Ajker Patrika

ঠেলাঠেলিতে মেজাজ হারালেন মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক
আপডেট : ০৩ নভেম্বর ২০২৪, ১৬: ২২
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে মেজাজ হারাতে দেখা গেল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। আজ রোববার রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধি প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের শপথগ্রহণ উপলক্ষে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সেখানে যান বিএনপি মহাসচিব। সমাধিস্থলের দিকে যাওয়ার পথে ভিড় ঠেলতে গিয়ে ধাক্কা খেয়ে পড়ে যাওয়ার উপক্রম হয় তাঁর। এ সময় নেতাকর্মীদের ওপর রেগে যান। একপর্যায়ে এক কর্মীর গায়ে হাত তুলতেও দেখা যায় তাঁকে। এ ঘটনার ভিডিও এরই মধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘দেশে নানা ষড়যন্ত্র চলছে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।’

জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে নেতা–কর্মীদের ঠেলাঠেলিতে মেজাজ হারান মির্জা ফখরুল। ছবি: স্ক্রিনশট
জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে নেতা–কর্মীদের ঠেলাঠেলিতে মেজাজ হারান মির্জা ফখরুল। ছবি: স্ক্রিনশট

আগামী সংসদ নির্বাচনে যাতে ফ্যাসিস্টরা ফিরে আসতে না পারে সেদিকে খেয়াল রাখার আহ্বান জানান ফখরুল। তিনি বলেন, ‘ছাত্র–জনতা যেভাবে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছে, তাদের আর কখনো গ্রহণ করা হবে না।’

শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত