নিজস্ব প্রতিবেদক, ঢাকা
একতরফাভাবে শুধু নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে নয়, রাষ্ট্রপতির চলমান সংলাপে দেশের অনিবন্ধিত রাজনৈতিক দলগুলোকেও আমন্ত্রণের দাবি জানিয়েছে অনিবন্ধিত রাজনৈতিক দল সমন্বয় পরিষদ।
আজ রোববার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘নিবন্ধনের ফাঁদে গণতন্ত্র কাঁদে’ স্লোগানে মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়। মানববন্ধন শেষে অনিবন্ধিত রাজনৈতিক দল সমন্বয় পরিষদের পক্ষ থেকে একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেয়।
মানববন্ধনে বাংলাদেশ গণসংস্কৃতি দলের (বাগসদ) সভাপতি সরদার শামস আল-মামুন বলেন, ‘স্বাধীনতার পূর্বকাল থেকেই সব গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রাম, মুক্তিযুদ্ধ, বিজয়—সবকিছুতেই নেতৃত্ব দিয়েছে যে দলগুলো, তা সবই ছিল অনিবন্ধিত। এমনকি নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনসহ এ দেশের বড় বড় সব অর্জনই যাদের অংশগ্রহণে এসেছে তারা সবাই নিবন্ধনহীন ছিল। সুতরাং নিবন্ধিত ও অনিবন্ধিত সূত্রের বেড়াজাল, বৈষম্য ও বিভাজন সৃষ্টির মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের চেতনা এবং গণতন্ত্রের মূল সূত্রকেই নির্মমভাবে অস্বীকার করা হচ্ছে।’
সভাপতির বক্তব্যে সমন্বয় পরিষদের চেয়ারম্যান নাজিম আজাদ বলেন, ‘মহামান্য রাষ্ট্রপতির চলমান সংলাপকে আমরা সাধুবাদ জানাই। তবে অতীত অভিজ্ঞতা থেকে জেনেছি, শুধু নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে অনুষ্ঠিত সংলাপ দেশের জনগণের কাঙ্ক্ষিত প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। ওই সব সংলাপ শুধু ব্যক্তিগত সন্তুষ্টি ও কয়েকটি দলের স্বার্থ সুসংহত করতে ভূমিকা রেখেছে। দেশের গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠা এবং রাষ্ট্রে ন্যায় ও সুশাসন বাস্তবায়নে কোনো অবদান রাখতে পারেনি, যা দেশের জনগণকে ব্যথিত করছে, শঙ্কিত করছে।’
রাষ্ট্রপতির কাছে দাবি জানিয়ে নাজিম আজাদ বলেন, ‘আপনার চলমান সংলাপ অনিবন্ধিত দলগুলো ছাড়া অসম্পূর্ণ এবং তা জনগণের কাছে প্রত্যাশিতও নয়। রাষ্ট্রের অভিভাবক হিসেবে আপনি অচিরেই অনিবন্ধিত রাজনৈতিক দল সমন্বয় পরিষদকে সংলাপে আমন্ত্রণ জানিয়ে একটি স্বাধীন, নিরপেক্ষ ও দলীয় প্রভাবমুক্ত নির্বাচন কমিশন গঠনে আমাদের মতামত গ্রহণ করবেন।’
মানববন্ধনে প্রায় ৩০টির অধিক অনিবন্ধিত রাজনৈতিক দল ও জোটের জাতীয় নেতারা সংহতি জানিয়ে অংশগ্রহণ ও বক্তব্য দেন।
একতরফাভাবে শুধু নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে নয়, রাষ্ট্রপতির চলমান সংলাপে দেশের অনিবন্ধিত রাজনৈতিক দলগুলোকেও আমন্ত্রণের দাবি জানিয়েছে অনিবন্ধিত রাজনৈতিক দল সমন্বয় পরিষদ।
আজ রোববার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘নিবন্ধনের ফাঁদে গণতন্ত্র কাঁদে’ স্লোগানে মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়। মানববন্ধন শেষে অনিবন্ধিত রাজনৈতিক দল সমন্বয় পরিষদের পক্ষ থেকে একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেয়।
মানববন্ধনে বাংলাদেশ গণসংস্কৃতি দলের (বাগসদ) সভাপতি সরদার শামস আল-মামুন বলেন, ‘স্বাধীনতার পূর্বকাল থেকেই সব গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রাম, মুক্তিযুদ্ধ, বিজয়—সবকিছুতেই নেতৃত্ব দিয়েছে যে দলগুলো, তা সবই ছিল অনিবন্ধিত। এমনকি নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনসহ এ দেশের বড় বড় সব অর্জনই যাদের অংশগ্রহণে এসেছে তারা সবাই নিবন্ধনহীন ছিল। সুতরাং নিবন্ধিত ও অনিবন্ধিত সূত্রের বেড়াজাল, বৈষম্য ও বিভাজন সৃষ্টির মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের চেতনা এবং গণতন্ত্রের মূল সূত্রকেই নির্মমভাবে অস্বীকার করা হচ্ছে।’
সভাপতির বক্তব্যে সমন্বয় পরিষদের চেয়ারম্যান নাজিম আজাদ বলেন, ‘মহামান্য রাষ্ট্রপতির চলমান সংলাপকে আমরা সাধুবাদ জানাই। তবে অতীত অভিজ্ঞতা থেকে জেনেছি, শুধু নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে অনুষ্ঠিত সংলাপ দেশের জনগণের কাঙ্ক্ষিত প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। ওই সব সংলাপ শুধু ব্যক্তিগত সন্তুষ্টি ও কয়েকটি দলের স্বার্থ সুসংহত করতে ভূমিকা রেখেছে। দেশের গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠা এবং রাষ্ট্রে ন্যায় ও সুশাসন বাস্তবায়নে কোনো অবদান রাখতে পারেনি, যা দেশের জনগণকে ব্যথিত করছে, শঙ্কিত করছে।’
রাষ্ট্রপতির কাছে দাবি জানিয়ে নাজিম আজাদ বলেন, ‘আপনার চলমান সংলাপ অনিবন্ধিত দলগুলো ছাড়া অসম্পূর্ণ এবং তা জনগণের কাছে প্রত্যাশিতও নয়। রাষ্ট্রের অভিভাবক হিসেবে আপনি অচিরেই অনিবন্ধিত রাজনৈতিক দল সমন্বয় পরিষদকে সংলাপে আমন্ত্রণ জানিয়ে একটি স্বাধীন, নিরপেক্ষ ও দলীয় প্রভাবমুক্ত নির্বাচন কমিশন গঠনে আমাদের মতামত গ্রহণ করবেন।’
মানববন্ধনে প্রায় ৩০টির অধিক অনিবন্ধিত রাজনৈতিক দল ও জোটের জাতীয় নেতারা সংহতি জানিয়ে অংশগ্রহণ ও বক্তব্য দেন।
গত বছররে জুলাই-আগস্ট মাসে অনুষ্ঠিত গণ-অভ্যুত্থানে অসামান্য অবদান রাখায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শতাধিক নেতা-কর্মীকে সম্মাননা দেবে জাতীয়তাবাদী যুবদল।
১২ মিনিট আগেজাতীয় পার্টির (জাপা) গ্রেপ্তার নেতা-কর্মীদের মুক্তি, দলের চেয়ারম্যান জি এম কাদেরসহ অন্য নেতাদের নামে দায়েরকৃত মামলা প্রত্যাহার, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও মব ভায়োলেন্স বন্ধের দাবিতে আয়োজিত সমাবেশে পুলিশের বাধার অভিযোগ তুলেছেন দলটির নেতারা। তবে রমনা থানা-পুলিশের দাবি, তারা কোনো বাধা দেয়নি, বরং
১৫ ঘণ্টা আগেজুলাই অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে ৫ আগস্ট দেশব্যাপী গণমিছিলের আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী। আজ শনিবার (২ আগস্ট) সন্ধ্যায় এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
১৬ ঘণ্টা আগেজামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন সার্জারির নেতৃত্বে থাকা ডা. জাহাঙ্গীর কবির। তিনি আরও জানিয়েছেন, আগামী তিন দিন তিনি আইসিইউতে থাকবেন। এরপর তাঁকে কেবিনে নিয়ে আসা হবে।
১৬ ঘণ্টা আগে