অনলাইন ডেস্ক
১৭ দিন পর ছাড়পত্র পেয়ে হাসপাতাল ত্যাগ করলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। হাসপাতাল থেকে উঠেছেন বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায়।
এ তথ্য জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার। তিনি জানান, শুক্রবার লন্ডনের স্থানীয় সময় রাত সাড়ে ৯টায় লন্ডন ক্লিনিক থেকে বের হন খালেদা জিয়া। সেখান থেকে তারেক রহমান তাকে বাসায় নিয়ে যান।
গতকাল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসক জাহিদ বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ বেগম খালেদা জিয়াকে ছুটি দিয়েছে। তাই তিনি ছেলের বাসায় ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। এর আগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা ‘এক ছাতার নিচে’ অর্থাৎ ‘ওয়ান স্টপ সার্ভিসে’ করার সিদ্ধান্ত নেন লন্ডন ক্লিনিকের চিকিৎসকেরা।
গত বুধবার বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন গণমাধ্যমকে বলেন, ‘গত ৮ জানুয়ারি থেকে ম্যাডাম (খালেদা জিয়া) লন্ডন ক্লিনিকে ভর্তি আছেন। তাঁর সর্বশেষ যে রিপোর্টগুলো প্রফেসর জন প্যাট্রিক কেনেডির নেতৃত্বাধীন মেডিকেল বোর্ড পর্যালোচনা করেছে এবং পরবর্তীতে আরও কিছু পরীক্ষা-নিরীক্ষার জন্য সিদ্ধান্ত হয়েছে। আগামী দুই-এক দিনের মধ্যে লন্ডনের আরও দুজন চিকিৎসক তাঁকে দেখবেন। পরবর্তীতে তাঁর চিকিৎসার ব্যাপারে আমাদের যে পদ্ধতি অর্থাৎ, তাকে তো এখন ওষুধ দিয়ে চিকিৎসা চলছে লিভারের জন্য, কিডনির জন্য, হার্টের জন্য, ডায়াবেটিস, প্রেশার, রিউমোটো আর্থরাইটিস প্রতিটির জন্য। এর বাইরে আরও যদি কোনো চিকিৎসা করা যায়, সে জন্য যুক্তরাষ্ট্রের জন হপকিন্স হসপিটালের মেডিকেল টিমের সদস্যরা এখানে মেডিকেল বোর্ডের সভায় অংশগ্রহণ করেছিলেন, যাতে আমরা এটাকে এক ছাদের নিচে চিকিৎসা যেটা বলে, ওয়ান আমব্রেলা অর্থাৎ, ওয়ান স্টপ সার্ভিসের মতো সেটা করার ব্যাপারে তাঁরা উদ্যোগ গ্রহণ করেছেন।’
জাহিদ হোসেন বলেন, ‘তাঁর (খালেদা জিয়া) সার্বিক অবস্থা বিবেচনা করে, বয়সের কথা বিবেচনায় রেখে যেটা সবচেয়ে মঙ্গলজনক হবে, সেই ধরনের চিকিৎসা পদ্ধতি অনুসরণ করা হবে বলে আমরা আশা করি। সেটা হয়তো আগামী দুই-তিন দিন পরে যখন আবার মেডিকেল বোর্ডের এক্সটেনডেড মেম্বার আছেন, তাঁরাও এ দেশের (লন্ডন) এবং দেশের বাইরের তাঁরা এ ব্যাপারে মতামত দেবেন, পরবর্তী সময়ে সেই অনুযায়ী তাঁর চিকিৎসা চলবে।’
সে সময় দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করে জাহিদ বলেন, ‘শুধু লন্ডনসহ প্রবাসীরা নন, বাংলাদেশের মানুষ উদ্গ্রীব হয়ে আছেন ম্যাডামের সুস্থতার জন্য। তাঁর সুচিকিৎসার জন্য আমরা দেশবাসীর কাছে দোয়া চাই। আপনাদের মাধ্যমে ম্যাডামের জন্য পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা করছি, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।’
তিনি আরও বলেন, খালেদা জিয়ার পরিবারের সদস্যরা সার্বক্ষণিকভাবে বিশেষ করে তাঁর দুই পুত্রবধূ জোবাইদা রহমান, সৈয়দা শর্মিলী রহমান, তিন নাতনি জাইমা রহমান (তারেক রহমানের মেয়ে), জাফিয়া রহমান ও জাহিয়া রহমান (আরাফাত রহমান কোকোর মেয়ে) সব সময়ই দেখাশোনা করছেন এবং দেশের (লন্ডন) বাইরে যাঁরা আছেন, তাঁরা টেলিফোনে সার্বক্ষণিক ম্যাডামের খোঁজ-খবর নিতে যোগাযোগ রাখছেন।
খালেদা জিয়ার চিকিৎসায় লন্ডন বিএনপির সভাপতি এম এ মালেক, সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদসহ নেতৃবৃন্দ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সব সময় নিরবচ্ছিন্ন কাজ করছেন বলে জানান জাহিদ।
৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থরাইটিসসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন।
১৭ দিন পর ছাড়পত্র পেয়ে হাসপাতাল ত্যাগ করলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। হাসপাতাল থেকে উঠেছেন বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায়।
এ তথ্য জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার। তিনি জানান, শুক্রবার লন্ডনের স্থানীয় সময় রাত সাড়ে ৯টায় লন্ডন ক্লিনিক থেকে বের হন খালেদা জিয়া। সেখান থেকে তারেক রহমান তাকে বাসায় নিয়ে যান।
গতকাল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসক জাহিদ বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ বেগম খালেদা জিয়াকে ছুটি দিয়েছে। তাই তিনি ছেলের বাসায় ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। এর আগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা ‘এক ছাতার নিচে’ অর্থাৎ ‘ওয়ান স্টপ সার্ভিসে’ করার সিদ্ধান্ত নেন লন্ডন ক্লিনিকের চিকিৎসকেরা।
গত বুধবার বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন গণমাধ্যমকে বলেন, ‘গত ৮ জানুয়ারি থেকে ম্যাডাম (খালেদা জিয়া) লন্ডন ক্লিনিকে ভর্তি আছেন। তাঁর সর্বশেষ যে রিপোর্টগুলো প্রফেসর জন প্যাট্রিক কেনেডির নেতৃত্বাধীন মেডিকেল বোর্ড পর্যালোচনা করেছে এবং পরবর্তীতে আরও কিছু পরীক্ষা-নিরীক্ষার জন্য সিদ্ধান্ত হয়েছে। আগামী দুই-এক দিনের মধ্যে লন্ডনের আরও দুজন চিকিৎসক তাঁকে দেখবেন। পরবর্তীতে তাঁর চিকিৎসার ব্যাপারে আমাদের যে পদ্ধতি অর্থাৎ, তাকে তো এখন ওষুধ দিয়ে চিকিৎসা চলছে লিভারের জন্য, কিডনির জন্য, হার্টের জন্য, ডায়াবেটিস, প্রেশার, রিউমোটো আর্থরাইটিস প্রতিটির জন্য। এর বাইরে আরও যদি কোনো চিকিৎসা করা যায়, সে জন্য যুক্তরাষ্ট্রের জন হপকিন্স হসপিটালের মেডিকেল টিমের সদস্যরা এখানে মেডিকেল বোর্ডের সভায় অংশগ্রহণ করেছিলেন, যাতে আমরা এটাকে এক ছাদের নিচে চিকিৎসা যেটা বলে, ওয়ান আমব্রেলা অর্থাৎ, ওয়ান স্টপ সার্ভিসের মতো সেটা করার ব্যাপারে তাঁরা উদ্যোগ গ্রহণ করেছেন।’
জাহিদ হোসেন বলেন, ‘তাঁর (খালেদা জিয়া) সার্বিক অবস্থা বিবেচনা করে, বয়সের কথা বিবেচনায় রেখে যেটা সবচেয়ে মঙ্গলজনক হবে, সেই ধরনের চিকিৎসা পদ্ধতি অনুসরণ করা হবে বলে আমরা আশা করি। সেটা হয়তো আগামী দুই-তিন দিন পরে যখন আবার মেডিকেল বোর্ডের এক্সটেনডেড মেম্বার আছেন, তাঁরাও এ দেশের (লন্ডন) এবং দেশের বাইরের তাঁরা এ ব্যাপারে মতামত দেবেন, পরবর্তী সময়ে সেই অনুযায়ী তাঁর চিকিৎসা চলবে।’
সে সময় দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করে জাহিদ বলেন, ‘শুধু লন্ডনসহ প্রবাসীরা নন, বাংলাদেশের মানুষ উদ্গ্রীব হয়ে আছেন ম্যাডামের সুস্থতার জন্য। তাঁর সুচিকিৎসার জন্য আমরা দেশবাসীর কাছে দোয়া চাই। আপনাদের মাধ্যমে ম্যাডামের জন্য পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা করছি, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।’
তিনি আরও বলেন, খালেদা জিয়ার পরিবারের সদস্যরা সার্বক্ষণিকভাবে বিশেষ করে তাঁর দুই পুত্রবধূ জোবাইদা রহমান, সৈয়দা শর্মিলী রহমান, তিন নাতনি জাইমা রহমান (তারেক রহমানের মেয়ে), জাফিয়া রহমান ও জাহিয়া রহমান (আরাফাত রহমান কোকোর মেয়ে) সব সময়ই দেখাশোনা করছেন এবং দেশের (লন্ডন) বাইরে যাঁরা আছেন, তাঁরা টেলিফোনে সার্বক্ষণিক ম্যাডামের খোঁজ-খবর নিতে যোগাযোগ রাখছেন।
খালেদা জিয়ার চিকিৎসায় লন্ডন বিএনপির সভাপতি এম এ মালেক, সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদসহ নেতৃবৃন্দ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সব সময় নিরবচ্ছিন্ন কাজ করছেন বলে জানান জাহিদ।
৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থরাইটিসসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন।
‘স্বাধীনতাযুদ্ধে যেমন আমাদের রক্ত রয়েছে, জীবনদান রয়েছে, শ্রম রয়েছে, তেমনি আন্দোলনেও আমাদের রক্তদান, শ্রম ও কষ্ট রয়েছে। এখন আওয়ামী লীগ নেই। এরপর বিএনপিও থাকবে না, তাহলে কি একাত্তরের রাজাকারেরা দেশ চালাবে। এটা আমরা বেঁচে থাকতে মেনে নেব না।’
২ ঘণ্টা আগেবাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান। আজ রোববার (২০ জুলাই) বিকেলে ডা. শফিকুর রহমানের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। পোস্টে বলা হয়, জামায়াত আমারিরে খোঁজ নিতে সেনাপ্রধান তাঁকে ফোন দিয়েছিলেন।
২ ঘণ্টা আগেরোববার রাজধানীর শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের সমাধি প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে মির্জা ফখরুল এ কথা বলেন। ‘গণঅভ্যুত্থান ২০২৪ জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা সবুজ পল্লবে স্মৃতি অম্লান’ শীর্ষক এই কর্মসূচির আয়োজন করে জাতীয়তাবাদী কৃষকদল ও আমরা বিএনপি পরিবার।
৬ ঘণ্টা আগেসম্প্রতি দেশে সংঘটিত কিছু নৃশংস ঘটনা জনমনে অন্তর্বর্তী সরকারের সক্ষমতাকে ক্ষেত্রবিশেষে প্রশ্নবিদ্ধ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ‘অন্তর্বর্তী সরকারের কোনো একটি অংশের সহায়তায় কেউ কেউ দেশে উদ্দেশ্যমূলক পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে কি না...
১৭ ঘণ্টা আগে