Ajker Patrika

যে কারণে মমতাজের পাশে নেই তাঁর ৩ বোন

মঞ্জুর রহমান, মানিকগঞ্জ
আপডেট : ০১ জানুয়ারি ২০২৪, ০১: ৪৪
যে কারণে মমতাজের পাশে নেই তাঁর ৩ বোন

মানিকগঞ্জ–২ (সিঙ্গাইর, হরিরামপুর ও সদরের একাংশ) আসনে আওয়ামী লীগের প্রার্থী মমতাজ বেগমের পাশে নেই তাঁর তিন সৎবোন। মমতাজের শক্তিশালী প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা দেওয়ান জাহিদ আহম্মেদকে সমর্থন দিয়েছেন তাঁরা। 

পরিবার এবং স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের প্রার্থী ও সংসদ সদস্য মমতাজ বেগমের বাবা প্রয়াত মধু বয়াতির প্রথম স্ত্রী মনোয়ারা বেগমের তিন সন্তান রেহেনা বেগম, জাহানারা বেগম ও শাহনাজ পারভীন। সিঙ্গাইর উপজেলার জয়মণ্ডপ ইউনিয়নের পূর্ব ভাকুম গ্রামের মধু বয়াতির দ্বিতীয় স্ত্রী উজালা বেগমের সন্তান মমতাজ বেগম। জমিজমাসহ পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে মমতাজের সঙ্গে তাঁদের বিরোধ রয়েছে। এ কারণে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মমতাজ বেগমের পাশে নেই তাঁর তিন বোন। 

খোঁজ নিয়ে জানা গেছে, গত শনিবার (৩০ ডিসেম্বর) রাত ১০টার দিকে আওয়ামী লীগের প্রার্থী মমতাজ বেগমের নিজ গ্রাম পূর্ব ভাকুম এলাকায় নির্বাচনী উঠান বৈঠকের আয়োজন করেন স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ জাহিদ আহম্মেদ টুলুর অনুসারীরা। এই বৈঠকে স্বতন্ত্র প্রার্থীর গলায় ফুলের মালা দিয়ে তাঁকে সমর্থন জানান মমতাজের তিন বোন। 

মমতাজ বেগমের নিজ এলাকা জয়মণ্ডপ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহাদৎ হোসেনও স্বতন্ত্র প্রার্থীর প্রচার–প্রচারণায় অংশ নিচ্ছেন। ওই উঠান বৈঠকেও ইউপি চেয়ারম্যান শাহাদৎ স্বতন্ত্র প্রার্থীর পক্ষে ভোট চেয়ে বক্তব্য দেন। 

উঠান বৈঠকে স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন জানিয়েছেন মমতাজ বেগমের তিন বোন। ছবি: আজকের পত্রিকাপূর্ব ভাকুম গ্রামের বাসিন্দা মো. আমজাদ হোসেন মোল্লার সভাপতিত্বে ও ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মো. মঞ্জুরুল করিমের পরিচালনায় বৈঠকে বক্তব্য দেন স্বতন্ত্র প্রার্থী জাহিদ আহম্মেদ ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সায়েদুল ইসলাম। ওই বৈঠকে স্বতন্ত্র প্রার্থী জাহিদ আহম্মেদ মমতাজের তিন বোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

মমতাজের বোন শাহনাজ বেগম স্থানীয় জয়মণ্ডপ ইউপির ১,২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য। তিনি অভিযোগ করে বলেন, পারিবারিক বিভিন্ন সমস্যায় মমতাজ বেগমকে তাঁরা পাশে পাননি। উল্টো জমিজমা ও সম্পত্তি বণ্টনে বৈষম্য করেছেন মমতাজ। সেই ক্ষোভেই বোনের প্রতিপক্ষ স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন দিয়েছেন তাঁরা। 

এ বিষয়ে মন্তব্য জানতে আওয়ামী লীগের প্রার্থী মমতাজ বেগমের ফোন নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। 

তবে মমতাজ বেগমের ঘনিষ্ঠ অনুসারী সিঙ্গাইর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শহিদুর রহমান সাংবাদিকদের বলেন, ‘মমতাজ বেগমের আপন কোনো বোন নেই। স্বতন্ত্র প্রার্থী জাহিদ আহম্মেদেরও আত্মীয়–স্বজনেরা মমতাজ বেগমের নির্বাচনী প্রচার–প্রচারণায় অংশ নিচ্ছেন। এটা কোনো ঘটনা না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: ছাত্রদলের কমিটি ঘোষণা, নিষিদ্ধের দাবি শিক্ষার্থীদের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত