Ajker Patrika

বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণে দলটির ১৫ নেতা কর্মীর নামে মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণে দলটির ১৫ নেতা কর্মীর নামে মামলা

গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলা করেছে পুলিশ। গতকাল রাতে উপপরিদর্শক শামীম হোসেন বাদী হয়ে বিস্ফোরক আইনে পল্টন থানায় এ মামলা করেন। 

বিষয়টি নিশ্চিত করে ডিএমপির উপকমিশনার (ডিসি) ফারুক হোসেন বলেন, ‘পল্টনে দায়িত্বরত পুলিশকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের ঘটনায় বিএনপির ১৫ নেতা-কর্মীর নাম উল্লেখ করে আরও অজ্ঞাত ৫০-৬০ জনকে আসামি করে মামলা করা হয়েছে।’ 

আজ রোববার বিকেলে রাজধানীর মিন্টু রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে গণমাধ্যম বিভাগের ডিসি ফারুক হোসেন এ কথা বলেন।

এদিকে গতকাল শনিবার রাতে রাজধানীর বিভিন্ন আবাসিক হোটেল, মেস ও বাসা–বাড়িতে অভিযান চালিয়ে ৪৭২ জনকে আটক করেছে পুলিশ।

পুলিশ বলছে, বিশেষ অভিযানে আটক হওয়া অনেকে পরোয়ানাভুক্ত আসামি। এ ছাড়া মাদক, দণ্ডপ্রাপ্ত, অস্ত্রধারী সন্ত্রাসী, চোর, ছিনতাইকারীসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগ ও একাধিক মামলা রয়েছে। তাই তাঁদের গ্রেপ্তার করা হয়। এসব মামলায় রিমান্ড আবেদন করে আসামিদের আদালতে হাজির করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল ও এনসিপি

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকরা

ফেরত পাঠাতে ৫০০ বাংলাদেশিকে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত