Ajker Patrika

আপিল বিভাগে বিএনপি নেতা আসলাম চৌধুরীর জামিন স্থগিত

নিজস্ব প্রতিবেদক
আপিল বিভাগে বিএনপি নেতা আসলাম চৌধুরীর জামিন স্থগিত

ঢাকা: বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর জামিন স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আজ রোববার রাষ্ট্রপক্ষের জামিন আবেদন স্থগিত করার দুটি আবেদনের ওপর শুনানি শেষে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের ভার্চুয়াল বেঞ্চ এই স্থগিতাদেশ দেন।

এর আগে গত ৩০ মে দুটি মামলায় আসলাম চৌধুরীকে জামিন দেন হাইকোর্ট। রাজধানীতে নাশকতার অভিযোগে করা দুই মামলায় এ আদেশ দেওয়া হয়। এই জামিন আদেশ স্থগিত করার জন্য গত ১ জুন রাষ্ট্রপক্ষে আবেদন করা হয়। ওই দিন চেম্বার জজ আদালত আপিল বিভাগের নিয়মিত ভার্চুয়াল বেঞ্চে শুনানির জন্য ৬ জুন দিন ধার্য করেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মো. মোরশেদ, ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ ও ড. মো. বশির উল্লাহ। অন্যদিকে আসলাম চৌধুরীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট হাসিবুর রহমান হাসিব।

শুনানি শেষে আদালত হাইকোর্টের দেওয়া জামিন আদেশ আগামী ২০ জুন পর্যন্ত স্থগিত করেন। এই সময়ের মধ্যে রাষ্ট্রপক্ষকে লিভ টু আপিল করার জন্য বলেন।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশির উল্লাহ আজকের পত্রিকাকে বলেন, রাষ্ট্রপক্ষ নির্ধারিত সময়ের মধ্যে লিভ টু আপিল করবে।

তিনি জানান, নাশকতার অভিযোগে রাজধানীর কোতোয়ালি থানায় ২০১৩ সালের ২৩ ফেব্রুয়ারি এবং একই বছরের ২২ এপ্রিল অপর মামলাটি শাহবাগ থানায় করা হয়। এ দুটি মামলায় কারাবন্দী আসলাম চৌধুরীকে চলতি বছরের ১১ জানুয়ারি গ্রেপ্তার দেখানো হয়। পরে সেগুলোতে তিনি হাইকোর্ট থেকে জামিন পান। ওই জামিন স্থগিত হলো। ফলে আসলাম চৌধুরী আপাতত মুক্তি পাচ্ছেন না।

উল্লেখ্য, ২০১৬ সালের ২৬ মে নগরীর গুলশান থানায় আসলাম চৌধুরীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা হয়। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্টদের সঙ্গে বৈঠক করে ‘বাংলাদেশ সরকার উৎখাত ষড়যন্ত্রের অভিযোগ’ আনা হয় ওই মামলায়। তাঁকে গ্রেপ্তার দেখানো হয় রাষ্ট্রদ্রোহের মামলায়। ওই মামলায় ২০১৭ সালের ১৮ মে হাইকোর্ট জামিন দেন আসলাম চৌধুরীকে।

এর আগে ২০১৫ সালের ১৫ মে সন্ধ্যায় রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে আসলাম চৌধুরীকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। প্রথমে তাঁকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখানো হয়। কয়েক দফা রিমান্ডেও নেওয়া হয় তাঁকে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত