Ajker Patrika

একই আসনে মনোনয়ন ফরম কিনেছেন মায়া ও তাঁর ছেলে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৯ নভেম্বর ২০২৩, ১৭: ০৯
একই আসনে মনোনয়ন ফরম কিনেছেন মায়া ও তাঁর ছেলে

চাঁদপুর-২ আসন থেকে মনোনয়ন পেতে দলীয় আবেদন ফরম কিনেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এবং তাঁর ছেলে সাজেদুল হোসেন চৌধুরী দীপু।

আজ রোববার বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে তাঁরা এই মনোনয়ন ফরম সংগ্রহ করেন। আজ কর্মী-সমর্থকদের নিয়ে বাবা ও নিজের জন্য মনোনয়ন ফরম কেনেন দীপু চৌধুরী।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। ৩০ নভেম্বরের মধ্যে আগ্রহীরা মনোনয়ন দাখিল করতে পারবে। দলীয় মনোনয়নপ্রত্যাশীদের কাছে গতকাল শনিবার থেকে আবেদন ফরম বিক্রি করছে আওয়ামী লীগ। চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত। 

তবে, সময় আরও বাড়তে পারে বলে জানিয়েছেন দলটির নেতারা। প্রথম দিন ১ হাজার ৭৪টি এবং আজ এ প্রতিবেদন লেখা পর্যন্ত এক হাজার তিনটি মনোনয়ন ফরম বিক্রি করেছে আওয়ামী লীগ।

মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া দশম জাতীয় সংসদে চাঁদপুর-২ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন। একই সঙ্গে সরকারের ত্রাণ ও দুর্যোগমন্ত্রীর দায়িত্ব পালন করেন। কিন্তু একাদশ জাতীয় সংসদে মনোনয়ন দেওয়া হয়নি তাঁকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

ভারত-বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত