Ajker Patrika

জিএম কাদেরের দায়িত্ব পালনে বাধা কাটল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জিএম কাদেরের দায়িত্ব পালনে বাধা কাটল

জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে গোলাম মোহাম্মদ (জিএম) কাদের দায়িত্ব পালন নিয়ে নিম্ন আদালতের সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। আজ রোববার বিচারপতি মো. আবদুল হাফিজের একক বেঞ্চ এ আদেশ দেন। এর ফলে জাপা চেয়ারম্যান হিসেবে জি এম কাদেরের দায়িত্ব পালনে বাধা কাটল বলে জানিয়েছেন তাঁর আইনজীবী শেখ সিরাজুল ইসলাম।

এর আগে গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরের দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা দেন বিচারিক আদালত। পরে ওই আদেশের বিরুদ্ধে আপিল করলে জেলা জজ আদালত বিচারিক আদালতের সিদ্ধান্ত বহাল রাখেন। এরপর হাইকোর্টের দ্বারস্থ হন জিএম কাদের।

গত বছরের ৪ অক্টোবর জাপা থেকে বহিষ্কৃত দলটির সাবেক সংসদ সদস্য জিয়াউল হক মৃধা জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে জিএম কাদেরের দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চেয়ে মামলা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘মোন্থা’ প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে, আঘাত হানবে কোথায়

দুশ্চিন্তা, হতাশা দূর হবে হাদিসে বর্ণিত এই চার দোয়ায়

গায়ে থুতু পড়া নিয়ে ড্যাফোডিল ও সিটি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের রাতভর সংঘর্ষ, অগ্নিসংযোগ

আজকের রাশিফল: মুখটা সামলে রাখুন, শত্রুরা ফেসবুক পোস্টে প্রচুর হা হা দেবে

নির্বাচনে যেতে চায় জাপার একাংশ, কৌশল তুলে ধরবে জাতির সামনে

এলাকার খবর
Loading...