সাখাওয়াত ফাহাদ, ঢাকা
রওশন এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির সম্মেলন আগামী ৯ মার্চ। সম্মেলন বাস্তবায়ন কমিটি গঠন করা হলেও জোরদার তৎপরতা না থাকায় সম্মেলন নিয়ে অনিশ্চয়তা কাটছে না। তবে শীর্ষস্থানীয় নেতারা বলছেন, ভালো প্রস্তুতি চলছে। আজ শনিবার বর্ধিত সভায় সব দ্বিধা-ধোঁয়াশা কেটে যাবে।
অবশ্য গোলাম মোহাম্মদ কাদেরের (জি এম কাদের) নেতৃত্বাধীন জাতীয় পার্টি (জাপা) বলছে. তাদের (রওশন এরশাদ) সম্মেলন করার এখতিয়ার নেই। জি এম কাদেরের নেতৃত্বেই জাপা চলছে। অন্য কে সম্মেলন করল, তা নিয়ে তাদের মাথাব্যথা নেই।
জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা এইচ এম এরশাদের মৃত্যুর পর থেকে দলে তাঁর স্ত্রী রওশন এরশাদ এবং ভাই জি এম কাদেরের বিরোধ ও টানাপোড়েন চলছিল। সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এই বিরোধ প্রকট হয়। নির্বাচনে অংশ নেননি রওশন ও তাঁর ছেলে শাদ এরশাদ। নির্বাচনে জাপার ভরাডুবির পর গত ২৮ জানুয়ারি রওশন নিজেকে দলের চেয়ারম্যান ঘোষণা করেন। একই সঙ্গে তিনি জাপার চেয়ারম্যান পদ থেকে জি এম কাদের ও মহাসচিব পদ থেকে মুজিবুল হক চুন্নুকে অব্যাহতি দেওয়ার ঘোষণা দেন। এর আগেও রওশন নিজেকে চেয়ারম্যান ঘোষণা করেছিলেন।
জি এম কাদেরের জাপা থেকে অব্যাহতি দেওয়া নেতারা যোগ দিয়েছেন রওশনের সঙ্গে। রওশনের নেতৃত্বাধীন অংশের মহাসচিব কাজী মামুনুর রশীদ সম্মেলনের প্রস্তুতির বিষয়ে আজকের পত্রিকাকে বলেন, সম্মেলন বাস্তবায়ন কমিটি পূর্ণাঙ্গ হয়েছে। এখানে কেন্দ্রীয় কমিটিসহ জেলা, উপজেলা এবং ইউনিয়ন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকেরা আছেন।
১৮ ফেব্রুয়ারি কাজী ফিরোজ রশীদকে আহ্বায়ক ও সৈয়দ আবু হোসেন বাবলাকে সহ-আহ্বায়ক করে সম্মেলন বাস্তবায়ন কমিটি গঠন করেন রওশন এরশাদ। প্রস্তুতির বিষয়ে কাজী ফিরোজ রশীদ বলেন, ভালো প্রস্তুতি চলছে। যখন যা করার, তা-ই করা হচ্ছে। ২৪ ফেব্রুয়ারি (আজ) বর্ধিত সভায় সব ঠিক হয়ে যাবে।
আজ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে বর্ধিত সভা আহ্বান করা হয়েছে। রওশনপন্থী নেতারা বলছেন, বর্ধিত সভায় সারা দেশ থেকে নেতা-কর্মীরা আসবেন। সৈয়দ আবু হোসেন বাবলা বলেন, তাঁরা দু-তিনটি সভা করেছেন।
বর্ধিত সভায় কী কী বিষয়ে সিদ্ধান্ত হবে, তা এখনো এই অংশের অনেক নেতা নিশ্চিত নন। বর্ধিত সভায় কাউন্সিলর ঠিক করা হবে কি না, এমন প্রশ্নের জবাবে কেন্দ্রীয় নেতা শেখ রুনা বলেন, ‘মূল নেতারা সবকিছু জানেন। আমাদের সঙ্গে অনেক কিছুই শেয়ার করছেন না।’
৯ মার্চের সম্মেলনে সারা দেশ থেকে পাঁচ হাজার কাউন্সিলর থাকবেন বলে জানান রওশনপন্থী অংশের মুখপাত্র সুনীল শুভ রায়।
রওশন এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির সম্মেলন আগামী ৯ মার্চ। সম্মেলন বাস্তবায়ন কমিটি গঠন করা হলেও জোরদার তৎপরতা না থাকায় সম্মেলন নিয়ে অনিশ্চয়তা কাটছে না। তবে শীর্ষস্থানীয় নেতারা বলছেন, ভালো প্রস্তুতি চলছে। আজ শনিবার বর্ধিত সভায় সব দ্বিধা-ধোঁয়াশা কেটে যাবে।
অবশ্য গোলাম মোহাম্মদ কাদেরের (জি এম কাদের) নেতৃত্বাধীন জাতীয় পার্টি (জাপা) বলছে. তাদের (রওশন এরশাদ) সম্মেলন করার এখতিয়ার নেই। জি এম কাদেরের নেতৃত্বেই জাপা চলছে। অন্য কে সম্মেলন করল, তা নিয়ে তাদের মাথাব্যথা নেই।
জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা এইচ এম এরশাদের মৃত্যুর পর থেকে দলে তাঁর স্ত্রী রওশন এরশাদ এবং ভাই জি এম কাদেরের বিরোধ ও টানাপোড়েন চলছিল। সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এই বিরোধ প্রকট হয়। নির্বাচনে অংশ নেননি রওশন ও তাঁর ছেলে শাদ এরশাদ। নির্বাচনে জাপার ভরাডুবির পর গত ২৮ জানুয়ারি রওশন নিজেকে দলের চেয়ারম্যান ঘোষণা করেন। একই সঙ্গে তিনি জাপার চেয়ারম্যান পদ থেকে জি এম কাদের ও মহাসচিব পদ থেকে মুজিবুল হক চুন্নুকে অব্যাহতি দেওয়ার ঘোষণা দেন। এর আগেও রওশন নিজেকে চেয়ারম্যান ঘোষণা করেছিলেন।
জি এম কাদেরের জাপা থেকে অব্যাহতি দেওয়া নেতারা যোগ দিয়েছেন রওশনের সঙ্গে। রওশনের নেতৃত্বাধীন অংশের মহাসচিব কাজী মামুনুর রশীদ সম্মেলনের প্রস্তুতির বিষয়ে আজকের পত্রিকাকে বলেন, সম্মেলন বাস্তবায়ন কমিটি পূর্ণাঙ্গ হয়েছে। এখানে কেন্দ্রীয় কমিটিসহ জেলা, উপজেলা এবং ইউনিয়ন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকেরা আছেন।
১৮ ফেব্রুয়ারি কাজী ফিরোজ রশীদকে আহ্বায়ক ও সৈয়দ আবু হোসেন বাবলাকে সহ-আহ্বায়ক করে সম্মেলন বাস্তবায়ন কমিটি গঠন করেন রওশন এরশাদ। প্রস্তুতির বিষয়ে কাজী ফিরোজ রশীদ বলেন, ভালো প্রস্তুতি চলছে। যখন যা করার, তা-ই করা হচ্ছে। ২৪ ফেব্রুয়ারি (আজ) বর্ধিত সভায় সব ঠিক হয়ে যাবে।
আজ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে বর্ধিত সভা আহ্বান করা হয়েছে। রওশনপন্থী নেতারা বলছেন, বর্ধিত সভায় সারা দেশ থেকে নেতা-কর্মীরা আসবেন। সৈয়দ আবু হোসেন বাবলা বলেন, তাঁরা দু-তিনটি সভা করেছেন।
বর্ধিত সভায় কী কী বিষয়ে সিদ্ধান্ত হবে, তা এখনো এই অংশের অনেক নেতা নিশ্চিত নন। বর্ধিত সভায় কাউন্সিলর ঠিক করা হবে কি না, এমন প্রশ্নের জবাবে কেন্দ্রীয় নেতা শেখ রুনা বলেন, ‘মূল নেতারা সবকিছু জানেন। আমাদের সঙ্গে অনেক কিছুই শেয়ার করছেন না।’
৯ মার্চের সম্মেলনে সারা দেশ থেকে পাঁচ হাজার কাউন্সিলর থাকবেন বলে জানান রওশনপন্থী অংশের মুখপাত্র সুনীল শুভ রায়।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফলাফল ঘোষণার আগমুহূর্তে নেতাকর্মীদের জন্য কড়া নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য মুহাম্মদ দেলোয়ার হোসেন।
৭ ঘণ্টা আগেজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) জাপানের রাষ্ট্রদূতের বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
৮ ঘণ্টা আগেকাতারের দোহায় দখলদার ইসরায়েলের বিমান হামলায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
১১ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন নিয়ে কারও ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ছাত্রশিবিরের প্রচার বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানান তিনি।
১৩ ঘণ্টা আগে