিএনপির গ্রহণযোগ্যতা বাড়লেও ‘আবার সহিংসতার’ পথে যাওয়ায় জনবিচ্ছিন্ন ও সন্ত্রাসী সংগঠন হিসেবে পরিচিতি পেয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করার লক্ষ্যে মনোনয়ন বোর্ডের বৈঠকে যোগ দিয়ে এ কথা বলেন আওয়ামী লীগ সভাপতি।
মানুষের জানমালের ক্ষয়ক্ষতি করে এবং মানুষকে হত্যা করে সরকারে যাওয়া যায় না মন্তব্য করে শেখ হাসিনা বলেন, ‘আওয়ামী লীগ চায় দেশে গণতন্ত্র থাকুক এবং রাজনৈতিক দলগুলো স্বাধীনভাবে কাজ করুক। তবে বিএনপি ক্ষমতায় থাকতে আওয়ামী লীগ সেই রাজনীতি করার সুযোগ পায়নি। সারা দেশে দলের ২১ হাজার নেতা-কর্মীকে হত্যা করেছে বিএনপি।’
আওয়ামী লীগ সভাপতি আরও বলেন, ‘বিএনপি তাদের রাজনীতি, মিছিল-মিটিং করলেও আওয়ামী লীগ সেখানে বাধা দেয়নি। মিছিল-মিটিং ও সুস্থ রাজনীতির সময় বিএনপির গ্রহণযোগ্যতা বাড়ছিল, ভালো জমায়েতের পাশাপাশি মানুষের কাছে গ্রহণযোগ্যতা বাড়ছিল। কিন্তু যখন তারা আবার সহিংসতার সেই পুরোনো রূপে ফিরে গেল, তখন তারা আবার জনবিচ্ছিন্ন সন্ত্রাসী সংগঠন হিসেবে জনগণের কাছে পরিচিতি পেয়েছে।’
এ সময়, ‘কেবল দেশের জন্যই’ তিনি কাজ করেন এবং ‘কোনো দেশের তাবেদারি করেন না’ বলেও দাবি করেন শেখ হাসিনা।
অতীতের মতো ‘মনোনয়ন ব্যবসা করার’ জন্য হলেও বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘কার কত দম, সেটাও দেখতে চায় আওয়ামী লীগ।’
নির্বাচন বানচালের চেষ্টা করলে পরিণতি ভালো হবে না বলে হুঁশিয়ার করে দেশবাসীকে আত্মবিশ্বাসের সঙ্গে ভোটাধিকার প্রয়োগেরও আহ্বান জানান প্রধানমন্ত্রী।
তেজগাঁওয়ে ঢাকা জেলা ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কার্যালয়ে আজ সকালে শেখ হাসিনার সভাপতিত্বে মনোনয়ন বোর্ডের সভা হয়।
আন্তর্জাতিক আইন মানলে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর কোনো নেতাকেই ফাঁসি দেওয়া যেত না বলে মন্তব্য করেছেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। আজ মঙ্গলবার আজহারের আপিল শুনানির জন্য দিন ধার্যের পর সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
৩৭ মিনিট আগেবিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলছেন, ‘দেশের জন্য, মানুষের জন্য কেউ বা কোন দল ভালো কিছু করতে চাইলে সেটির প্রতি আমাদের পূর্ণ সমর্থন থাকবে। দেশে যত ভালো কাজ হয়েছে, তার ৭০ ভাগই বিএনপি করছে।’ আজ মঙ্গলবার বিকেলে গাইবান্ধায় বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা প্রশিক্ষণ কর্মসূচিতে
২ ঘণ্টা আগেআগামী ১ মে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবসে রাজধানীতে বড় সমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বেলা ২টায় জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।
৩ ঘণ্টা আগেভবিষ্যতে যাতে বিতর্কিত কোনো ব্যক্তি প্রধান বিচারপতি নিয়োগ না হতে পারে সেই জন্য আপিল বিভাগের সিনিয়র মোস্ট বিচারপতিদের মধ্যে কমছে কম দুই-তিনজনের মধ্য থেকে নিয়োগের পক্ষে বিএনপি। আজ মঙ্গলবার জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপে এ প্রস্তাব বিএনপি করে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির
৬ ঘণ্টা আগে