Ajker Patrika

যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বিবৃতির বিষয়ে হুট করে মন্তব্য করতে চান না কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৯ জানুয়ারি ২০২৪, ২২: ৫৪
যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বিবৃতির বিষয়ে হুট করে মন্তব্য করতে চান না কাদের

নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বিবৃতির বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘আমি এখানে হুট করে কোনো মন্তব্য করতে চাই না।’

আজ মঙ্গলবার তেজগাঁওয়ের ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ এবং সব সহযোগী সংগঠনের সভাপতি–সাধারণ সম্পাদকদের যৌথ সভায় তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘আমি এখানে হুট করে কোনো মন্তব্য করতে চাই না। বাংলাদেশের এই নির্বাচনে আপনিও (সাংবাদিক) দেখেছেন আমেরিকার, কমনওয়েলথ, ওআইসির প্রতিনিধিরা, পর্যবেক্ষকেরা এখানে উপস্থিত ছিলেন। আমার মনে হয় যাঁরা মন্তব্য দিচ্ছেন তাঁরা তাঁদের দেশ থেকে আসা পর্যবেক্ষকেরা পর্যবেক্ষণ করে যে পজিটিভ মন্তব্য দিয়েছেন তার ভিত্তিতে তাঁরা বিষয়টা অনুধাবন করবেন।’

দেশের জনগণের জানমাল রক্ষায় নতুন সরকার আরও কঠোর হবে বলে জানিয়েছেন ওবায়দুল কাদের। নির্বাচনকে প্রতিহত করতে বিএনপি বীভৎস কর্মকাণ্ড করেছে বলেও মন্তব্য করেন তিনি। ওবায়দুল কাদের বলেন, ‘আমরা নির্বাচনের জন্য অনেক কিছু ধৈর্য ধরে সহ্য করেছি, অপেক্ষা করেছি। ভবিষ্যতে অপতৎপরতা, অপশক্তি, সন্ত্রাস, সহিংসতার বিরুদ্ধে, জনগণের জান-মাল রক্ষার প্রয়োজনে আমরা আরও কঠোর হব।’

নতুন মন্ত্রিপরিষদে কারা থাকবেন এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘মন্ত্রিপরিষদ গঠন করার ব্যাপারে এখতিয়ার হচ্ছে লিডার অফ দি হাউস। যিনি পরবর্তী প্রধান হবেন এটা তাঁর এখতিয়ার। উনি কীভাবে তাঁর সরকার গঠন করবেন, মন্ত্রিপরিষদ সাজাবেন, সরকার পরিচালনার টিম তিনি কীভাবে সাজাবেন সেটা কিন্তু তাঁর এখতিয়ার। এ সম্পর্কে আমি কোনো মন্তব্য করব না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত