নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পানি বণ্টন ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে আর কোনো অর্জন নেই বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।
আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে দলটিতে নতুন সদস্যদের যোগদান অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
মান্না বলেন, ‘ভারত সফরে কী পেয়েছেন? একটা স্মারকলিপি সই করেছেন, সেগুলোর মধ্যে এক নদীর পানি বণ্টন ছাড়া তো আর কিছু নাই। তা-ও কত কিউসেক পানি বণ্টন করেছেন? হাজারের কোটাও যায়নি। কয় বিঘা জমি সেচ দেওয়া যাবে তার মাধ্যমে? ওই নদী তো আমদেরই। এর বাইরে যে সমস্ত চুক্তি করেছেন, তা একজন জয়েন সেক্রেটারি গেলেই পারত।’
শেখ হাসিনার উদ্দেশে ডাকসুর সাবেক এই ভিপি বলেন, ‘গায়ের জোরে ক্ষমতায় থাকেন। আপনি তো আমাদের দেশের প্রধানমন্ত্রী। আমার দেশে আমি আপনাকে জবরদখলদারি বলি, কিন্তু বিদেশের মাটিতে আপনি অপমানিত হন, তা চাই না।’
মান্না বলেন, ‘মানুষ এখন বিদ্রোহ করতে চায় এদের বিরুদ্ধে। আমাদের উসকানি দেয়। জিজ্ঞেস করে, এত দিন ধরে একটা সরকার আছে, করেন কী? আমরা তো আমাদের কাজ করছি। কিন্তু এটা সত্য, আমরা যা চাই, যখন চাই, যেরকম করে চাই, তখনই সেরকম করে পারি না।’
মান্না বলেন, ‘অনেকে বলেন, পারছেন না তো আওয়ামী লীগের সঙ্গে। তারা তো আছেই। আওয়ামী লীগকে কী হারাতে পারবেন? আমি মনে করি, আওয়ামী লীগ হেরে গেছে ৷ যেই আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের নেতৃত্ব দেওয়ার গৌরব অর্জন করেছিল, সেই আওয়ামী লীগ মানে বাংলাদেশে এখন পুলিশ লীগ। পুলিশ নাই, আওয়ামী লীগ নাই। পুলিশ নাই ১২ ঘণ্টাও আওয়ামী লীগ থাকতে পারবে না। এ বিষয়ে আওয়ামী লীগ নাগরিক ঐক্যকে চ্যালেঞ্জ করতে পারে। একটা ডিবেট হতে পারে।’
প্রধানমন্ত্রীর প্রসঙ্গ টেনে মান্না আরও বলেন, ‘আপনি বলছেন, বাসায় আসেন চা খাওয়াব। আবার বাসায় আসার আগেই পথের মধ্যে লাঠি দিয়ে পেটাতে থাকবেন—এ রকম ৪২০ করার দরকার কী? না পারলে বলবেন পারছি না। দ্রব্যমূল্য কমাতে পারছেন না, জীবনের নিরাপত্তা দিতে পারেন না। গুম-খুন বন্ধ করতে পারেন না। সারা পৃথিবীর সামনে মাথা হেট করে ফেলেছেন, আপনার তো ক্ষমতায় থাকার অধিকার নাই।’
পানি বণ্টন ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে আর কোনো অর্জন নেই বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।
আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে দলটিতে নতুন সদস্যদের যোগদান অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
মান্না বলেন, ‘ভারত সফরে কী পেয়েছেন? একটা স্মারকলিপি সই করেছেন, সেগুলোর মধ্যে এক নদীর পানি বণ্টন ছাড়া তো আর কিছু নাই। তা-ও কত কিউসেক পানি বণ্টন করেছেন? হাজারের কোটাও যায়নি। কয় বিঘা জমি সেচ দেওয়া যাবে তার মাধ্যমে? ওই নদী তো আমদেরই। এর বাইরে যে সমস্ত চুক্তি করেছেন, তা একজন জয়েন সেক্রেটারি গেলেই পারত।’
শেখ হাসিনার উদ্দেশে ডাকসুর সাবেক এই ভিপি বলেন, ‘গায়ের জোরে ক্ষমতায় থাকেন। আপনি তো আমাদের দেশের প্রধানমন্ত্রী। আমার দেশে আমি আপনাকে জবরদখলদারি বলি, কিন্তু বিদেশের মাটিতে আপনি অপমানিত হন, তা চাই না।’
মান্না বলেন, ‘মানুষ এখন বিদ্রোহ করতে চায় এদের বিরুদ্ধে। আমাদের উসকানি দেয়। জিজ্ঞেস করে, এত দিন ধরে একটা সরকার আছে, করেন কী? আমরা তো আমাদের কাজ করছি। কিন্তু এটা সত্য, আমরা যা চাই, যখন চাই, যেরকম করে চাই, তখনই সেরকম করে পারি না।’
মান্না বলেন, ‘অনেকে বলেন, পারছেন না তো আওয়ামী লীগের সঙ্গে। তারা তো আছেই। আওয়ামী লীগকে কী হারাতে পারবেন? আমি মনে করি, আওয়ামী লীগ হেরে গেছে ৷ যেই আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের নেতৃত্ব দেওয়ার গৌরব অর্জন করেছিল, সেই আওয়ামী লীগ মানে বাংলাদেশে এখন পুলিশ লীগ। পুলিশ নাই, আওয়ামী লীগ নাই। পুলিশ নাই ১২ ঘণ্টাও আওয়ামী লীগ থাকতে পারবে না। এ বিষয়ে আওয়ামী লীগ নাগরিক ঐক্যকে চ্যালেঞ্জ করতে পারে। একটা ডিবেট হতে পারে।’
প্রধানমন্ত্রীর প্রসঙ্গ টেনে মান্না আরও বলেন, ‘আপনি বলছেন, বাসায় আসেন চা খাওয়াব। আবার বাসায় আসার আগেই পথের মধ্যে লাঠি দিয়ে পেটাতে থাকবেন—এ রকম ৪২০ করার দরকার কী? না পারলে বলবেন পারছি না। দ্রব্যমূল্য কমাতে পারছেন না, জীবনের নিরাপত্তা দিতে পারেন না। গুম-খুন বন্ধ করতে পারেন না। সারা পৃথিবীর সামনে মাথা হেট করে ফেলেছেন, আপনার তো ক্ষমতায় থাকার অধিকার নাই।’
ক্ষমতায় থেকে কোনো দল গঠন করা যাবে না, এটা পরিষ্কার কথা। দল গঠন করতে হলে আগে সরকারের দায়িত্ব হস্তান্তর করতে হবে...
১২ মিনিট আগে১ থেকে ৫ ফেব্রুয়ারি আছে প্রচারপত্র বিলি; ৬ ফেব্রুয়ারি প্রতিবাদ মিছিল ও সমাবেশ; ১০ ফেব্রুয়ারি বিক্ষোভ মিছিল ও সমাবেশ; ১৬ ফেব্রুয়ারি অবরোধ এবং ১৮ ফেব্রুয়ারি রয়েছে দেশব্যাপী সকাল-সন্ধ্যা সর্বাত্মক হরতালের ডাক...
২ ঘণ্টা আগেগণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্র-জনতা নতুন দল গঠন করতে যাচ্ছে। এ নিয়ে আলোচনা রাজনৈতিক অঙ্গনসহ দেশের সবখানে। উদ্যোক্তারা বলছেন, সব ঠিক থাকলে চলতি মাসের শেষার্ধেই আত্মপ্রকাশ করবে নতুন দল। নাম-প্রতীক এখনো চূড়ান্ত হয়নি। তবে নাম যা-ই হোক, দলটির আদর্শ হবে ‘মধ্যম পন্থা’। চূড়ান্ত ডান বা বাম—কোনো দিকেই...
৫ ঘণ্টা আগেকুমিল্লায় যৌথ বাহিনী তুলে নেওয়ার পর হাসপাতালে তৌহিদুর রহমানের লাশ পেয়েছে তাঁর পরিবার। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১২টায় তাঁর মৃত্যুর খবর পাওয়া যায়। তবে কখন তাঁর মৃত্যু হয়েছে সে তথ্য জানা যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে যুবদল নেতার মৃত্যুর তথ্য জানিয়েছেন তাঁর ভাই আবুল কালাম।
৫ ঘণ্টা আগে