Ajker Patrika

বর্তমান রাজনৈতিক সংকটের মূলে পঞ্চদশ সংশোধনী: বাম গণতান্ত্রিক জোট 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

দেশে বর্তমানে যে রাজনৈতিক সংকট চলছে তার পেছনের মূল কারণ পঞ্চদশ সংশোধনী। এই সংশোধনীর মাধ্যমে দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া এবং শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তরের পথ বন্ধ হয়ে গেছে। 

আজ শুক্রবার রাজধানীর দয়াগঞ্জ মোড়ে নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচনসহ বিভিন্ন দাবিতে বাম গণতান্ত্রিক জোট ঢাকা মহানগর কমিটি আয়োজিত সমাবেশে এ কথা বলেন নেতারা। 

সমাবেশে সিপিবি ঢাকা দক্ষিণের সাধারণ সম্পাদক জলি তালুকদার বলেন, ‘দেশের জনগণের ভোটাধিকার হরণ করার পরিকল্পনা থেকেই সংবিধানের পঞ্চদশ সংশোধনী করা হয়েছে। যা দেশের বর্তমান রাজনৈতিক সংকট সৃষ্টি করেছে। দেশের মানুষের ভোটাধিকার হরণ করার দায়ে বর্তমান শাসকদের বিচারের মুখোমুখি হতে হবে।’ 

বাসদের ঢাকা মহানগরের নেতা খালেকুজ্জামান লিপন বলেন, ‘নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠান ছাড়া অবাধ-সুষ্ঠু-নিরপেক্ষ জাতীয় নির্বাচন সম্ভব নয়। তাই গণ-আন্দোলনের মধ্য দিয়ে চলমান স্বৈরশাসনের অবসান ঘটাতে হবে।’ 

সমাবেশ থেকে সংসদ ভেঙে দিয়ে অবিলম্বে সরকারের পদত্যাগ দাবি করা হয়। একই সঙ্গে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ ও বাজার সিন্ডিকেটের হোতাদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান তাঁরা। 

সিপিবি সূত্রাপুর থানা কমিটির সভাপতি আবু তাহের বকুলের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন—বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় নেতা সীমা দত্ত, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নেতা ফররুখ রিয়াদ, বাসদ নেতা সুস্মিতা মরিয়ম প্রমুখ। সমাবেশ শেষে দয়াগঞ্জ মোড় থেকে ধূপখোলা বাজার পর্যন্ত বিক্ষোভ মিছিল করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত