Ajker Patrika

দেশের জনগণের কল্যাণে জাতীয় সরকারের কথা বলা হচ্ছে: গয়েশ্বর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশের জনগণের কল্যাণে জাতীয় সরকারের কথা বলা হচ্ছে: গয়েশ্বর

বিএনপির নেতা-কর্মীদের জন্য নয়, দেশের জনগণের কল্যাণে জাতীয় সরকারের কথা বলা হচ্ছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

আজ রোববার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ কথা জানান। গয়েশ্বর বলেন, ‘স্বাধীনতার ৫০ বছর পর বর্তমান পরিস্থিতিতে তারেক রহমানের জাতীয় সরকারের ধারণা একটি স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য বলা হচ্ছে। ৫০ বছর আগে যেটা দরকার ছিল এখন সেটা নেওয়া হচ্ছে। দেশের মানুষের কল্যাণের জন্য এটা দেওয়া হয়েছে। দলের কর্মী বা নেতাদের কথা চিন্তা করে নয়।’ 

গয়েশ্বর বলেন, ‘মুক্তিযুদ্ধে সবার সম্মিলিত অংশগ্রহণে দেশ স্বাধীন হয়। কিন্তু ১৯৭২ সালে আওয়ামী লীগ কোন আইনে সরকার গঠন করেছিল? সেদিন একটা জাতীয় সরকার গঠন করার দরকার ছিল। সেই সরকারের অধীনে নির্বাচন দিয়ে আওয়ামী লীগের সরকার গঠন করা উচিত ছিল।’ 

বাংলাদেশ জাতীয়তাবাদী তারেক জিয়া প্রজন্মদল আয়োজিত নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ওই আলোচনায় গয়েশ্বর আরও বলেন, ‘১২ বছর ধরেই আন্দোলন করছি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন নিয়ে। এখনো চলছে।

এখন যে পরিস্থিতি, শেখ হাসিনাকে মেনে নেওয়া বা তাকে বিদায় দেওয়ার মাঝামাঝি কোনো অবস্থা নাই। এমন পরিস্থিতিতে বিএনপি একটি স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য জাতীয় সরকারের কথা বলছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত