Ajker Patrika

আন্দোলন বাধাগ্রস্ত করতেই সরকার পৈশাচিক হয়ে উঠেছে: মির্জা ফখরুল 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আন্দোলন বাধাগ্রস্ত করতেই সরকার পৈশাচিক হয়ে উঠেছে: মির্জা ফখরুল 

বিএনপির সমাবেশে হামলাকে ‘ন্যক্কারজনক’ আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণতন্ত্রকামী মানুষের চলমান আন্দোলনকে বাধাগ্রস্ত করতেই এই হামলা বলে অভিযোগ করেছেন তিনি।

আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এমন অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, ‘বিএনপিসহ সমমনা দল এবং গণতন্ত্রকামী মানুষের চলমান আন্দোলন-কর্মসূচিকে বাধাগ্রস্ত করতেই অবৈধ আওয়ামী দখলদার সরকার আইনশৃঙ্খলা বাহিনী ও তাদের সশস্ত্র সন্ত্রাসীদের মাধ্যমে পৈশাচিক উন্মত্ততায় মেতে উঠেছে। এই ধরনের বর্বরতার বিরুদ্ধে ধিক্কার জানানোর ভাষা আমার জানা নেই।’

তিনি বলেন, ‘৭ জানুয়ারি ডামি নির্বাচনের মাধ্যমে জোর করে রাষ্ট্রক্ষমতা দখলকারী আওয়ামী অবৈধ শাসকগোষ্ঠী বিএনপি নেতা-কর্মীদের ওপর ব্যাপক সহিংস আক্রমণ শুরু করেছে। নেতা-কর্মীদের ওপর হামলা চালিয়ে তাঁদের গুরুতর জখমসহ বিভিন্নভাবে নির্যাতনের উদ্দেশ্যই হলো—আওয়ামী অবৈধ শাসন নিয়ে কেউ যেন প্রতিবাদ করতে সাহস না পায়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত