মঞ্জুর রহমান, মানিকগঞ্জ
মানিকগঞ্জ–২ (সিঙ্গাইর, হরিরামপুর ও সদরের একাংশ) আসনে আওয়ামী লীগের প্রার্থী মমতাজ বেগমের পাশে নেই তাঁর তিন সৎবোন। মমতাজের শক্তিশালী প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা দেওয়ান জাহিদ আহম্মেদকে সমর্থন দিয়েছেন তাঁরা।
পরিবার এবং স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের প্রার্থী ও সংসদ সদস্য মমতাজ বেগমের বাবা প্রয়াত মধু বয়াতির প্রথম স্ত্রী মনোয়ারা বেগমের তিন সন্তান রেহেনা বেগম, জাহানারা বেগম ও শাহনাজ পারভীন। সিঙ্গাইর উপজেলার জয়মণ্ডপ ইউনিয়নের পূর্ব ভাকুম গ্রামের মধু বয়াতির দ্বিতীয় স্ত্রী উজালা বেগমের সন্তান মমতাজ বেগম। জমিজমাসহ পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে মমতাজের সঙ্গে তাঁদের বিরোধ রয়েছে। এ কারণে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মমতাজ বেগমের পাশে নেই তাঁর তিন বোন।
খোঁজ নিয়ে জানা গেছে, গত শনিবার (৩০ ডিসেম্বর) রাত ১০টার দিকে আওয়ামী লীগের প্রার্থী মমতাজ বেগমের নিজ গ্রাম পূর্ব ভাকুম এলাকায় নির্বাচনী উঠান বৈঠকের আয়োজন করেন স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ জাহিদ আহম্মেদ টুলুর অনুসারীরা। এই বৈঠকে স্বতন্ত্র প্রার্থীর গলায় ফুলের মালা দিয়ে তাঁকে সমর্থন জানান মমতাজের তিন বোন।
মমতাজ বেগমের নিজ এলাকা জয়মণ্ডপ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহাদৎ হোসেনও স্বতন্ত্র প্রার্থীর প্রচার–প্রচারণায় অংশ নিচ্ছেন। ওই উঠান বৈঠকেও ইউপি চেয়ারম্যান শাহাদৎ স্বতন্ত্র প্রার্থীর পক্ষে ভোট চেয়ে বক্তব্য দেন।
পূর্ব ভাকুম গ্রামের বাসিন্দা মো. আমজাদ হোসেন মোল্লার সভাপতিত্বে ও ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মো. মঞ্জুরুল করিমের পরিচালনায় বৈঠকে বক্তব্য দেন স্বতন্ত্র প্রার্থী জাহিদ আহম্মেদ ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সায়েদুল ইসলাম। ওই বৈঠকে স্বতন্ত্র প্রার্থী জাহিদ আহম্মেদ মমতাজের তিন বোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মমতাজের বোন শাহনাজ বেগম স্থানীয় জয়মণ্ডপ ইউপির ১,২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য। তিনি অভিযোগ করে বলেন, পারিবারিক বিভিন্ন সমস্যায় মমতাজ বেগমকে তাঁরা পাশে পাননি। উল্টো জমিজমা ও সম্পত্তি বণ্টনে বৈষম্য করেছেন মমতাজ। সেই ক্ষোভেই বোনের প্রতিপক্ষ স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন দিয়েছেন তাঁরা।
এ বিষয়ে মন্তব্য জানতে আওয়ামী লীগের প্রার্থী মমতাজ বেগমের ফোন নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
তবে মমতাজ বেগমের ঘনিষ্ঠ অনুসারী সিঙ্গাইর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শহিদুর রহমান সাংবাদিকদের বলেন, ‘মমতাজ বেগমের আপন কোনো বোন নেই। স্বতন্ত্র প্রার্থী জাহিদ আহম্মেদেরও আত্মীয়–স্বজনেরা মমতাজ বেগমের নির্বাচনী প্রচার–প্রচারণায় অংশ নিচ্ছেন। এটা কোনো ঘটনা না।’
মানিকগঞ্জ–২ (সিঙ্গাইর, হরিরামপুর ও সদরের একাংশ) আসনে আওয়ামী লীগের প্রার্থী মমতাজ বেগমের পাশে নেই তাঁর তিন সৎবোন। মমতাজের শক্তিশালী প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা দেওয়ান জাহিদ আহম্মেদকে সমর্থন দিয়েছেন তাঁরা।
পরিবার এবং স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের প্রার্থী ও সংসদ সদস্য মমতাজ বেগমের বাবা প্রয়াত মধু বয়াতির প্রথম স্ত্রী মনোয়ারা বেগমের তিন সন্তান রেহেনা বেগম, জাহানারা বেগম ও শাহনাজ পারভীন। সিঙ্গাইর উপজেলার জয়মণ্ডপ ইউনিয়নের পূর্ব ভাকুম গ্রামের মধু বয়াতির দ্বিতীয় স্ত্রী উজালা বেগমের সন্তান মমতাজ বেগম। জমিজমাসহ পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে মমতাজের সঙ্গে তাঁদের বিরোধ রয়েছে। এ কারণে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মমতাজ বেগমের পাশে নেই তাঁর তিন বোন।
খোঁজ নিয়ে জানা গেছে, গত শনিবার (৩০ ডিসেম্বর) রাত ১০টার দিকে আওয়ামী লীগের প্রার্থী মমতাজ বেগমের নিজ গ্রাম পূর্ব ভাকুম এলাকায় নির্বাচনী উঠান বৈঠকের আয়োজন করেন স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ জাহিদ আহম্মেদ টুলুর অনুসারীরা। এই বৈঠকে স্বতন্ত্র প্রার্থীর গলায় ফুলের মালা দিয়ে তাঁকে সমর্থন জানান মমতাজের তিন বোন।
মমতাজ বেগমের নিজ এলাকা জয়মণ্ডপ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহাদৎ হোসেনও স্বতন্ত্র প্রার্থীর প্রচার–প্রচারণায় অংশ নিচ্ছেন। ওই উঠান বৈঠকেও ইউপি চেয়ারম্যান শাহাদৎ স্বতন্ত্র প্রার্থীর পক্ষে ভোট চেয়ে বক্তব্য দেন।
পূর্ব ভাকুম গ্রামের বাসিন্দা মো. আমজাদ হোসেন মোল্লার সভাপতিত্বে ও ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মো. মঞ্জুরুল করিমের পরিচালনায় বৈঠকে বক্তব্য দেন স্বতন্ত্র প্রার্থী জাহিদ আহম্মেদ ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সায়েদুল ইসলাম। ওই বৈঠকে স্বতন্ত্র প্রার্থী জাহিদ আহম্মেদ মমতাজের তিন বোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মমতাজের বোন শাহনাজ বেগম স্থানীয় জয়মণ্ডপ ইউপির ১,২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য। তিনি অভিযোগ করে বলেন, পারিবারিক বিভিন্ন সমস্যায় মমতাজ বেগমকে তাঁরা পাশে পাননি। উল্টো জমিজমা ও সম্পত্তি বণ্টনে বৈষম্য করেছেন মমতাজ। সেই ক্ষোভেই বোনের প্রতিপক্ষ স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন দিয়েছেন তাঁরা।
এ বিষয়ে মন্তব্য জানতে আওয়ামী লীগের প্রার্থী মমতাজ বেগমের ফোন নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
তবে মমতাজ বেগমের ঘনিষ্ঠ অনুসারী সিঙ্গাইর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শহিদুর রহমান সাংবাদিকদের বলেন, ‘মমতাজ বেগমের আপন কোনো বোন নেই। স্বতন্ত্র প্রার্থী জাহিদ আহম্মেদেরও আত্মীয়–স্বজনেরা মমতাজ বেগমের নির্বাচনী প্রচার–প্রচারণায় অংশ নিচ্ছেন। এটা কোনো ঘটনা না।’
মির্জা আব্বাস বলেন, দেশের বর্তমান পরিস্থিতি প্রমাণ করে, গণতন্ত্র পুনরুদ্ধারই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আর কোনো তালেবানি নির্বাচন চলবে না, জনগণ তা মেনে নেবে না। বিএনপির বিরুদ্ধে মানুষকে ভুল-বোঝানোর চেষ্টা করে লাভ নেই।
১ ঘণ্টা আগেজামায়াতে ইসলামী বলেছে, অবিলম্বে ‘জুলাই সনদ’ ঘোষণা করতে হবে এবং এই সনদ মেনেই বর্তমান ও ভবিষ্যতের সরকারকে দেশ পরিচালনা করতে হবে। অন্যথায়, আবারও ‘জুলাই যোদ্ধাদের’ নিয়ে মাঠে নামতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দিয়েছে দলটি।
৭ ঘণ্টা আগেজাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবিত জুলাই সনদ বাস্তবায়নে আইনি ভিত্তির দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, ‘আমাদের আশঙ্কা হলো, যদি এসব সংস্কার এখন থেকেই বাস্তবায়নের উদ্যোগ না নেওয়া হয় এবং ভবিষ্যতে অন্য কোনো সরকারের ওপর তা ন্যস্ত করা হয়, তাহলে নানা ধরনের
২০ ঘণ্টা আগেজামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, সরকার যদি জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে গড়িমসি করে, তাহলে বুঝতে হবে ‘কুচ কালা হ্যায়’ (কিছু একটা সমস্যা আছে)। বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপের সমাপনী..
২০ ঘণ্টা আগে