Ajker Patrika

নেতা–কর্মীদের জরুরি নির্দেশনা আ. লীগের, জনগণের আস্থা অর্জনের তাগিদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নেতা–কর্মীদের জরুরি নির্দেশনা আ. লীগের, জনগণের আস্থা অর্জনের তাগিদ

নেতা–কর্মীদের প্রতি জরুরি নির্দেশনা দিয়েছে আওয়ামী লীগ। সামাজিক যোগাযোগ মাধ্যমের কোনো উসকানির ফাঁদে পা না দিয়ে জনগণের আস্থা অর্জন করতে বলা হয়েছে। 

শনিবার (১৪ সেপ্টেম্বর) আওয়ামী লীগের অফিশিয়াল ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ নির্দেশনা দেওয়া হয়েছে। 

পোস্টে বলা হয়েছে, প্রথম কাজ তৃণমূলের পাশে দাঁড়ানো। তথ্যের জন্য আওয়ামী লীগের অফিশিয়াল ই–মেইলে যোগাযোগ করতে বলা হয়েছে। 

নেতা–কর্মীদের উদ্দেশে বলা হয়েছে, আওয়ামী লীগকে জনগণের আস্থা অর্জন করতে হবে। কোনো ধরনের উসকানিমূলক পোস্ট বা ভুয়া বার্তায় বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়েছে। 

এ ছাড়া আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা হামলা, ভাঙচুর, লুটপাট ও হত্যাকাণ্ডের শিকার হয়েছে উল্লেখ করে সেসব ঘটনার ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়াতে নেতা–কর্মীদের প্রচার করতে বলা হয়েছে। 
 
বর্তমানে যারা দেশ চালাচ্ছে তাদের কাছে সব হামলা, নির্যাতন, ভাঙচুর, লুটপাটের বিচার ও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হবে বলেও উল্লেখ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত