Ajker Patrika

আ.লীগের ওপর হামলাকারীদের বিচারের আহ্বান অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের

আজকের পত্রিকা ডেস্ক­
আ.লীগের ওপর হামলাকারীদের বিচারের আহ্বান অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের

রাজধানীতে আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের ওপর হামলাকারীদের জবাবদিহির আওতায় আনার আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাটির দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক কার্যালয়ের ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে গত মঙ্গলবার এক পোস্টে এ আহ্বান জানানো হয়।

নূর হোসেন দিবস উপলক্ষে ১০ নভেম্বর (রোববার) রাজধানীর জিরো পয়েন্টে কর্মসূচি ঘোষণা করেছিল আওয়ামী লীগ। বাধার মুখে দলটির কর্মী-সমর্থকেরা সে কর্মসূচি পালন করতে পারেননি।

টুইটার পোস্টে দক্ষিণ এশিয়ায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের কার্যালয় লিখেছে, ‘জিরো পয়েন্টে রোববার আওয়ামী লীগের কর্মসূচিতে অংশগ্রহণকারীদের ওপর হামলার ঘটনায় কর্তৃপক্ষকে অবশ্যই

দ্রুত ও নিরপেক্ষ তদন্ত করে জড়িতদের জবাবদিহির আওতায় আনতে হবে। রাজনৈতিক মতাদর্শের কারণে কারও ওপর হামলা মতপ্রকাশের স্বাধীনতা ও সমাবেশের অধিকারের লঙ্ঘন। কর্তৃপক্ষকে অবশ্যই রাজনৈতিক পরিচয় ব্যতিরেকে জনমানুষের এসব অধিকার সুরক্ষায় পদক্ষেপ নিতে হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত