নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, ‘আমাদের মহান স্বাধীনতা ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে ও দুই লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে পেয়েছি। এটি কারও দয়ার দান নয়। কোনো সামরিক জান্তার ঘোষণার মধ্য দিয়ে মহান স্বাধীনতা অর্জিত হয়নি।’
আজ সোমবার সকালে রাজধানীর মতিঝিল স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা ও বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
নাছিম বলেন, নিরস্ত্র বাঙালির ওপর ২৫ মার্চের কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনীরা নির্মম হত্যাযজ্ঞ চালিয়েছিল। তারা ছাত্র-ছাত্রী, যুবক-যুবতী কাউকে ছাড়েনি। নির্মমভাবে সবাইকে হত্যা করে। তারা রাজারবাগ পুলিশ লাইন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোকে টার্গেট করে হত্যাযজ্ঞ চালায়। তাদের লক্ষ্য ছিল একটাই দেশকে ধ্বংস করে দেওয়া। পাকিস্তানিদের সব ষড়যন্ত্র মোকাবিলা করে জাতির পিতার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছিল।
নাছিম আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর জীবনের শ্রেষ্ঠ সময়গুলো কারাগারে কাটিয়েছেন। তিনি বারবার মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েছেন। তাঁকে ফাঁসির কাষ্টে দাঁড়ানোর ব্যবস্থা করা হয়েছিল। মুক্তিযুদ্ধ চলাকালীন পাকিস্তান কারাগারে তাঁকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছিল এবং কারাগারের পাশে তাঁর জন্য কবর খোঁড়া হয়। বলা হয়েছিল, এই কবরেই তাঁকে সমাহিত করা হবে। পাকিস্তানি অফিসাররা তাঁকে যখন জিজ্ঞেস করেছিল আপনি কি বাংলাদেশের স্বাধীনতা চান—নাকি বাঁচতে চান, তিনি সেদিন শাসক গোষ্ঠীর সঙ্গে আপস করেননি।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বোর্ডের সভাপতি আব্দুল মতিন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ মো. মাহফুজুর রহমান খান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গভর্নিং বডির সদস্য, বিদ্যালয়ের শিক্ষক ছাত্র-ছাত্রীসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, ‘আমাদের মহান স্বাধীনতা ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে ও দুই লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে পেয়েছি। এটি কারও দয়ার দান নয়। কোনো সামরিক জান্তার ঘোষণার মধ্য দিয়ে মহান স্বাধীনতা অর্জিত হয়নি।’
আজ সোমবার সকালে রাজধানীর মতিঝিল স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা ও বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
নাছিম বলেন, নিরস্ত্র বাঙালির ওপর ২৫ মার্চের কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনীরা নির্মম হত্যাযজ্ঞ চালিয়েছিল। তারা ছাত্র-ছাত্রী, যুবক-যুবতী কাউকে ছাড়েনি। নির্মমভাবে সবাইকে হত্যা করে। তারা রাজারবাগ পুলিশ লাইন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোকে টার্গেট করে হত্যাযজ্ঞ চালায়। তাদের লক্ষ্য ছিল একটাই দেশকে ধ্বংস করে দেওয়া। পাকিস্তানিদের সব ষড়যন্ত্র মোকাবিলা করে জাতির পিতার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছিল।
নাছিম আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর জীবনের শ্রেষ্ঠ সময়গুলো কারাগারে কাটিয়েছেন। তিনি বারবার মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েছেন। তাঁকে ফাঁসির কাষ্টে দাঁড়ানোর ব্যবস্থা করা হয়েছিল। মুক্তিযুদ্ধ চলাকালীন পাকিস্তান কারাগারে তাঁকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছিল এবং কারাগারের পাশে তাঁর জন্য কবর খোঁড়া হয়। বলা হয়েছিল, এই কবরেই তাঁকে সমাহিত করা হবে। পাকিস্তানি অফিসাররা তাঁকে যখন জিজ্ঞেস করেছিল আপনি কি বাংলাদেশের স্বাধীনতা চান—নাকি বাঁচতে চান, তিনি সেদিন শাসক গোষ্ঠীর সঙ্গে আপস করেননি।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বোর্ডের সভাপতি আব্দুল মতিন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ মো. মাহফুজুর রহমান খান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গভর্নিং বডির সদস্য, বিদ্যালয়ের শিক্ষক ছাত্র-ছাত্রীসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আজ শনিবার (২৬ জুলাই) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি সংখ্যানুপাতিক হারে ভোটের (পিআর) নামে দেশে জগাখিচুড়ি চলছেও বলে মন্তব্য করে তিনি বলেন, ‘বাংলাদেশে এখন একটা জগাখিচুড়ির ঘটনা চলছে। কিছু কিছু লোক, কিছু কিছু রাজনৈতিক দল, তারা বিভিন্নরকম কথা বলতে...
২ ঘণ্টা আগেস্বৈরাচার পতনের পরেও দেশের দুর্নীতির পরিমাণ বেড়েছে জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘গতকাল এক বড় ব্যবসায়ীর সঙ্গে আলাপ হলো। তিনি বলছিলেন, আগে ঘুষ দিতে হতো ১ লাখ টাকা, এখন দিতে হয় ৫ লাখ টাকা।’
২ ঘণ্টা আগেবাংলাদেশের জনগণ যে পরিবর্তনের আশায় আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করেছে, সেই পথ রুদ্ধ করার চেষ্টা করলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সংগঠনটির নেতারা বলেছেন, যারা নতুন করে ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা করছে, প্রয়োজনে তাদেরও রুখে দেওয়া হবে।
১ দিন আগেশফিকুর রহমান বলেন, ‘দুর্নীতি আমাদের সংস্কৃতি নয়, চাঁদাবাজি আমাদের সংস্কৃতি নয়, দখলদারি আমাদের সংস্কৃতি নয়। যে দল তার কর্মীদের এভাবে গড়ে তুলতে পেরেছে, সেই দলের হাতে দেশ এলে ইনশা আল্লাহ দেশ গড়ে তুলতে পারবে। যে দল তার কর্মীদের সামাল দিতে পারছে না বা পারবে না, সে দলের হাতে বাংলাদেশের একজন মানুষও নিরাপদ
২ দিন আগে