মোহাম্মদ শাহজাহান ওমর। একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ ও আইনজীবী। মুক্তিযুদ্ধে অবদানের জন্য পান বীর উত্তম খেতাব। মুক্তিযুদ্ধের সময়ে মোহাম্মদ শাহজাহান ওমর ছিলেন ৯ নম্বর সেক্টরের টাকি সাবসেক্টরের কমান্ডার।
শাহজাহান ওমর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠালগ্নের সদস্যদের মধ্যে একজন ছিলেন। ১৯৭৯ সালের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপির প্রার্থী হিসেবে তৎকালীন বাকেরগঞ্জ-১২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঝালকাঠি-১ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।
খালেদা জিয়ার প্রথম মন্ত্রিসভায় তিনি ১৯ সেপ্টেম্বর ১৯৯১ থেকে ১৯ মার্চ ১৯৯৬ সাল পর্যন্ত সেচ, পানি উন্নয়ন ও বন্যানিয়ন্ত্রণ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
১৫ ফেব্রুয়ারি ১৯৯৬ সালের ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঝালকাঠি-১ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।
২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে একই সংসদ সদস্য নির্বাচিত হন।
২০০১ সালের ১০ অক্টোবর থেকে ২০০২ সালের ৭ এপ্রিল পর্যন্ত তিনি ভূমি প্রতিমন্ত্রী ছিলেন। এরপর ২০০২ সালের ৭ এপ্রিল থেকে ২০০৬ সালের ২৯ অক্টোবর বাংলাদেশের আইন, বিচার ও সংসদবিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
২০১৬ সালের জাতীয় সম্মেলনের পর বিএনপি শাহজাহান ওমরকে ভাইস চেয়ারম্যান ঘোষণা করে। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে গত ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির সমাবেশে অংশও নেন শাহজাহান ওমর। সেদিন পুলিশের সঙ্গে নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনায় গাড়ি পোড়ানোর একটি মামলায় তাঁকে আসামিও করা হয়।
৫ নভেম্বর ঢাকা থেকে গ্রেপ্তারের ২৪ দিনের মাথায় গত বুধবার (২৯ নভেম্বর) তিনি জামিনে মুক্তি পান। এরপর তাঁর ভোটে অংশ নেওয়ার বিষয়ে গুঞ্জন ছড়ায়। পরদিন আজ বৃহস্পতিবার আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সই করা মনোনয়ন ফরমটির ছবি ফেসবুকে ভাইরাল হয়ে যায়।
পরে, আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আওয়ামী লীগ থেকে মনোনয়ন নেওয়ার এ তথ্য জানানো হয়েছে। এ ছাড়া, শাহজাহান ওমর আওয়ামী লীগের প্রার্থী হওয়ার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন দলটির দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।
তাঁর রাজনৈতিক ক্যারিয়ার হিসাব করলে দেখা যায়, ৪৪ বছর বিএনপির রাজনীতি করে এবার যোগ দিলেন আওয়ামী লীগে।
এ বিষয়ে শাহজাহান ওমর বলেন, ‘বিএনপি থেকে অবসর নেওয়ার বিষয়ে ২০২২-এ আমি চিঠি দিয়েছি। আমি এখন আওয়ামী লীগে যোগ দিয়েছি।’
বিএনপির কর্মকাণ্ডের সমালোচনা করে শাহজাহান ওমর বলেন, ‘আসলে বিএনপিতে কেউ কোনো কথা বলতে চায় না। শুধু তারেক রহমান বিষয় না। সব মিলিয়ে আমি নিজেকে খাপ খাওয়াতে পারছিলাম না।’
এবার বিএনপির নির্বাচনে যাওয়া উচিত ছিল বলে মনে করেন শাহজাহান ওমর। তিনি বলেন, ‘২০১৪ সালে নির্বাচনে না যাওয়া ভুল ছিল। ২০১৮-তে নির্বাচনে যাওয়া ভুল ছিল। এবারও নির্বাচনে যাওয়া উচিত ছিল। নির্বাচনে গিয়ে দেখতাম কারচুপি হয় কি না?
সংবাদ সম্মেলনে নির্বাচনে যাওয়া নিয়ে বিভিন্ন প্রশ্ন করা হয় শাহজাহান ওমরকে। চাপে পড়ে নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘চাপ কিসের?’
আরও পড়ুন—
মোহাম্মদ শাহজাহান ওমর। একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ ও আইনজীবী। মুক্তিযুদ্ধে অবদানের জন্য পান বীর উত্তম খেতাব। মুক্তিযুদ্ধের সময়ে মোহাম্মদ শাহজাহান ওমর ছিলেন ৯ নম্বর সেক্টরের টাকি সাবসেক্টরের কমান্ডার।
শাহজাহান ওমর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠালগ্নের সদস্যদের মধ্যে একজন ছিলেন। ১৯৭৯ সালের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপির প্রার্থী হিসেবে তৎকালীন বাকেরগঞ্জ-১২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঝালকাঠি-১ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।
খালেদা জিয়ার প্রথম মন্ত্রিসভায় তিনি ১৯ সেপ্টেম্বর ১৯৯১ থেকে ১৯ মার্চ ১৯৯৬ সাল পর্যন্ত সেচ, পানি উন্নয়ন ও বন্যানিয়ন্ত্রণ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
১৫ ফেব্রুয়ারি ১৯৯৬ সালের ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঝালকাঠি-১ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।
২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে একই সংসদ সদস্য নির্বাচিত হন।
২০০১ সালের ১০ অক্টোবর থেকে ২০০২ সালের ৭ এপ্রিল পর্যন্ত তিনি ভূমি প্রতিমন্ত্রী ছিলেন। এরপর ২০০২ সালের ৭ এপ্রিল থেকে ২০০৬ সালের ২৯ অক্টোবর বাংলাদেশের আইন, বিচার ও সংসদবিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
২০১৬ সালের জাতীয় সম্মেলনের পর বিএনপি শাহজাহান ওমরকে ভাইস চেয়ারম্যান ঘোষণা করে। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে গত ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির সমাবেশে অংশও নেন শাহজাহান ওমর। সেদিন পুলিশের সঙ্গে নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনায় গাড়ি পোড়ানোর একটি মামলায় তাঁকে আসামিও করা হয়।
৫ নভেম্বর ঢাকা থেকে গ্রেপ্তারের ২৪ দিনের মাথায় গত বুধবার (২৯ নভেম্বর) তিনি জামিনে মুক্তি পান। এরপর তাঁর ভোটে অংশ নেওয়ার বিষয়ে গুঞ্জন ছড়ায়। পরদিন আজ বৃহস্পতিবার আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সই করা মনোনয়ন ফরমটির ছবি ফেসবুকে ভাইরাল হয়ে যায়।
পরে, আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আওয়ামী লীগ থেকে মনোনয়ন নেওয়ার এ তথ্য জানানো হয়েছে। এ ছাড়া, শাহজাহান ওমর আওয়ামী লীগের প্রার্থী হওয়ার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন দলটির দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।
তাঁর রাজনৈতিক ক্যারিয়ার হিসাব করলে দেখা যায়, ৪৪ বছর বিএনপির রাজনীতি করে এবার যোগ দিলেন আওয়ামী লীগে।
এ বিষয়ে শাহজাহান ওমর বলেন, ‘বিএনপি থেকে অবসর নেওয়ার বিষয়ে ২০২২-এ আমি চিঠি দিয়েছি। আমি এখন আওয়ামী লীগে যোগ দিয়েছি।’
বিএনপির কর্মকাণ্ডের সমালোচনা করে শাহজাহান ওমর বলেন, ‘আসলে বিএনপিতে কেউ কোনো কথা বলতে চায় না। শুধু তারেক রহমান বিষয় না। সব মিলিয়ে আমি নিজেকে খাপ খাওয়াতে পারছিলাম না।’
এবার বিএনপির নির্বাচনে যাওয়া উচিত ছিল বলে মনে করেন শাহজাহান ওমর। তিনি বলেন, ‘২০১৪ সালে নির্বাচনে না যাওয়া ভুল ছিল। ২০১৮-তে নির্বাচনে যাওয়া ভুল ছিল। এবারও নির্বাচনে যাওয়া উচিত ছিল। নির্বাচনে গিয়ে দেখতাম কারচুপি হয় কি না?
সংবাদ সম্মেলনে নির্বাচনে যাওয়া নিয়ে বিভিন্ন প্রশ্ন করা হয় শাহজাহান ওমরকে। চাপে পড়ে নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘চাপ কিসের?’
আরও পড়ুন—
ভবিষ্যতে যাতে বিতর্কিত কোনো ব্যক্তি প্রধান বিচারপতি নিয়োগ না হতে পারে সেই জন্য আপিল বিভাগের সিনিয়র মোস্ট বিচারপতিদের মধ্যে কমছে কম দুই-তিনজনের মধ্য থেকে নিয়োগের পক্ষে বিএনপি। আজ মঙ্গলবার জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপে এ প্রস্তাব বিএনপি করে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির
২৩ মিনিট আগেজামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, এটিএম আজহারের মুক্তি না হওয়ায় তারা ব্যথিত। আজ মঙ্গলবার (২২ এপ্রিল) সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
১ ঘণ্টা আগেজাতীয় ঐকমত্য কমিশনের প্রদত্ত স্প্রেডশিটের বিষয়ে বিএনপি আলোচনা করেনি উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘এটা আমাদের মধ্যে ধোঁয়াশা ও বিভিন্ন রকম বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। যেটা ওনারা আলোচনা করতে আগ্রহী হয়নি, আমরা মোটেও আগ্রহী নই। আমরা বিস্তারিত রিপোর্টের ওপর দফাওয়ারি আলোচনা করছি। আজকেই আলোচনা শেষ কর
৩ ঘণ্টা আগেজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীরকে দল থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। আজ সোমবার রাতে এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক চিঠিতে তানভীরকে এ বিষয়ে অবহিত করা হয়।
১৮ ঘণ্টা আগে