Ajker Patrika

তাকসিমকে ‘সরকারের আশ্রিত’ বললেন ফখরুল 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১১ জানুয়ারি ২০২৩, ১৯: ০৫
Thumbnail image

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খানকে ‘সরকারের আশ্রিত’ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বুধবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির গণ-অবস্থান থেকে তিনি এ মন্তব্য করেন।

ওয়াসার এমডির প্রসঙ্গ টেনে ফখরুল বলেন, ‘এই সরকারের একজন আশ্রিত, শোনা যায় যে তিনি নাকি শীর্ষ নেতাদেরও অত্যন্ত ঘনিষ্ঠ, তিনি আমেরিকায় বাড়ি করেছেন। একটা বাড়ির দাম ৫১৫ কোটি টাকা।’ ওই প্রসঙ্গ ধরেই এরপর তিনি বলেন, ‘ভাবুন, কোন দেশে আমরা বাস করছি, যে দেশে একজন সরকারি কর্মকর্তা আজ হাজার কোটি টাকা পাচার করে বিদেশে ‍নিয়ে যাচ্ছে। আজকে অর্থ পাচারের জন্য ছোটখাটো মানুষের বিরুদ্ধে মামলা হয়। আর তারা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে। পাচার (অর্থ) করে এ দেশের অর্থনীতিকে ফোকলা করে দিয়েছে। ব্যাংকগুলোকে তারা ধ্বংস করেছে। প্রতিটি ব্যাংক থেকে টাকা লুট করে তারা বিদেশে পাচার করেছে। সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণে নিয়ে তারা এখানে একটা লুটের রাজত্ব প্রতিষ্ঠা করেছে।’

ক্ষমতাসীন আওয়ামী লীগকে ‘গণবিচ্ছিন্ন’, ‘দুর্নীতিপরায়ণ’ ও ‘নির্যাতনকারী’ আখ্যা দিয়ে বিএনপির মহাসচিব বলেন, ‘তাদের (সরকার) এখন পুলিশ ও আমলার ওপর নির্ভর করে জোর করে ক্ষমতা দখল করে রাখতে হচ্ছে। নির্যাতন, নিপীড়ন, গুম-হত্যা ছাড়া তারা (সরকার) কোনোভাবেই ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করতে পারবে না। সে জন্যই আমাদের ছয় শ নেতা-কর্মীকে তারা গুম করেছে, সহস্রাধিক মানুষকে তারা হত্যা করেছে এবং লাখ লাখ মানুষকে অন্তরীণ করেছে, মামলা দিয়েছে।’

সব রাজনৈতিক দল ও জোট এই সরকারকে সরাতে একমত হয়েছে দাবি করে ফখরুল বলেন, গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য সব দল একমত হয়েছে। ১০ দফা কর্মসূচির মাধ্যমে চলমান আন্দোলনকে তারা সফল করবে।

ফখরুল আরও বলেন, ‘সারা দেশের মানুষ আজ জেগে উঠেছে। আন্দোলন শুরু হয়েছে। আজকে নয় বা আগামী দিনে নয়; আন্দোলন শুরু হয়েছে তখন থেকে, যখন থেকে এই সরকার দুই-দুইবার বেআইনিভাবে ভোটব্যবস্থাকে ধ্বংস করে জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে জোর করে ক্ষমতায় টিকে আছে। আজকে এই সরকারের লক্ষ্য একটা—তারা অন্যায়ভাবে জনগণের অধিকারকে হরণ করে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়। এখন আমাদের আরও বেশি করে জেগে উঠতে হবে। সব মানুষকে ঐক্যবদ্ধ করে আমাদের  এগিয়ে যেতে হবে। একটা নতুন বাংলাদেশ গড়তে হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঋণের ১৩০০ কোটির এক টাকাও দেননি হলিডে ইনের মালিক

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

গণ–সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান দিলেন বিএনপি নেতা

হেফাজতে যুবদল নেতার মৃত্যু, সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত