Ajker Patrika

নীতিমালা করা হয়েছে সংবাদকর্মীদের বাধা দেওয়ার জন্য: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৯ মার্চ ২০২২, ১৬: ০৭
নীতিমালা করা হয়েছে সংবাদকর্মীদের বাধা দেওয়ার জন্য: মির্জা ফখরুল

সংবাদপত্রের নতুন নীতিমালা করা হয়েছে যেন কোনোভাবেই সংবাদকর্মীরা, সংবাদমাধ্যমগুলো সত্যকে তুলে ধরতে না পারে। কিন্তু বিএনপি সরকারের আমলে সংবাদকর্মীদের ওপরে কোনো হামলা করা হয়নি। তাঁরা নির্দ্বিধায় সংবাদ প্রকাশ করতে পেরেছেন বলে দাবি করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের অডিটোরিয়াম আয়োজিত একটি সভায় এ কথা বলেন তিনি। 

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত বিএনপির মহাসচিব বলেন, ‘প্রধানমন্ত্রী সব সময় বলেন, এত উন্নয়ন হচ্ছে দেখতে পান না? এই উন্নয়নের কথা কেন সবাই লিখছে না। তাই সংবাদপত্রকে বাধা দেওয়া হচ্ছে। আমরা তো জানি আমাদের কৃষকেরা খাবার পাচ্ছেন না। লাইনে দাঁড়িয়ে অল্পসংখ্যক মানুষ খাবার পাচ্ছে, আর বাকিরা? মানুষ নিঃস্ব হয়ে যাচ্ছে। বড়লোকেরা ফুলে ফেঁপে উঠছে।’ 

শাসকগোষ্ঠীরা এমন জায়গায় যাচ্ছে যে তাঁদের আর ধরা যাচ্ছে না উল্লেখ করে ফখরুল আরও বলেন, ‘এখন একটাই কথা, এদের সরাতে হবে। তার জন্য যা করতে হবে তা হচ্ছে ঐক্য তৈরি করা। যাতে আমরা জনগণকে সঙ্গে নিয়ে এই সরকারের পতন ঘটাতে পারি। বিচার হবে, আওয়ামী লীগের বিচার হবে দেশকে অন্তঃসারশূন্য করে ধ্বংস করার জন্য।’ 

হতাশা ও সয়ে যাওয়া থেকে বেরিয়ে এসে দেশকে বাসযোগ্য করে তুলতে একসঙ্গে কাজ করতে আহ্বান জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

মার্কিন বিমানবাহিনীর রণতরি থেকে সাগরে পড়ে গেল ৮০০ কোটি টাকার যুদ্ধবিমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত