নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সাবেক আইজিপি বেনজীর আহমেদ কীভাবে দেশ ছাড়লেন, সেটি নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ প্রশ্ন তোলেন। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সম্মিলিত পেশাজীবী পরিষদ এই সভার আয়োজন করে।
মির্জা ফখরুল বলেন, ‘আমার প্রশ্ন যে, সে (বেনজীর আহমেদ) কীভাবে গেল? এই যে যারা বলল, তাঁর সম্পত্তি জব্দ করছি, দুদক থেকে তাঁকে মামলা করেছে, তাঁকে কোথাও যেতে দেওয়া হবে না। সে ৪ তারিখে (৪ মে) সিঙ্গাপুর এয়ারলাইনসে সপরিবারে চলে গেল, সকলের চোখের সামনে।’
এ প্রসঙ্গে সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষকে আহাম্মক মনে করেছে। বাংলাদেশের মানুষ তো আহাম্মক না। সবাই বোঝে যে এগুলো হচ্ছে আপনাদের (সরকার) লোক দেখানো প্রতারণা। যেভাবে এখন পর্যন্ত প্রতারণা করে আপনারা দেশ শাসন করছেন।’
বিএনপি মহাসচিব বলেন, ‘শুধু বেনজীর নয়, এক আজিজ (আজিজ আহমেদ) নয়, অসংখ্য আজিজ আর বেনজীর তারা (সরকার) তৈরি করেছে। সব সময় মনে রাখতে হবে, এরা বাংলাদেশটাকে একটা লুটের সামাজ্যে পরিণত করেছে, বর্গির দেশ পরিণত করেছে। এখান থেকে আমাদের দেশটাকে রক্ষা করতে হবে।’
সরকার পতনের চলমান আন্দোলন প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা নতুন করে আবার জেগে উঠেছি, নতুন করে আবার কাজ শুরু করেছি। জয় আমাদের হবেই। আমরা সত্যের পথে, ন্যায়ের পথে লড়াই করছি।’
তিনি বলেন, ‘আমরা লড়াই করছি, যতক্ষণ না বিজয় অর্জন করছি এ লড়াই চলবে। পাকিস্তান এক দিনে স্বাধীন হয়নি, ভারত এক দিনে স্বাধীন হয়নি, বাংলাদেশও এক দিনে স্বাধীন হয়নি। আমরা তো কয়েক বছর লড়াই করছি। ১৫ বছর লড়াই করে যদি মনে করি যে আমরা হেরে গেছি, সেটা মনে করার কোনো কারণ নেই।’
নেতা-কর্মীদের উদ্দেশে ফখরুল বলেন, ‘গণতন্ত্রের জন্য আমরা লড়াই-সংগ্রাম করছি। একটা কথা আমাদের মনে রাখতে হবে, বিজয় আমাদের অর্জন করতেই হবে, সাফল্য আমাদের আনতেই হবে। আজকে এই পেশাজীবীদের আলোচনার মধ্য দিয়ে আমরা একটা জিনিস পরিষ্কার করে বলতে চাই, বাংলাদেশে বিএনপি কখনোই তার অভীষ্ট লক্ষ্য থেকে সরে দাঁড়াবে না। তার লক্ষ্য অটুট আছে। কৌশল অনেক সময় পরিবর্তন হতে পারে, সেটাই আলোচনা করে ঠিক করব।’
সম্মিলিত পেশাজীবী পরিষদের সভাপতি এ জেড এম জাহিদ হোসেনের সভাপতিত্বে ও সদস্যসচিব কাদের গণি চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভায় অধ্যাপক দিলারা চৌধুরী, সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীসহ আরও অনেকে বক্তব্য দেন।
আরও পড়ৃন:
সাবেক আইজিপি বেনজীর আহমেদ কীভাবে দেশ ছাড়লেন, সেটি নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ প্রশ্ন তোলেন। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সম্মিলিত পেশাজীবী পরিষদ এই সভার আয়োজন করে।
মির্জা ফখরুল বলেন, ‘আমার প্রশ্ন যে, সে (বেনজীর আহমেদ) কীভাবে গেল? এই যে যারা বলল, তাঁর সম্পত্তি জব্দ করছি, দুদক থেকে তাঁকে মামলা করেছে, তাঁকে কোথাও যেতে দেওয়া হবে না। সে ৪ তারিখে (৪ মে) সিঙ্গাপুর এয়ারলাইনসে সপরিবারে চলে গেল, সকলের চোখের সামনে।’
এ প্রসঙ্গে সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষকে আহাম্মক মনে করেছে। বাংলাদেশের মানুষ তো আহাম্মক না। সবাই বোঝে যে এগুলো হচ্ছে আপনাদের (সরকার) লোক দেখানো প্রতারণা। যেভাবে এখন পর্যন্ত প্রতারণা করে আপনারা দেশ শাসন করছেন।’
বিএনপি মহাসচিব বলেন, ‘শুধু বেনজীর নয়, এক আজিজ (আজিজ আহমেদ) নয়, অসংখ্য আজিজ আর বেনজীর তারা (সরকার) তৈরি করেছে। সব সময় মনে রাখতে হবে, এরা বাংলাদেশটাকে একটা লুটের সামাজ্যে পরিণত করেছে, বর্গির দেশ পরিণত করেছে। এখান থেকে আমাদের দেশটাকে রক্ষা করতে হবে।’
সরকার পতনের চলমান আন্দোলন প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা নতুন করে আবার জেগে উঠেছি, নতুন করে আবার কাজ শুরু করেছি। জয় আমাদের হবেই। আমরা সত্যের পথে, ন্যায়ের পথে লড়াই করছি।’
তিনি বলেন, ‘আমরা লড়াই করছি, যতক্ষণ না বিজয় অর্জন করছি এ লড়াই চলবে। পাকিস্তান এক দিনে স্বাধীন হয়নি, ভারত এক দিনে স্বাধীন হয়নি, বাংলাদেশও এক দিনে স্বাধীন হয়নি। আমরা তো কয়েক বছর লড়াই করছি। ১৫ বছর লড়াই করে যদি মনে করি যে আমরা হেরে গেছি, সেটা মনে করার কোনো কারণ নেই।’
নেতা-কর্মীদের উদ্দেশে ফখরুল বলেন, ‘গণতন্ত্রের জন্য আমরা লড়াই-সংগ্রাম করছি। একটা কথা আমাদের মনে রাখতে হবে, বিজয় আমাদের অর্জন করতেই হবে, সাফল্য আমাদের আনতেই হবে। আজকে এই পেশাজীবীদের আলোচনার মধ্য দিয়ে আমরা একটা জিনিস পরিষ্কার করে বলতে চাই, বাংলাদেশে বিএনপি কখনোই তার অভীষ্ট লক্ষ্য থেকে সরে দাঁড়াবে না। তার লক্ষ্য অটুট আছে। কৌশল অনেক সময় পরিবর্তন হতে পারে, সেটাই আলোচনা করে ঠিক করব।’
সম্মিলিত পেশাজীবী পরিষদের সভাপতি এ জেড এম জাহিদ হোসেনের সভাপতিত্বে ও সদস্যসচিব কাদের গণি চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভায় অধ্যাপক দিলারা চৌধুরী, সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীসহ আরও অনেকে বক্তব্য দেন।
আরও পড়ৃন:
শিক্ষাব্যবস্থার যথাযথ সংস্কারের লক্ষ্যে শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন। এ ছাড়াও স্কুল-কলেজের শিক্ষকদের নবম গ্রেডে উন্নীত, বিসিএস ট্রেনিং বিশ্ববিদ্যালয় চালুসহ ১৫ দফা প্রস্তাবনা করেছে সংগঠনটি।
১০ ঘণ্টা আগেমানবিক করিডরের নামে বাংলাদেশ, মিয়ানমারসহ দক্ষিণ এশিয়ায় অস্থিরতা তৈরি করে যুদ্ধ বাধানোর চক্রান্ত করছে যুক্তরাষ্ট্র। আর তা বাস্তবায়নে অন্তর্বর্তী সরকার সহযোগী ভূমিকা পালন করছে বলে অভিযোগ করেছেন বাম গণতান্ত্রিক জোটের নেতারা। তাঁরা বলছেন, বাংলাদেশের জনগণ দেশের জাতীয় স্বার্থ ও নিরাপত্তায় জড়িত...
১৩ ঘণ্টা আগেজাতীয় ঐকমত্য কমিশনের কাজের অগ্রগতি এখনো স্পষ্ট নয় বলে দাবি করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদের জাতীয় ঐকমত্য কমিশনের কার্যালয়ে দলটির পক্ষ থেকে সম্পূরক সংস্কার প্রস্তাবনা হস্তান্তর শেষে এ মন্তব্য করেন দলটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
১৬ ঘণ্টা আগেঐতিহাসিক ফারাক্কা দিবস উপলক্ষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের সিদ্ধান্তের কারণেই আজও বাংলাদেশ ভারত থেকে পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত। আজ বৃহস্পতিবার (১৫ মে) গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি এই অভিযোগ করেন।
১৬ ঘণ্টা আগে