নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশে বর্তমানে যে রাজনৈতিক সংকট চলছে তার পেছনের মূল কারণ পঞ্চদশ সংশোধনী। এই সংশোধনীর মাধ্যমে দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া এবং শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তরের পথ বন্ধ হয়ে গেছে।
আজ শুক্রবার রাজধানীর দয়াগঞ্জ মোড়ে নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচনসহ বিভিন্ন দাবিতে বাম গণতান্ত্রিক জোট ঢাকা মহানগর কমিটি আয়োজিত সমাবেশে এ কথা বলেন নেতারা।
সমাবেশে সিপিবি ঢাকা দক্ষিণের সাধারণ সম্পাদক জলি তালুকদার বলেন, ‘দেশের জনগণের ভোটাধিকার হরণ করার পরিকল্পনা থেকেই সংবিধানের পঞ্চদশ সংশোধনী করা হয়েছে। যা দেশের বর্তমান রাজনৈতিক সংকট সৃষ্টি করেছে। দেশের মানুষের ভোটাধিকার হরণ করার দায়ে বর্তমান শাসকদের বিচারের মুখোমুখি হতে হবে।’
বাসদের ঢাকা মহানগরের নেতা খালেকুজ্জামান লিপন বলেন, ‘নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠান ছাড়া অবাধ-সুষ্ঠু-নিরপেক্ষ জাতীয় নির্বাচন সম্ভব নয়। তাই গণ-আন্দোলনের মধ্য দিয়ে চলমান স্বৈরশাসনের অবসান ঘটাতে হবে।’
সমাবেশ থেকে সংসদ ভেঙে দিয়ে অবিলম্বে সরকারের পদত্যাগ দাবি করা হয়। একই সঙ্গে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ ও বাজার সিন্ডিকেটের হোতাদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান তাঁরা।
সিপিবি সূত্রাপুর থানা কমিটির সভাপতি আবু তাহের বকুলের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন—বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় নেতা সীমা দত্ত, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নেতা ফররুখ রিয়াদ, বাসদ নেতা সুস্মিতা মরিয়ম প্রমুখ। সমাবেশ শেষে দয়াগঞ্জ মোড় থেকে ধূপখোলা বাজার পর্যন্ত বিক্ষোভ মিছিল করা হয়।
দেশে বর্তমানে যে রাজনৈতিক সংকট চলছে তার পেছনের মূল কারণ পঞ্চদশ সংশোধনী। এই সংশোধনীর মাধ্যমে দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া এবং শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তরের পথ বন্ধ হয়ে গেছে।
আজ শুক্রবার রাজধানীর দয়াগঞ্জ মোড়ে নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচনসহ বিভিন্ন দাবিতে বাম গণতান্ত্রিক জোট ঢাকা মহানগর কমিটি আয়োজিত সমাবেশে এ কথা বলেন নেতারা।
সমাবেশে সিপিবি ঢাকা দক্ষিণের সাধারণ সম্পাদক জলি তালুকদার বলেন, ‘দেশের জনগণের ভোটাধিকার হরণ করার পরিকল্পনা থেকেই সংবিধানের পঞ্চদশ সংশোধনী করা হয়েছে। যা দেশের বর্তমান রাজনৈতিক সংকট সৃষ্টি করেছে। দেশের মানুষের ভোটাধিকার হরণ করার দায়ে বর্তমান শাসকদের বিচারের মুখোমুখি হতে হবে।’
বাসদের ঢাকা মহানগরের নেতা খালেকুজ্জামান লিপন বলেন, ‘নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠান ছাড়া অবাধ-সুষ্ঠু-নিরপেক্ষ জাতীয় নির্বাচন সম্ভব নয়। তাই গণ-আন্দোলনের মধ্য দিয়ে চলমান স্বৈরশাসনের অবসান ঘটাতে হবে।’
সমাবেশ থেকে সংসদ ভেঙে দিয়ে অবিলম্বে সরকারের পদত্যাগ দাবি করা হয়। একই সঙ্গে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ ও বাজার সিন্ডিকেটের হোতাদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান তাঁরা।
সিপিবি সূত্রাপুর থানা কমিটির সভাপতি আবু তাহের বকুলের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন—বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় নেতা সীমা দত্ত, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নেতা ফররুখ রিয়াদ, বাসদ নেতা সুস্মিতা মরিয়ম প্রমুখ। সমাবেশ শেষে দয়াগঞ্জ মোড় থেকে ধূপখোলা বাজার পর্যন্ত বিক্ষোভ মিছিল করা হয়।
পতিত আওয়ামী লীগ সরকারের আমলে গুম-খুন, হত্যা, গণহত্যা, মানবতাবিরোধী অপরাধসহ সব ধরনের নির্যাতন-নিপীড়ন এবং লুণ্ঠনের অপরাধের দ্রুত বিচারের অভিপ্রায়ে জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করেছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির বৈঠকে ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করা হয়েছে। ঘোষণাপত্রে দ্রুত নির্বাচন অনুষ্ঠানের প্রয়োজনীয়তার পাশাপ
৬ ঘণ্টা আগেজনভোগান্তি লাঘব এবং দ্রুততম সময়ে নির্বাচনের দাবিতে চলতি মাসেই মাঠের কর্মসূচিতে যাওয়ার কথা বিএনপির। দেশব্যাপী এসব কর্মসূচি পালন করতে গেলে শরিক ও সমমনাদের সঙ্গে সুসম্পর্ক অটুট রাখা জরুরি বলে মনে করছে দলটি। এ লক্ষ্যে শরিক ও সমমনাদের সঙ্গে যোগাযোগ রক্ষার উদ্যোগ নিয়েছেন দলের নীতিনির্ধারকেরা। তাদের সঙ্গে
৭ ঘণ্টা আগেওমরাহ পালনের উদ্দেশে বৃহস্পতিবার বিকেলে ঢাকা থেকে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে স্ত্রী, দুই মেয়ে ও ছেলেসহ রওনা হন বাবর। স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে ফ্লাইটটি দুবাইতে পৌঁছায়। ফ্লাইটে থাকা অবস্থাতেই বুকে ব্যথা অনুভব করেন বাবর। পরে বিমানবন্দরে নামার পর তাঁকে...
১৮ ঘণ্টা আগেদুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে আগামী নির্বাচনে আনুপাতিক (প্রোপরশনাল রিপ্রেজেন্টেশন বা পিআর) পদ্ধতিতে আসন বণ্টন চান বাংলাদেশ ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। গতকাল বৃহস্পতিবার বিকেলে ঝালকাঠি প্রেসক্লাব চত্বরে ইসলামী আন্দোলনের ঝালকাঠি...
১ দিন আগে