নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘কিছুটা স্বস্তির মধ্যে চললেও ক্রান্তিকাল পার করছে দেশ। আবারও ফ্যাসিবাদের আওয়াজ পাওয়া যাচ্ছে। আবারও যদি ফ্যাসিবাদ ফিরে আসে, যারা প্রাণ দিয়েছে, তাদের কাছে কী জবাব দেব।’
আজ শুক্রবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে ২৪-এর ছাত্র-জনতার অভ্যুত্থানের শহীদ পরিবারে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে রুহুল কবির রিজভী এ কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ‘আমরা বিএনপি পরিবার’ এই অনুষ্ঠানের আয়োজন করে।
বিচারপতি খায়রুল হককে গ্রেপ্তারের দাবি জানিয়ে রিজভী বলেন, বিচারপতি খায়রুল হক কেন এখনো গ্রেপ্তার হলেন না। যাঁরা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করেছেন, তাঁরা কীভাবে এখনো বহাল তবিয়তে থাকেন।
রিজভী বলেন, তাঁরাই গণতন্ত্র হত্যাকারী, ভোটাধিকার হরণকারী। তাঁরা গ্রেপ্তারের আওতা থেকে কীভাবে বাইরে থাকে? তাঁরা শাস্তির আওতায় না এলে কীভাবে হবে?
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘এখনো ক্রান্তিকাল শেষ হয়নি। সরকারের উপদেষ্টাদের নামে মামলা প্রত্যাহার হলেও বিএনপি কর্মীসহ অনেক আন্দোলনকারীর নামে মামলা এখনো রয়ে গেছে। বিএনপির নেতা-কর্মীদের ওপর ৬০ লাখ মামলা দেওয়া হয়েছে। এর মধ্যেই আবার ফ্যাসিবাদের কণ্ঠ শুনতে পাই। ফ্যাসিবাদের অনেকে এখনো গ্রেপ্তারের আওতার বাইরে। মিথ্যা মামলায় যারা খালেদা জিয়াকে সাজা দিয়েছে, তারাও ধরাছোঁয়ার বাইরে।’
এ সময় নির্বাচন ও সংস্কার প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, নির্বাচনের বিকল্প হিসেবে সংস্কারকে দাঁড় করানো হচ্ছে। এই অবস্থায় অন্তর্বর্তী সরকারকে মূল দায়িত্ব পালন করার আহ্বান জানান তিনি।
রিজভী বলেন, শেখ হাসিনার আমলে যেসব প্রতিষ্ঠান হয়েছে, সেসব বন্ধ না করে সরকার থেকে প্রশাসক নিয়োগের মাধ্যমে যেন তা সচল রাখা হয়, তা না হলে বেকারত্ব বাড়বে। বাংলাদেশ যত দিন থাকবে, সংস্কার থাকবে। এ সময় নির্বাচন কমিশনারের কথায় বিএনপি অত্যন্ত সন্তুষ্ট বলেও মন্তব্য করেন তিনি।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘কিছুটা স্বস্তির মধ্যে চললেও ক্রান্তিকাল পার করছে দেশ। আবারও ফ্যাসিবাদের আওয়াজ পাওয়া যাচ্ছে। আবারও যদি ফ্যাসিবাদ ফিরে আসে, যারা প্রাণ দিয়েছে, তাদের কাছে কী জবাব দেব।’
আজ শুক্রবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে ২৪-এর ছাত্র-জনতার অভ্যুত্থানের শহীদ পরিবারে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে রুহুল কবির রিজভী এ কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ‘আমরা বিএনপি পরিবার’ এই অনুষ্ঠানের আয়োজন করে।
বিচারপতি খায়রুল হককে গ্রেপ্তারের দাবি জানিয়ে রিজভী বলেন, বিচারপতি খায়রুল হক কেন এখনো গ্রেপ্তার হলেন না। যাঁরা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করেছেন, তাঁরা কীভাবে এখনো বহাল তবিয়তে থাকেন।
রিজভী বলেন, তাঁরাই গণতন্ত্র হত্যাকারী, ভোটাধিকার হরণকারী। তাঁরা গ্রেপ্তারের আওতা থেকে কীভাবে বাইরে থাকে? তাঁরা শাস্তির আওতায় না এলে কীভাবে হবে?
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘এখনো ক্রান্তিকাল শেষ হয়নি। সরকারের উপদেষ্টাদের নামে মামলা প্রত্যাহার হলেও বিএনপি কর্মীসহ অনেক আন্দোলনকারীর নামে মামলা এখনো রয়ে গেছে। বিএনপির নেতা-কর্মীদের ওপর ৬০ লাখ মামলা দেওয়া হয়েছে। এর মধ্যেই আবার ফ্যাসিবাদের কণ্ঠ শুনতে পাই। ফ্যাসিবাদের অনেকে এখনো গ্রেপ্তারের আওতার বাইরে। মিথ্যা মামলায় যারা খালেদা জিয়াকে সাজা দিয়েছে, তারাও ধরাছোঁয়ার বাইরে।’
এ সময় নির্বাচন ও সংস্কার প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, নির্বাচনের বিকল্প হিসেবে সংস্কারকে দাঁড় করানো হচ্ছে। এই অবস্থায় অন্তর্বর্তী সরকারকে মূল দায়িত্ব পালন করার আহ্বান জানান তিনি।
রিজভী বলেন, শেখ হাসিনার আমলে যেসব প্রতিষ্ঠান হয়েছে, সেসব বন্ধ না করে সরকার থেকে প্রশাসক নিয়োগের মাধ্যমে যেন তা সচল রাখা হয়, তা না হলে বেকারত্ব বাড়বে। বাংলাদেশ যত দিন থাকবে, সংস্কার থাকবে। এ সময় নির্বাচন কমিশনারের কথায় বিএনপি অত্যন্ত সন্তুষ্ট বলেও মন্তব্য করেন তিনি।
রোববার রাজধানীর শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের সমাধি প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে মির্জা ফখরুল এ কথা বলেন। ‘গণঅভ্যুত্থান ২০২৪ জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা সবুজ পল্লবে স্মৃতি অম্লান’ শীর্ষক এই কর্মসূচির আয়োজন করে জাতীয়তাবাদী কৃষকদল ও আমরা বিএনপি পরিবার।
৩ ঘণ্টা আগেসম্প্রতি দেশে সংঘটিত কিছু নৃশংস ঘটনা জনমনে অন্তর্বর্তী সরকারের সক্ষমতাকে ক্ষেত্রবিশেষে প্রশ্নবিদ্ধ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ‘অন্তর্বর্তী সরকারের কোনো একটি অংশের সহায়তায় কেউ কেউ দেশে উদ্দেশ্যমূলক পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে কি না...
১৩ ঘণ্টা আগেবিবৃতিতে ছাত্রদল নেতারা বলেন, ‘হঠাৎ গজিয়ে ওঠা এই হাইব্রিড নেতা প্রায়শই দেশের সম্মানিত জাতীয় নেতাদের বিষয়ে চরম অশ্রদ্ধাপূর্ণ, রাজনৈতিক শিষ্টাচারবিরোধী অসংলগ্ন বক্তব্য দিয়ে থাকেন। তাঁর আচরণগত ও বক্তব্যের অসংলগ্নতার কারণে অনেকে তাঁর সুস্থতা ও স্বাভাবিকতার বিষয়ে সন্দিহান।
১৬ ঘণ্টা আগেআজ রাত ১১টার দিকে ডা. শফিকুর রহমান তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে নিজের স্বাস্থ্যগত অবস্থার কথা জানিয়েছেন। তিনি লিখেছেন, তাঁর অসুস্থতার কারণে সমাবেশে যে বিঘ্ন ঘটেছে, সে জন্য তিনি আন্তরিকভাবে দুঃখিত।
১৭ ঘণ্টা আগে