নিজস্ব প্রতিবেদক, বরিশাল
রুদ্ধদ্বার বৈঠক করলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও চরমোনাইর পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। বহুদিন পর আজ মঙ্গলবার ইসলামী আন্দোলন বাংলাদেশের ঘাঁটি বরিশালের চরমোনাই সফর করলেন জামায়াতের আমির। আজ দুপুরে তিনি চরমোনাইর পীরের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় দুই নেতা রুদ্ধদ্বার বৈঠক করেন।
বৈঠক সূত্রে জানা গেছে, আজ সকালে বরিশাল মহিলা জামায়াতের সম্মেলনে অংশ নেওয়ার পর জামায়াতের আমির বরিশাল সদর উপজেলার চরমোনাই জামিয়া রশিদিয়া আহছানাবাদ মাদ্রাসা প্রাঙ্গণে যান। তিনি গোটা মাদ্রাসা কম্পাউন্ড ঘুরে দেখেন এবং ইসলামী আন্দোলনের নেতাদের সঙ্গে কথা বলেন। পরে তিনি ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এর আগে মাদ্রাসার মেহমানখানায় মধ্যাহ্নভোজ করেন তাঁরা।
দুপুরে বৈঠক শেষে জামায়াতের আমির সাংবাদিকদের বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের জন্য যে সংস্কার প্রয়োজন তা সম্পন্ন করে তারপর নির্বাচন। একই কথা আমাদের দুই দলের।’
জামায়াত আমির বলেন, ‘আগে সংস্কারটা হোক না, তারপর নির্বাচনের কথা হবে।’
ইসলামি দলগুলোর ঐক্যের বিষয়ে এক প্রশ্নে শফিকুর রহমান বলেন, ‘আমরা এক আছি তো, একসঙ্গে কাজ করব। জনগণের প্রত্যাশা, সব কেন্দ্রে যেন একটা বাক্স থাকে।’
সীমান্তে উত্তেজনা ও ভারতের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে জামায়াতের আমির বলেন, সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া নতজানু পররাষ্ট্র নীতির ফসল, এটা তাঁরা চান না।
এ সময় ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, ‘আমরা যেন সবাই একত্রিত হয়ে ইসলাম ও মানবতার পক্ষে কাজ করতে পারি—এটাই কামনা করছি।’
বৈঠকে আলোচনার বিষয় সম্পর্কে জানতে চাইলে ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন বলেন, ‘জামায়াতের আমির চরমোনাই এসে পীর সাহেবের সঙ্গে সাক্ষাৎ করার জন্য আগেই শিডিউল নিয়েছিলেন। বরিশালে তাঁদের কর্মসূচি উপলক্ষে তিনি চরমোনাই পরিদর্শন করেছেন।’
আশরাফ আলী বলেন, ‘দুই আমির একমত হয়েছেন যে,৫৩ বছরে দেশের অবস্থা শোচনীয় হয়েছে। জাতি নতুন বন্দোবস্ত চায়। পারস্পরিক মতামতের মাধ্যমে এটি সম্ভব।’
কিছু বিষয়ে জামায়াত এবং ইসলামী আন্দোলনের নীতি এক ও অভিন্ন উল্লেখ করেন আশরাফ আলী বলেন, ‘যেমন, ফ্যাসিবাদী শক্তি যাতে ক্ষমতায় না আসতে পারে এ বিষয়ে একমত হয়েছেন দুই আমির।’
জাতীয় নির্বাচন প্রসঙ্গে ইসলামী আন্দোলনের এ নেতা বলেন, ‘দুই দলই মনে করে, যেনতেন নির্বাচনের আর সুযোগ নেই।’
এর আগে কখনো দুই দলের শীর্ষ পর্যায়ের নেতার সঙ্গে বৈঠক হয়েছে কিনা জানতে চাইলে আশরাফ আলী বলেন, ‘পীর সাহেবের মরহুম আব্বার সঙ্গে গোলাম আজমের সাক্ষাৎ হয়েছিল। এরপর আনুষ্ঠানিকভাবে এটাই প্রথম বৈঠক। বৈঠকে সব ইসলামী দল যে ঐক্যবদ্ধ হওয়ার চিন্তা করছে তা এগিয়ে নেওয়ার জন্য দুই দল কাজ করবে বলে তাঁরা ঐকমত্য পোষণ করেছেন।’
রুদ্ধদ্বার বৈঠক করলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও চরমোনাইর পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। বহুদিন পর আজ মঙ্গলবার ইসলামী আন্দোলন বাংলাদেশের ঘাঁটি বরিশালের চরমোনাই সফর করলেন জামায়াতের আমির। আজ দুপুরে তিনি চরমোনাইর পীরের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় দুই নেতা রুদ্ধদ্বার বৈঠক করেন।
বৈঠক সূত্রে জানা গেছে, আজ সকালে বরিশাল মহিলা জামায়াতের সম্মেলনে অংশ নেওয়ার পর জামায়াতের আমির বরিশাল সদর উপজেলার চরমোনাই জামিয়া রশিদিয়া আহছানাবাদ মাদ্রাসা প্রাঙ্গণে যান। তিনি গোটা মাদ্রাসা কম্পাউন্ড ঘুরে দেখেন এবং ইসলামী আন্দোলনের নেতাদের সঙ্গে কথা বলেন। পরে তিনি ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এর আগে মাদ্রাসার মেহমানখানায় মধ্যাহ্নভোজ করেন তাঁরা।
দুপুরে বৈঠক শেষে জামায়াতের আমির সাংবাদিকদের বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের জন্য যে সংস্কার প্রয়োজন তা সম্পন্ন করে তারপর নির্বাচন। একই কথা আমাদের দুই দলের।’
জামায়াত আমির বলেন, ‘আগে সংস্কারটা হোক না, তারপর নির্বাচনের কথা হবে।’
ইসলামি দলগুলোর ঐক্যের বিষয়ে এক প্রশ্নে শফিকুর রহমান বলেন, ‘আমরা এক আছি তো, একসঙ্গে কাজ করব। জনগণের প্রত্যাশা, সব কেন্দ্রে যেন একটা বাক্স থাকে।’
সীমান্তে উত্তেজনা ও ভারতের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে জামায়াতের আমির বলেন, সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া নতজানু পররাষ্ট্র নীতির ফসল, এটা তাঁরা চান না।
এ সময় ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, ‘আমরা যেন সবাই একত্রিত হয়ে ইসলাম ও মানবতার পক্ষে কাজ করতে পারি—এটাই কামনা করছি।’
বৈঠকে আলোচনার বিষয় সম্পর্কে জানতে চাইলে ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন বলেন, ‘জামায়াতের আমির চরমোনাই এসে পীর সাহেবের সঙ্গে সাক্ষাৎ করার জন্য আগেই শিডিউল নিয়েছিলেন। বরিশালে তাঁদের কর্মসূচি উপলক্ষে তিনি চরমোনাই পরিদর্শন করেছেন।’
আশরাফ আলী বলেন, ‘দুই আমির একমত হয়েছেন যে,৫৩ বছরে দেশের অবস্থা শোচনীয় হয়েছে। জাতি নতুন বন্দোবস্ত চায়। পারস্পরিক মতামতের মাধ্যমে এটি সম্ভব।’
কিছু বিষয়ে জামায়াত এবং ইসলামী আন্দোলনের নীতি এক ও অভিন্ন উল্লেখ করেন আশরাফ আলী বলেন, ‘যেমন, ফ্যাসিবাদী শক্তি যাতে ক্ষমতায় না আসতে পারে এ বিষয়ে একমত হয়েছেন দুই আমির।’
জাতীয় নির্বাচন প্রসঙ্গে ইসলামী আন্দোলনের এ নেতা বলেন, ‘দুই দলই মনে করে, যেনতেন নির্বাচনের আর সুযোগ নেই।’
এর আগে কখনো দুই দলের শীর্ষ পর্যায়ের নেতার সঙ্গে বৈঠক হয়েছে কিনা জানতে চাইলে আশরাফ আলী বলেন, ‘পীর সাহেবের মরহুম আব্বার সঙ্গে গোলাম আজমের সাক্ষাৎ হয়েছিল। এরপর আনুষ্ঠানিকভাবে এটাই প্রথম বৈঠক। বৈঠকে সব ইসলামী দল যে ঐক্যবদ্ধ হওয়ার চিন্তা করছে তা এগিয়ে নেওয়ার জন্য দুই দল কাজ করবে বলে তাঁরা ঐকমত্য পোষণ করেছেন।’
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য শতাধিক প্রার্থীর নাম ঘোষণার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের প্রস্তুতিগত কার্যক্রম শুরু করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। আজ বৃহস্পতিবার রাজধানীর তোপখানা রোডস্থ ফারইস্ট ইনস্যুরেন্স টাওয়ারের অডিটরিয়ামে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে দলের প্রাথমিকভাবে
৬ ঘণ্টা আগেসংবিধানের ১৫০(২) অনুচ্ছেদে ক্রান্তিকালীন বিধানে ষষ্ঠ তফসিলে থাকা স্বাধীনতার ঘোষণা ‘ডিক্লারেশন অব ইনডিপেনডেন্স’ ও সপ্তম তফসিলে থাকা ‘প্রক্লেমেশন অব ইনডিপেনডেন্স’ বাদ দেওয়ার সুপারিশ করা হয়েছে। যা স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ভিত্তি, তা বাদ দিলে বাংলাদেশের অস্তিত্বই থাকে না। অথচ জুলাই সনদ সংবিধানের তফসিল
৬ ঘণ্টা আগেপ্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উদ্দেশে জামায়াতের এ নেতা বলেন, ‘জুলাই জাতীয় সনদের যে খসড়া তৈরি করা হয়েছে, তার মধ্যে উভয় কক্ষে পিআর পদ্ধতির প্রস্তাবকে অন্তর্ভুক্ত করুন, সেটা গণভোটে দিন। যদি জনগণ গণভোটে এটাকে গ্রহণ করে, সেটা মেনে নিতে হবে। যদি গ্রহণ না করে, তাও মানতে হবে। কিন্তু আপনি জনগণের মতামত
৭ ঘণ্টা আগেজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বাবা হয়েছেন। তিনি পুত্রসন্তানের জনক হয়েছেন বলে বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির যুগ্ম সদস্যসচিব রিফাত রশিদ।
৭ ঘণ্টা আগে