Ajker Patrika

উত্তরার হাসপাতালে বিশেষায়িত বার্ন ইউনিট খোলার দাবি জামায়াতের

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন জামায়াতের নায়েবে আমির মুজিবুর রহমান। ছবি: আজকের পত্রিকা
উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন জামায়াতের নায়েবে আমির মুজিবুর রহমান। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর উত্তরার কোনো হাসপাতালেই বার্ন ইউনিট নেই। তাই এলাকাটির যেকোনো হাসপাতালে বিশেষায়িত বার্ন ইউনিট খোলার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। আজ বুধবার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

নিহতদের পরিবারের সদস্যদের সাক্ষাৎকালে তিনি শোকে বিপর্যস্ত না হয়ে যেকোনো পরিস্থিতিতে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা ও সর্বোচ্চ সবর বা ধৈর্য প্রদর্শনের আহ্বান জানান। পরে জামায়াতের নেতা-কর্মীরা নিহতদের মাগফিরাত এবং আহতদের দ্রুত আরোগ্য কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন।

মুজিবুর রহমান বলেন, ‘মৃত্যু পূর্ব নির্ধারিত, তা যেভাবেই হোক না কেন আগে-পিছে হওয়ার সুযোগ নেই। বিষয়টি মানুষের এখতিয়ার বা আওতাভুক্ত নয়। তবে স্বজন হারানো বেদনা সকলকেই ব্যথিত করে। কিন্তু যেকোনো পরিস্থিতিতে আল্লাহ আমাদের সবরের নির্দেশ প্রদান করেছেন। একই সঙ্গে সবর ও সালাতের মাধ্যমে তাঁর কাছে সাহায্য চাইতে বলেছেন। আর সবরকারীদের জন্য পুরস্কার স্বরূপ বায়তুল হামদ নামক বিশেষ জান্নাতের ঘোষণা দেওয়া হয়েছে। মূলত, সরবকারীদের জন্য ভিন্নতর ও উত্তম পুরস্কারের ব্যবস্থা রয়েছে।’

তিনি হাদিসের উদ্ধৃতি দিয়ে বলেন, ‘রাসুল (সা.) এক সন্তানহারা পিতাকে সান্ত্বনা দিয়ে বলেছেন, সবরকারীদের জন্য বিশেষ পুরস্কার রয়েছে। হাশরের ময়দানে হারানো সন্তান তাঁর স্বজনদের পরিচ্ছদ ধরে টেনে জান্নাতের জন্য নিয়ে যাবেন। আর বলতে থাকবেন তাদের না নিয়ে তিনি কোনোভাবেই জান্নাতে যাবেন না। তাই উদ্ভূত পরিস্থিতিতে সর্বোচ্চ সবর ও বেশি বেশি দোয়ার কোনো বিকল্প নেই।’

মুজিবুর রহমান বলেন, ‘জামায়াতের আমির ডা. শফিকুর রহমান আগেই নিহত পরিবার ও আহতদের পাশে থেকে সম্ভব সবকিছু করার ঘোষণা দিয়েছেন। সে ঘোষণা অনুযায়ী আমরা আহতদের চিকিৎসার জন্য অর্থ ও চিকিৎসক প্রেরণ করেছি। দুর্গতদের জন্য যা করা দরকার আমরা সাধ্যের মধ্যে সবকিছুই করব ইনশা আল্লাহ।’ নিহত ও আহতদের তালিকার প্রস্তুত করে সংশ্লিষ্ট প্রয়োজনীয় ক্ষতিপূরণ দিতে সরকারের প্রতি জোর দাবি জানান জামায়াতের এই নেতা।

উল্লেখ্য, তুরাগের দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে গত সোমবার দুপুরে বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ বিজিআই যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে বহু হতাহতের ঘটনা ঘটে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

ছেলের লাশ পেতে পুলিশের হয়রানির শিকার হতে হয়েছে

ই-মেইলে একযোগে ৫৪৭ ব্যাংক কর্মকর্তা চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি

জমকালো দোতলা বাড়িতে দূতাবাস, সামনে সারি সারি কূটনৈতিক গাড়ি—৭ বছর পর জানা গেল ভুয়া

সচিবালয়ে শিক্ষার্থীদের মারধরের প্রতিবাদে সিপিবি-বাসদের ওয়াকআউট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত