Ajker Patrika

কর্নেল অলিকে এক কাতারে চান গয়েশ্বর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৮ মে ২০২২, ১৫: ৩৩
কর্নেল অলিকে এক কাতারে চান গয়েশ্বর

গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল অলিকে এক কাতারে চলার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আজ বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে লিবারেল ডেমোক্রেটিক পার্টির মহাসচিব ড. রেদোয়ান আহমদের মুক্তির দাবিতে এক বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন তিনি। 

গণতান্ত্রিক যুবদলের আয়োজনে এই সমাবেশে গয়েশ্বর বলেন, ‘আমরা জনগণের পক্ষে দাঁড়াতে চাই। তাই আমাদের এমন কিছু করা চলবে না, যাতে আমাদের মধ্যে বিভক্তি তৈরি হয়। আমাদের একটাই শর্ত, এই সরকারের পতন। সরকারের পতনের পর যদি কোনো দর-কষাকষি থাকে, সেটা দেখা যাবে। কিন্তু আমাদের সরকারপতনের আন্দোলনে এক থাকতে হবে।’ 

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির মহাসচিব ড. রেদোয়ান আহমদসহ অনেককে মিথ্যা মামলায় বন্দী করা হয়েছে দাবি করে এসব রাজনৈতিক নেতার মুক্তি চান গয়েশ্বর চন্দ্র রায়।

গণতান্ত্রিক যুবদলের আহ্বায়ক আমান সোবহানের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য রাখেন ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা সাইফুদ্দিন আহমেদ মনি, এলডিপির প্রেসিডিয়াম সদস্য ড. নেয়ামুল বশির, অ্যাডভোকেট ড. আওরঙ্গজেব বেলালসহ আরও অনেকেই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত