Ajker Patrika

২০১৪ ও ১৮ নির্বাচনে আত্মতৃপ্তি পাইনি, অন্য মানুষ দিয়ে ভোট দেওয়াইছেন: ধর্মমন্ত্রী

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৩: ৪৬
২০১৪ ও ১৮ নির্বাচনে আত্মতৃপ্তি পাইনি, অন্য মানুষ দিয়ে ভোট দেওয়াইছেন: ধর্মমন্ত্রী

জামালপুর-২ ইসলামপুর আসনের সংসদ সদস্য ও ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলাল বলেছেন, ‘গত ২০০৮ এর পরে ২০১৪ ও ১৮ সালে যে নির্বাচন হলো, এতে আমি আত্মতৃপ্তি পাইনি। কারণ, আপনারা অনেকেই ভোট দিছেন। আবার অনেকেই অন্য মানুষ দিয়ে ভোট দেওয়াইছেন। কত কিছু করছেন। এটাতে আত্মতৃপ্তি পাওয়া যায় না।’
 
গতকাল রোববার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে ইসলামপুর উপজেলার চরগোয়ালিনী ইউনিয়নের ডিগ্রির চর উচ্চবিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ধর্মমন্ত্রী। 

ধর্মমন্ত্রী বলেন, ‘আমি ভালো নাকি মন্দ, আমার জাজ আমিই করবার পাইতাছি না। আমি আত্মতৃপ্তি পাই নাই।’ 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে উদ্দেশ্য করে ধর্মমন্ত্রী বলেন, ‘আল্লাহ এই ভোটটা শান্তিমতো করাইছে। ২০০৮ সালে যে রকম ভোট হয়েছিল। এইবারও ওই রকম ভোট হয়েছে।’ 

ধর্মমন্ত্রী বলেন, ‘এবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক থাকবে না। আশা করি, ইউনিয়ন পরিষদের নির্বাচন আপনারা নৌকা প্রতীক ছাড়া দেখবেন। নির্বাচনে আওয়ামী লীগের কে দাঁড়াবে দাঁড়াক, বিএনপির কে দাঁড়াবে দাঁড়াক, জাতীয় পার্টির কে দাঁড়াবে দাঁড়াক। কমপিটিশন হবে। ওইটাই তো নির্বাচন। খেলাই তো ওইটে। সবই যদি আমিই পাই। তাহলে খেলা কীসের?’ 

এ সময় ধর্মমন্ত্রী ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালামকে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে উপস্থিত জনতার সামনে পরিচয় করিয়ে দেন। পরে দলীয় প্রার্থীর পক্ষে আগাম ভোট চান। 

২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনকে কেন্দ্র করে ধর্মমন্ত্রীর বক্তব্য শুনে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায় শ্রোতাদের মাঝে। তবে এ নিয়ে কেউ মুখ খুলতে রাজি হননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সাপুড়ের রক্তে তৈরি হলো বিশ্বের সবচেয়ে কার্যকর অ্যান্টিভেনম

পাথরঘাটায় তিন শিক্ষকের ওপর হামলার‌ অভিযোগ শ্রমিক দল নেতার বিরুদ্ধে

সাধারণ যাত্রীদের ভোগান্তি এড়াতে বিমানের নিয়মিত ফ্লাইটে দেশে ফিরবেন খালেদা জিয়া

আওয়ামী লীগের নেতা-কর্মীদের দেখলেই পুলিশে সোপর্দ করবেন: সামান্তা

কুষ্টিয়ায় দুই পুলিশকে আসামির হাতুড়িপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত