নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আসন্ন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী হিসেবে নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন মাসুদ পারভেজ খান ইমরান। আওয়ামী লীগের দাবি, ইমরান আগামী বৃহস্পতিবার নৌকার প্রার্থীর সমর্থনে মনোনয়ন প্রত্যাহার করে নেবেন। কিন্তু ইমরান বলছেন, তিনি এখনো মনোনয়ন প্রত্যাহারের প্রতিশ্রুতি দেননি।
আজ মঙ্গলবার সন্ধ্যায় আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে ইমরানের সঙ্গে বৈঠকে বসেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় উপস্থিত ছিলেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, ইমরানের বড় বোন ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমা।
বৈঠক শেষে বাহাউদ্দিন নাছিম সাংবাদিকদের জানান, নৌকার প্রার্থীর সমর্থনে ইমরান ২৬ মে মনোনয়ন প্রত্যাহার করবেন।
বাহাউদ্দিন নাছিম বলেন, আওয়ামী লীগ একটি বৃহৎ রাজনৈতিক দল। আওয়ামী লীগে প্রতিযোগিতা থাকে। কিন্তু দিন শেষে ঐক্যবদ্ধ হতে ভুল করে না। আসন্ন কুসিক নির্বাচনেও তাই হতে যাচ্ছে। কুমিল্লার ঐতিহ্যবাহী আওয়ামী পরিবার বীর মুক্তিযোদ্ধা আফজল খানের পরিবার। তাঁরা অতীতেও দলের জন্য ত্যাগ স্বীকার করেছে। কুমিল্লা সিটি নির্বাচনেও তাই করতে যাচ্ছে। তাঁর ছেলে ইমরান প্রার্থিতা থেকে সরে দাঁড়াবেন বলে সিদ্ধান্ত হয়েছে। শেষ দিন তিনি প্রার্থিতা প্রত্যাহার করে দলের প্রার্থীকে বিজয়ী করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন।
তবে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠকের পর আজকের পত্রিকা'কে ইমরান বলেন, ‘আমি এখনো মনোনয়ন প্রত্যাহারের কথা দিইনি। নেতাদের কিছু দাবি-দাওয়ার কথা জানিয়েছি, সেগুলো পূরণ হলেই মনোনয়ন প্রত্যাহার করব।’
ইমরান বলেন, ‘আমি ওনাদের বলেছি, আমরা সুন্দরভাবে রাজনীতি করতে চাই। এমপি বাহারের (সংসদ সদস্য বাহাউদ্দিন বাহার) অত্যাচারে কুমিল্লার মানুষ অতিষ্ঠ, তাদের বাঁচাতে ওনাদের সাহায্য চেয়েছি। আর মনোনয়ন যাকে দেওয়া হয়েছে, সেটা চলবে না। এটা নিয়েও সুযোগ থাকলে চিন্তাভাবনার জন্য বলেছি।’
কুসিক নির্বাচন সম্পর্কিত খবর জানতে - এখানে ক্লিক করুন
ইমরান আরও বলেন, ‘ওনারা ওনাদের কথা বলেছেন, আমরা আমাদের কথা বলেছি। আমি কেন মনোনয়নপত্র জমা দিয়েছি, সেটা বিবেচনার জন্য বলেছি। সবকিছু নিয়ে আরও দুইটা দিন অপেক্ষা করতে হবে।’
কুসিক নির্বাচন ২০২২ সম্পর্কিত পড়ুন:
আসন্ন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী হিসেবে নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন মাসুদ পারভেজ খান ইমরান। আওয়ামী লীগের দাবি, ইমরান আগামী বৃহস্পতিবার নৌকার প্রার্থীর সমর্থনে মনোনয়ন প্রত্যাহার করে নেবেন। কিন্তু ইমরান বলছেন, তিনি এখনো মনোনয়ন প্রত্যাহারের প্রতিশ্রুতি দেননি।
আজ মঙ্গলবার সন্ধ্যায় আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে ইমরানের সঙ্গে বৈঠকে বসেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় উপস্থিত ছিলেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, ইমরানের বড় বোন ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমা।
বৈঠক শেষে বাহাউদ্দিন নাছিম সাংবাদিকদের জানান, নৌকার প্রার্থীর সমর্থনে ইমরান ২৬ মে মনোনয়ন প্রত্যাহার করবেন।
বাহাউদ্দিন নাছিম বলেন, আওয়ামী লীগ একটি বৃহৎ রাজনৈতিক দল। আওয়ামী লীগে প্রতিযোগিতা থাকে। কিন্তু দিন শেষে ঐক্যবদ্ধ হতে ভুল করে না। আসন্ন কুসিক নির্বাচনেও তাই হতে যাচ্ছে। কুমিল্লার ঐতিহ্যবাহী আওয়ামী পরিবার বীর মুক্তিযোদ্ধা আফজল খানের পরিবার। তাঁরা অতীতেও দলের জন্য ত্যাগ স্বীকার করেছে। কুমিল্লা সিটি নির্বাচনেও তাই করতে যাচ্ছে। তাঁর ছেলে ইমরান প্রার্থিতা থেকে সরে দাঁড়াবেন বলে সিদ্ধান্ত হয়েছে। শেষ দিন তিনি প্রার্থিতা প্রত্যাহার করে দলের প্রার্থীকে বিজয়ী করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন।
তবে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠকের পর আজকের পত্রিকা'কে ইমরান বলেন, ‘আমি এখনো মনোনয়ন প্রত্যাহারের কথা দিইনি। নেতাদের কিছু দাবি-দাওয়ার কথা জানিয়েছি, সেগুলো পূরণ হলেই মনোনয়ন প্রত্যাহার করব।’
ইমরান বলেন, ‘আমি ওনাদের বলেছি, আমরা সুন্দরভাবে রাজনীতি করতে চাই। এমপি বাহারের (সংসদ সদস্য বাহাউদ্দিন বাহার) অত্যাচারে কুমিল্লার মানুষ অতিষ্ঠ, তাদের বাঁচাতে ওনাদের সাহায্য চেয়েছি। আর মনোনয়ন যাকে দেওয়া হয়েছে, সেটা চলবে না। এটা নিয়েও সুযোগ থাকলে চিন্তাভাবনার জন্য বলেছি।’
কুসিক নির্বাচন সম্পর্কিত খবর জানতে - এখানে ক্লিক করুন
ইমরান আরও বলেন, ‘ওনারা ওনাদের কথা বলেছেন, আমরা আমাদের কথা বলেছি। আমি কেন মনোনয়নপত্র জমা দিয়েছি, সেটা বিবেচনার জন্য বলেছি। সবকিছু নিয়ে আরও দুইটা দিন অপেক্ষা করতে হবে।’
কুসিক নির্বাচন ২০২২ সম্পর্কিত পড়ুন:
বিএনপি স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকের পক্ষে নয় এবং এই নীতিটি সংবিধানে সংযুক্ত করার পক্ষেও দলটি একমত। সংবিধান সংস্কার নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনায় অসন্তুষ্ট নয় বিএনপি। বরং রাষ্ট্র ও জনগণের কল্যাণে একটি সুষ্ঠু গণতান্ত্রিক ও শক্তিশালী কাঠামো দাঁড় করানোর জন্য তাঁরা সর্বাত্মক...
১ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের কাছে নারীবিষয়ক সংস্কার কমিশন গতকাল তাদের সুপারিশমালা জমা দেওয়ার পর কয়েকটি সুপারিশ নিয়ে তীব্র আলোচনা ও বিতর্ক শুরু হয়েছে। বিশেষ করে বিয়ে, তালাক, উত্তরাধিকার এবং ভরণপোষণের ক্ষেত্রে নারী-পুরুষের সমান অধিকার নিশ্চিত করার সুপারিশগুলো নিয়ে বেশি আলোচনা হচ্ছে।
২ ঘণ্টা আগেসংস্কারের বিষয়ে আর কোনো সংকট দেখছে না বিএনপি। এই অবস্থায় চলতি বছরের ডিসেম্বরের আগেই জাতীয় নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব বলে মনে করছে দলটি। দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সংস্কারের বিষয়ে কোনো সংকট নেই। সবাই সবার মতামত দিয়েছে। ঐকমত্য কোথায় কোথায় হয়েছে, তা জানতে এক সপ্তাহের...
৩ ঘণ্টা আগেসংগ্রাম এখনো শেষ হয়নি মনে করিয়ে দিয়ে সতর্ক থেকে কাজ করতে দলের নেতা-কর্মীদের আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেছেন, ‘আমাদের সজাগ থাকতে হবে। মনে রাখতে হবে যে আমাদের সংগ্রাম এখনো শেষ হয়নি। গণতান্ত্রিক উত্তরণ এখনো আমাদের হয়নি, নির্বাচনের..
৪ ঘণ্টা আগে