Ajker Patrika

শর্ত তুলে নিলেই খালেদা জিয়া বিদেশে চিকিৎসা নিতে পারবেন: জয়নুল আবেদীন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শর্ত তুলে নিলেই খালেদা জিয়া বিদেশে চিকিৎসা নিতে পারবেন: জয়নুল আবেদীন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির ক্ষেত্রে যেসব শর্ত দেওয়া হয়েছে সেগুলো উঠিয়ে নিলেই তিনি বিদেশে চিকিৎসার জন্য যেতে পারবেন বলে দাবি করেছেন ইউনাইটেড লইয়ার্স ফ্রন্টের আহ্বায়ক ও বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন। 

আজ বুধবার দুপুরে সুপ্রিম কোর্টের মূল ফটকের সামনে খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসা গ্রহণের সাংবিধানিক অধিকার নিশ্চিত করার দাবিতে ইউনাইটেড লইয়ার্স ফ্রন্ট আয়োজিত অবস্থান কর্মসূচিতে জয়নুল আবেদীন এ কথা বলেন। 

কর্মসূচিতে আগামী রোববার দুপুরে বিএনপি ও বিরোধী দলীয় নেতা–কর্মীদের নামে গায়েবি ও মিথ্যা মামলার প্রতিবাদে আইজিপি কার্যালয়ে স্মারকলিপি দেবেন বলে জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ। 

অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, ‘আইনমন্ত্রী সকালে এক কথা বলেন, বিকেলে আরেক কথা বলেন। সকালে বলেন, আমার কাছে একটা দরখাস্ত দিলেই আমি বিবেচনা করব। আর দরখাস্ত যখন আসে তখন বলেন, আমাদের আর কোনো ক্ষমতা নেই। আরে যে রায়ে তাঁকে মুক্তি দিয়েছেন শর্ত যুক্তভাবে, সেই শর্তযুক্ত কথাটি উঠিয়ে দিন। সেটি উঠিয়ে দিলেই খালেদা জিয়া বিদেশে চিকিৎসা নিতে যেতে পারবেন।’ 

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী গণতন্ত্র, আইনের শাসন বোঝেন না। তিনি শুধু বোঝেন কিভাবে ক্ষমতায় থাকবেন। আপনি চান বেগম খালেদা জিয়া কোনো অবস্থাতেই বেঁচে না থাক। কিন্তু দেশের জনগণ চায় বেগম খালেদা জিয়া বেঁচে থাক। তাই আর বিলম্ব না করে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসার জন্য যেতে দিন।’ 

এনপিপির চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক অ্যাডভোকেট ফরিদুজ্জামান ফরহাদ বলেন, খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দিতে হবে। সরকার খালেদা জিয়াকে ভয় পায়। তাই তাঁকে আটকে রেখেছে। খালেদা জিয়ার কিছু হলে বাংলার প্রতিটি ঘরে আগুন জ্বলবে। এই সরকার দেশ জাহান্নাম বানিয়েছে, এই জাহান্নাম থেকে আমরা মুক্তি চাই।’ 

সংগঠনের যুগ্ম আহ্বায়ক ও গণফোরাম সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী বলেন, হাজার হাজার লক্ষ কোটি টাকা আমেরিকা, সিঙ্গাপুরে এই প্রধানমন্ত্রী পাচার করেছেন। এটা সবাই জানে। বেগম জিয়াকে মুক্তি দিতে হবে, উন্নত চিকিৎসার সুযোগ দিতে হবে। এটা না করলে ভবিষ্যতে আপনার বিচার গণ আদালতে হবে। 

ইউএলএফের প্রধান সমন্বয়ক ব্যারিস্টার কাওসার কামাল বলেন, দেশনেত্রী খালেদা জিয়া রাষ্ট্রীয় হিংস্রতা, বর্বরতার শিকার। তাঁর সুচিকিৎসার জন্য আজ আইনজীবী সমাজ রাস্তায় নামতে বাধ্য হয়েছে। দেশনেত্রীর যদি কিছু হয় তাহলে আইনজীবী সমাজ প্রস্তুত আছে। যাদের জন্য এই পরিণতি হবে তাদের নামে ফৌজদারি আদালতে মামলা হবে। এই মামলার প্রধান আসামি হবেন শেখ হাসিনা। দ্বিতীয় আসামি হবেন আইনমন্ত্রী আনিসুল হক। তবে এখনো সময় আছে, তাঁর সুচিকিৎসার ব্যবস্থা করেন। 

ফ্রন্টের অন্যতম সমন্বয়ক অ্যাডভোকেট মামুন মাহবুব বলেন, ‘হাইকোর্টের কোনো বিচারপতি প্রধান বিচারপতির অধীনে নয়। সিনিয়র বিচারপতিকে ডেকে কী বলেছেন আমরা জানি না। মেয়র যখন বলেছিলেন, একজন প্রধান বিচারপতিকেও বের করে দিয়েছিলাম তখন প্রধান বিচারপতির বিবেক কোথায় ছিল? আইনজীবীরা আর আদালতে ভেতরে কর্মসূচি করবে না। আমরা এখন থেকে রাজপথে কর্মসূচি করব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত