নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দুই পক্ষের চেয়ার ছোড়াছুড়ি ও মারামারি কারণে স্থগিত করা হয়েছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের চকবাজার থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন। তবে, আওয়ামী লীগের একাংশের দাবি গত মঙ্গলবার লালবাগ থানা সম্মেলনে কেন্দ্রীয় নেতাদের সামনে মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির গালিগালাজ করেন। এ কারণে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের নির্দেশে মহানগরের সব থানা সম্মেলন স্থগিত রাখা হয়েছে। দলটির সভাপতি শেখ হাসিনা দেশে ফিরলে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চকবাজারের নবকুমার ইনস্টিটিউশন সংলগ্ন মাঠে শুক্রবার দুপুর ৩টায় চকবাজার থানা এবং ২৭,২৮, ২৯,৩০ ও ৩১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠানের কথা ছিল। সেই অনুযায়ী প্রস্তুতিও ছিল মাঠে। তবে নির্ধারিত সময়ে শুরু হয় চেয়ার ছোড়াছুড়ি। আর তা রূপ নেয় মারামারিতে। পরে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। পরে স্থানীয় আওয়ামী লীগের নেতা কর্মীরা রাজপথে জমায়েত করেন। সেখানে অবস্থান নিয়ে স্লোগান দেন।
এদিকে, নেতাকর্মীদের অকথ্য ভাষায় গালাগালি করার কারণে হুমায়ন কবিরকে শোকজ করেছে আওয়ামী লীগ।
জানা গেছে, গত মঙ্গলবার নবাবগঞ্জ পার্কে লালবাগ থানা ও আওতাধীন ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তাঁর উপস্থিতিতে সংগঠনটির নেতা কর্মীরা হাতাহাতি ও মারামারিতে জড়িয়ে পড়েন। বিশৃঙ্খল পরিস্থিতি থামাতে গিয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির নেতা কর্মীদের শু… বাচ্চা বলে গালি দেন মাইকে। যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়েছে।
এদিকে এরই মধ্যে শুক্রবার চকবাজার থানা ও আওতাধীন ওয়ার্ডগুলোর সম্মেলনের করার কথা ছিল। সেই অনুযায়ী প্রস্তুতিও নিয়েছিল মহানগর আওয়ামী লীগ। আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল দলটির সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরীর। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা ছিল দলটির সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মল হক, নির্বাহী সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিন, আইন বিষয়ক সম্পাদক নজিবুল্লাহ হিরু, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার।
সম্মেলনে উপস্থিত থাকার কথা ছিল আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর এক সদস্য আজকের পত্রিকাকে বলেন, সম্মেলনে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলাম। দুপুরের আগে মহানগর আওয়ামী লীগ থেকে আমাকে কল করে জানানো হয় সম্মেলন স্থগিত করা হয়েছে। পরে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়াকে কল দিয়ে ঘটনা জানতে চাইলে তিনি জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নির্দেশে চকবাজারের সম্মেলন স্থগিত করা হয়েছে। এ ঘটনা জানার পরে ঢাকার বাইরে এসেছি, এখন (শুক্রবার রাত) আবার ঢাকায় ফিরতেছি।
নাম প্রকাশ না করার শর্তে মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর একজন সদস্য জানান, গত ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত লালবাগ থানা আওয়ামী লীগের সম্মেলনে কেন্দ্রীয় নেতাদের সামনে অশ্লীল ভাষায় কর্মীদের গালিগালাজ করেছেন দক্ষিণের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির। ওই ঘটনায় কেন্দ্রীয় নেতা ও স্থানীয় আওয়ামী লীগের নেতা কর্মীদের মাঝে অসন্তোষ দেখা দিয়েছেন। এ কারণেই চকবাজার থানা আওয়ামী লীগের সম্মেলন বর্জন করেছেন দলটির কেন্দ্রীয় নেতারা।
আওয়ামী লীগের একটি সূত্র জানিয়েছে, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির প্রকাশ্যে নেতা কর্মীদের সঙ্গে অশালীন আচরণ করেছেন, তাই ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের থানা ও ওয়ার্ড সম্মেলনগুলো স্থগিত রাখা হয়েছে। আগামী ৪ অক্টোবর দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার কথা রয়েছে। তিনি আসার পরে স্থগিত সম্মেলনগুলো নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
এ বিষয়ে আওয়ামী লীগের ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজম গণমাধ্যমকে বলেন, `আমি আমন্ত্রিত ছিলাম না। আমি এখন নির্বাচনী এলাকা জামালপুরে। তবে বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে কর্মসূচি থাকায় গতকাল (বৃহস্পতিবার) সম্মেলনটি স্থগিত করা হয়।'
বিষয়টি নিয়ে হুমায়ুন কবিরের ব্যক্তিগত নম্বরে কয়েকবার কল করা হয়েছিল। এর মধ্যে দুইবার কল রিসিভ করেও তিনি কথা বলেননি। প্রতিবার ৫ সেকেন্ড পরে কেটে দেন।
অন্যদিকে সভাপতি আবু আহমেদ মন্নাফীর নম্বরে কল দেওয়া হলে তাঁর ব্যক্তিগত সহকারী বিপ্লব রিসিভ করেন। তিনি বলেন, ‘নেতাতো ঘুমিয়ে আছেন। তাঁর শরীরটা ভালো না। সকাল থেকে ওনার পেট খারাপ।’
দুই পক্ষের চেয়ার ছোড়াছুড়ি ও মারামারি কারণে স্থগিত করা হয়েছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের চকবাজার থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন। তবে, আওয়ামী লীগের একাংশের দাবি গত মঙ্গলবার লালবাগ থানা সম্মেলনে কেন্দ্রীয় নেতাদের সামনে মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির গালিগালাজ করেন। এ কারণে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের নির্দেশে মহানগরের সব থানা সম্মেলন স্থগিত রাখা হয়েছে। দলটির সভাপতি শেখ হাসিনা দেশে ফিরলে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চকবাজারের নবকুমার ইনস্টিটিউশন সংলগ্ন মাঠে শুক্রবার দুপুর ৩টায় চকবাজার থানা এবং ২৭,২৮, ২৯,৩০ ও ৩১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠানের কথা ছিল। সেই অনুযায়ী প্রস্তুতিও ছিল মাঠে। তবে নির্ধারিত সময়ে শুরু হয় চেয়ার ছোড়াছুড়ি। আর তা রূপ নেয় মারামারিতে। পরে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। পরে স্থানীয় আওয়ামী লীগের নেতা কর্মীরা রাজপথে জমায়েত করেন। সেখানে অবস্থান নিয়ে স্লোগান দেন।
এদিকে, নেতাকর্মীদের অকথ্য ভাষায় গালাগালি করার কারণে হুমায়ন কবিরকে শোকজ করেছে আওয়ামী লীগ।
জানা গেছে, গত মঙ্গলবার নবাবগঞ্জ পার্কে লালবাগ থানা ও আওতাধীন ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তাঁর উপস্থিতিতে সংগঠনটির নেতা কর্মীরা হাতাহাতি ও মারামারিতে জড়িয়ে পড়েন। বিশৃঙ্খল পরিস্থিতি থামাতে গিয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির নেতা কর্মীদের শু… বাচ্চা বলে গালি দেন মাইকে। যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়েছে।
এদিকে এরই মধ্যে শুক্রবার চকবাজার থানা ও আওতাধীন ওয়ার্ডগুলোর সম্মেলনের করার কথা ছিল। সেই অনুযায়ী প্রস্তুতিও নিয়েছিল মহানগর আওয়ামী লীগ। আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল দলটির সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরীর। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা ছিল দলটির সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মল হক, নির্বাহী সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিন, আইন বিষয়ক সম্পাদক নজিবুল্লাহ হিরু, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার।
সম্মেলনে উপস্থিত থাকার কথা ছিল আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর এক সদস্য আজকের পত্রিকাকে বলেন, সম্মেলনে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলাম। দুপুরের আগে মহানগর আওয়ামী লীগ থেকে আমাকে কল করে জানানো হয় সম্মেলন স্থগিত করা হয়েছে। পরে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়াকে কল দিয়ে ঘটনা জানতে চাইলে তিনি জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নির্দেশে চকবাজারের সম্মেলন স্থগিত করা হয়েছে। এ ঘটনা জানার পরে ঢাকার বাইরে এসেছি, এখন (শুক্রবার রাত) আবার ঢাকায় ফিরতেছি।
নাম প্রকাশ না করার শর্তে মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর একজন সদস্য জানান, গত ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত লালবাগ থানা আওয়ামী লীগের সম্মেলনে কেন্দ্রীয় নেতাদের সামনে অশ্লীল ভাষায় কর্মীদের গালিগালাজ করেছেন দক্ষিণের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির। ওই ঘটনায় কেন্দ্রীয় নেতা ও স্থানীয় আওয়ামী লীগের নেতা কর্মীদের মাঝে অসন্তোষ দেখা দিয়েছেন। এ কারণেই চকবাজার থানা আওয়ামী লীগের সম্মেলন বর্জন করেছেন দলটির কেন্দ্রীয় নেতারা।
আওয়ামী লীগের একটি সূত্র জানিয়েছে, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির প্রকাশ্যে নেতা কর্মীদের সঙ্গে অশালীন আচরণ করেছেন, তাই ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের থানা ও ওয়ার্ড সম্মেলনগুলো স্থগিত রাখা হয়েছে। আগামী ৪ অক্টোবর দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার কথা রয়েছে। তিনি আসার পরে স্থগিত সম্মেলনগুলো নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
এ বিষয়ে আওয়ামী লীগের ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজম গণমাধ্যমকে বলেন, `আমি আমন্ত্রিত ছিলাম না। আমি এখন নির্বাচনী এলাকা জামালপুরে। তবে বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে কর্মসূচি থাকায় গতকাল (বৃহস্পতিবার) সম্মেলনটি স্থগিত করা হয়।'
বিষয়টি নিয়ে হুমায়ুন কবিরের ব্যক্তিগত নম্বরে কয়েকবার কল করা হয়েছিল। এর মধ্যে দুইবার কল রিসিভ করেও তিনি কথা বলেননি। প্রতিবার ৫ সেকেন্ড পরে কেটে দেন।
অন্যদিকে সভাপতি আবু আহমেদ মন্নাফীর নম্বরে কল দেওয়া হলে তাঁর ব্যক্তিগত সহকারী বিপ্লব রিসিভ করেন। তিনি বলেন, ‘নেতাতো ঘুমিয়ে আছেন। তাঁর শরীরটা ভালো না। সকাল থেকে ওনার পেট খারাপ।’
এবি পার্টির নেতারা বলেছেন, রাজনীতিতে অতীতমুখিতা ও পরিবারতান্ত্রিক বন্দোবস্তের ধারণা থেকে সরে আসার সময় হয়েছে। তরুণেরা পুরোনো রাজনীতিতে ক্লান্ত এবং সত্যিকার অর্থেই একটি রূপান্তরমূলক পরিবর্তন দেখতে চায়। এবি পার্টি ধীরে ধীরে তা বাস্তবায়ন করতে বদ্ধপরিকর।
৫ ঘণ্টা আগেরাষ্ট্র-জনগণের ওপর যেন আমলাতন্ত্র জেঁকে না বসে এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান যেন স্বাধীনভাবে কাজ করতে পারে—এমন আহ্বান জানিয়েছেন শিক্ষার্থী ও শিল্পীসমাজ। আজ রোববার রাজধানীর শিল্পকলা একাডেমির প্রধান ফটকের সামনে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালনের সময় এসব কথা বলেন তাঁরা।
৬ ঘণ্টা আগেগাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) ছাত্রদলের নতুন ২৮ সদস্যের আংশিক কমিটি ঘোষণার এক দিনের মাথায় ঘোষিত কমিটিকে প্রত্যাখ্যান করে সভাপতি, কয়েকজন সহসভাপতি, সিনিয়র যুগ্ম সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ ১৫ জন একযোগে পদত্যাগ করেছেন।
৬ ঘণ্টা আগেনতুন দলের ‘সেকেন্ড রিপাবলিক’-এর ধারণা প্রসঙ্গে মির্জা আব্বাস বলেন, ‘সেকেন্ড রিপাবলিক আমি বুঝি নাই। যেকোনো একটা অছিলা ধরে জাতিকে বিভক্ত করার চেষ্টা চলছে। সবাইকে এ ব্যাপারে সতর্ক থাকতে হবে।’
৭ ঘণ্টা আগে